★ সাবজেক্ট রিভিউ ইতিহাস ★
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে চারটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে তার মধ্যে ইতিহাস বিভাগ অন্যতম।
বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি, ইতিহাসের অধ্যাপক এ. আর. মল্লিক স্যারের হাত ধরে ইতিহাস বিভাগের যাত্রা শুরু হয়। এরপর উপমহাদেশের স্বনামধন্য ইতিহাসবিদ অধ্যাপক আব্দুল করিম স্যারের হাত ধরে এই বিভাগ অনেকদূর এগিয়ে যায়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ইমিরিটাস অধ্যাপক হচ্ছেন আমাদের আলমগীর মোহাম্মদ সিরাজ উদ্দিন স্যার। যিনি এবার শিক্ষায় একুশে পদকে ভুষিত হয়েছেন।
.
★শিক্ষা পদ্ধতি – আমাদের ইয়ার বেসিস শিক্ষা পদ্ধতি চালু আছে। প্রতি বছরে একবার ইয়ার ফাইনাল পরীক্ষা নেয়া হয়। ইতিহাস বিভাগে ইতিহাসের পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল,অর্থনীতি ও সমাজতত্ত্বের উপরেও কোর্স পড়ানো হয়।
.
★সেশন জট:
ইতিহাস বিভাগ বিশ্ববিদ্যালয়ের অন্যতম দ্রুততম ডিপার্টমেন্ট হিসেবে পরিচিত। স্যারদের আন্তরিক প্রচেষ্টার ফলে এখানে সেশনজটের স্বাদ নেয়ার কোন সুযোগ নেই! চার বছর মেয়াদী অনার্স কোর্স চার বছরেই শেষ হয়ে যায়।
.
★রেজাল্ট:
ইতোপূর্বে ইতিহাস বিভাগের রেজাল্ট অন্যান্য ডিপার্টমেন্ট এর তুলনায় কিছুটা খারাপ হলেও আস্তে আস্তে সেটা কাটিয়ে উঠার আশা করা যাচ্ছে। তবে,গড়ে মোটামুটি ৩ থাকে(আউট অব ৪ স্কেল)।
.
★বিদেশে স্কলারশিপ:
এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করে বিশ্বের বিভিন্ন নামিদামি সব বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ রয়েছে। বিশ্বের অন্যান্য দেশে ইতিহাসকে বিশেষ গুরুত্বের সাথে পড়ানো হয়।
.
★ইতিহাস বিভাগের বিশেষ সুবিধা:
পড়াশোনা শেষ করে সবাই একটা ভাল চাকুরির প্রত্যাশা করে। এক্ষেত্রে, অধিকাংশেরই বিসিএস সহ বিভিন্ন প্রথম শ্রেনির সরকারি চাকুরিই বেশি পছন্দ।
যারা এসব চাকুরির প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে চান তাদের জন্য ইতিহাস বিভাগ বিশেষ উপকারী। এখানে বাংলা সহ পুরো ভারতবর্ষের ইতিহাস বিশেষ গুরুত্বের সাথে পড়ানো হয়। এতে বিসিএস সহ অন্যান্য প্রতিযোগিতা মূলক পরীক্ষার সিলেবাসের বেশ কিছু অংশ পড়া হয়ে যায়। বিশেষ করে বাংলাদেশ বিষয়াবলী ও সাধারণ জ্ঞানের অনেকটাই কাভার হয়ে যায়। এছাড়া, আন্তর্জাতিক ইতিহাস পড়ার সুবাধে আন্তর্জাতিক বিষয়াবলীর অনেক কিছুও পড়া হয়ে যায়।
.
★ জব সেক্টর:-
বিসিএস বা অন্যান্য প্রতিযোগিতা-মূলক পরীক্ষার মাধ্যমে বিভিন্ন সরকারি চাকুরি লাভ করা যায়। এক্ষেত্রে, ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের বিশেষ সুবিধার কথা উপরে বলেছি।
ইতিহাস বিভাগের সাবেক ভাইয়া-আপুদের একটা বড় অংশ বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। তাদের পথ ধরে আপনিও এসব প্রতিষ্ঠানে জব করতে পারেন।
বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়, এমপিও ভুক্ত স্কুল কলেজে শিক্ষকতাকেও পেশা হিসেবে নিতে পারেন।
.
ইতিহাসকে অনেকে রসকষহীন সাবজেক্ট বলে থাকেন। কিন্তু আমি বলব, জানার আগ্রহ নিয়ে পড়লে ইতিহাস অনেক মজার একটা সাবজেক্ট।
.
______
আব্দুল্লাহ খান মনির।
ইতিহাস বিভাগ, চবি।
.