সাবজেক্ট রিভিউঃ ভূগোল ও পরিবেশবিদ্যা (জীববিজ্ঞান অনুষদ)
.
#কোর্স
এই বিষয়টিকে বলা হয় মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট। বেশ বৈচিত্র্যময় সিলেবাস রয়েছে এই সাবজেক্টে। গুরুত্বপূর্ণ কোর্সগুলো হলো- Geomorphology, Fluvial Morphology, Soil Science, Environmental Chemistry, Oceanography, Climatology, GIS, Rural Development Planning, Remote Sensing & Aerial Photography ইত্যাদি। এছাড়া প্র্যাক্টিক্যাল কোর্স হিসেবে Taxonomy, Soil Analysis, Pollution Study, Cartography এগুলো রয়েছে।
.
CU Admission Test Help Desk
.
#সেশনজট
সেশনজট সর্বোচ্চ ৫-৬ মাস। এমনিতে ৪ বছরের কোর্স ৪ বছর ১ মাস বা ২ মাসেই শেষ হয়ে যায়। 
.
#রেজাল্ট
রেজাল্ট সর্বোচ্চ আসে ৩.৯৫ এর উপরে। এভারেজ রেজাল্ট থাকে ৩.০০ এর আশেপাশে। তবে অবস্থার পরিবর্তন হচ্ছে দ্রুত। আমাদের ব্যাচে প্রায় অর্ধেক ছাত্র ৩.৫০+ পেয়েছে। পড়ুয়া এবং মেধাবী ছাত্রের আনাগোনা বাড়ছে দিন দিন।
.
শিক্ষক সংখ্যা
বর্তমান শিক্ষক সংখ্যা ১৯ জন। ব্যাচ প্রতি ছাত্র ৩০-৪০ এর মতো। কাজেই শিক্ষক ছাত্র অনুপাত চমৎকার বলতে হবে। এছাড়া পর্যাপ্ত পরিমাণ ক্লাসরুম রয়েছে, সেমিনার রয়েছে এবং ল্যাব রয়েছে তিনটে (এনভায়রেনমেন্ট ল্যাব, কার্টোগ্রাফি ল্যাব, জিআইএস ল্যাব)। 
.
CU Admission Test Help Desk
.
#চাকরীক্ষেত্র 
গড়পড়তা অনেক বিষয়ের চেয়ে ভাল এর জব সেক্টর। দিন দিন তা বাড়ছে। পরিবেশের যত ক্ষতি হচ্ছে, পরিবেশবিদদের প্রয়োজনীয়তাও বাড়ছে ততো। তাছাড়া পরিবেশের ছাত্র ডাক্তার ইঞ্জিনিয়ারদের মতো অতো বেশি নয়, জব সেক্টরে প্রতিযোগিতাও তাই তীব্র নয়। 
.
যেসব সেক্টরে সাবজেক্ট কেন্দ্রিক জব রয়েছে তা হলো- 
.
★জেনারেল সার্ভে অব বাংলাদেশ কিংবা স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন (স্পারসো) (দু’টোই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান) বেশ ভালো স্যালারিতে ভূগোল ও পরিবেশবিদ্যার শিক্ষার্থীদের চাকরী দিয়ে থাকে। 
.
★আবহাওয়া অধিদপ্তরে আবহাওয়াবিদ হিসেবে কাজ করা যাবে। 
.
★বিভিন্ন এনজিওতে এবং গবেষণা প্রতিষ্ঠানে কাজ করা যাবে, যারা জলবায়ু, জীববৈচিত্র, পরিবেশ নিয়ে কাজ করে। 
.
★বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এনভায়রনমেন্ট অফিসার হিসেবেও এখানকার ছাত্রদের নিয়োগ দেওয়া হয়। 
সেনাবাহিনীতে ম্যাপ ইন্টারপ্রিটার হিসেবে নিয়োগ পাওয়া যায় এখান থেকে। 
.
★এছাড়া বিসিএস, ব্যাংক জব এবং শিক্ষকতা তো আছেই। উচ্চ শিক্ষায় বিদেশ গমনেরও ভালো সুযোগ রয়েছে।
.
কে কোথায় আছে এলামনাইরা (প্রাক্তন ছাত্ররা)?
প্রাক্তন ছাত্রদের মধ্যে থাইল্যান্ডের এশিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজিতে বেশ কিছু ছাত্র উচ্চশিক্ষা গ্রহণ করছে। জার্মানিতেও রয়েছে এ সাবজেক্টের এলামনাই। শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছে এই ডিপার্টমেন্ট থেকে। এছাড়া পুলিশের উচ্চপদস্থ অফিসার, বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য প্রথম সারির ব্যাংকে কর্মরত ব্যাংকার, এনজিও অফিসার এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সেক্টরে অসংখ্য ছাত্র-ছাত্রী রয়েছে এ বিভাগের। 
.
CU Admission Test Help Desk
.
কেন পড়ব?
যাদের প্রকৃতি, পরিবেশ বিষয়ে আগ্রহ আছে, যাদের পড়াশোনার চেয়ে ক্রিয়েটিভ কাজ ভাল লাগে তাদের জন্য এটা ভাল একটা সাবজেক্ট হতে পারে। তাছাড়া যাদের মনে প্রশ্ন জাগে-মানুষ কেমন করে এলো, পৃথিবী তৈরি হলো কেমন করে, কিভাবে প্রকৃতি হাজার কোটি বছরে বদলে গিয়ে আজকের অবস্থায় এসেছে , কি ভাবে সমাজ, দেশ, রাজনীতি সবকিছু নিয়ন্ত্রণ করে আমাদের চারপাশের প্রকৃতি, তারা হয়তো তাদের অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবে এই বিষয় নিয়ে পড়তে গিয়ে। 
.
সবচেয়ে মজার, আনন্দের, এডভেঞ্চারের কথাই বলিনি। এই ডিপার্টমেন্ট থেকে প্রতি বছর ফিল্ড ওয়ার্কে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে গবেষণার কাজ করতে হয় সবাইকে। সবার যাওয়া বাধ্যতামূলক। সব বন্ধু মিলে এই ধরনের একটা ট্রিপ যে কত আনন্দের, কত এডভেঞ্চারাস, কত বৈচিত্র্যময় হতে পারে, দায়িত্বজ্ঞান কতটা বাড়িয়ে দিতে পারে, বলে বোঝানো যাবে না। আর কিছু না হোক, চার বছরের ৪ টা ফিল্ড ওয়র্ক নিঃসন্দেহে জীবনের সবচেয়ে দামী স্মৃতিগুলোর কাতারে স্থান পাবে। 
.
লিখেছেন :
Mohaiminul Islam Bappy,
Department of Geography & Environmental Studies, 
University of Chittagong.
.