সাবজেক্ট রিভিউ : #সয়েল_সায়েন্স
.
বিষয়টি খুবই অপরিচিত! যদি কখনো আমাকে জিজ্ঞেস করা হয় যে, ‘তুমি কোন subject এ পড়?’ আর উত্তরে যখন বলি ‘soil science’ তখন এমন কাউকে পাইনি যারা বিষয়টিকে ‘social science’ ভাবেনি। যা হোক আমাদের দেশে কেউ স্বপ্ন দেখে soil science পড়েছে তা খুঁজে পাওয়া দুষ্কর। এই রিভিউটা তাদের জন্যে যারা এই বিষয়টিকে একটু জানতে চাও,বলা যায় তো এটা পড়ার পর কারো ইচ্ছা যদি জেগে যায় কিংবা যদি নেয়ার মত পরিস্থিতি আসে। প্রথমত এই subject বাংলাদেশের চারটি জায়গায় পড়ানো হয় DU, KU, CU, MBSTU তে। 
.
এবার আসি CU তে এই বিষয়ের অবস্থা। আমাদের varsity তে বুঝতেই পারছো subject এর জন্য কতটা অনুকূল।আমাদের মাঠে কাজ করার জন্য রয়েছে প্রাচীরে ঘেরা নির্দিষ্ট জায়গা। প্রয়োজনীয় ল্যাবরেটরী তো আছেই। UGC থেকে award পাওয়া দুজন শিক্ষক রয়েছেন। তাদের একজন ঘহলেন খান তৌহিদ ওসমান স্যার যিনি বাংলাদেশের soil science জগতের অন্যতম পুরধা যার লিখিত বই springer publish করেছে। আর এছাড়াও আমাদের রয়েছে আরো ১৫ জন শিক্ষক যাদের অধিকাংশই বিশ্বের নামকরা varsity থেকে PHD degree অর্জন করেছেন।
.
#কোর্স : এতদিন chemistry শুনেছে সামনে soil বসাও, soil chemistry,physics ও একই soil physics, geology, crop science, soil microbiology, elementary geography, Biochemistry, physical chemistry, forest soil কি নেই
.
#সেশনজট : আমাদের department এ দুবছর হলো সেশন জট বিদায় নিয়েছে, তাই টেনশনের কিছু নেই, বরং এখন চার বছরের আগেও শেষ হতে পারে😂😂😂.
.
#রেজাল্ট : আমাদের Department এ ৩.৯৪ পাওয়ার মত নজির আছে।এছাড়াও কোন কোন ইয়ারে GPA-4 out of 4 পাওয়ার নজির আছে।নিয়মিত পড়াশোনা করলে ভাল ফল সম্ভব।
.
#চাকরিক্ষেত্র : আসি subject টা কেমন, বা সহজ ভাষায় যাকে ‘Future’ বলে। অনেকের ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, হতে পারবেনা, বা হওনি। Forensic soil science নামের একটা branch আছে বিদেশে, যা তোমাকে doctor না হতে পারার কস্ট কিছুটা কমাবে, NASA যাওয়ার স্বপ্ন দেখেছিলে কিন্তু physics related কিছু পাওনি, সমস্যা নেই soil scientist হিসেবে NASA’য় যেতে পারো। এছাড়াও ইউরোপের অনেক দেশই আছে যেখানে soil science একটা demandable subject. অনেকক্ষণ বিদেশ নিয়ে বক বক হল,দেশে কি অবস্থা? ভাই সত্যি বলতে কোন বিষয়েরই ভাল ভবিষ্যত দেশে নেই! কিন্তু subject oriented job এ soil science অনেকটা এগিয়ে। SRDI, Agri varsity, forestry etc অনেক জায়গায় এই subject এর কদর। ভাই কৃষিপ্রধান দেশ এ যারা দেশে কিছু করতে চাও, এই বিষয়টা তাদের জন্য খারাপ হবেনা!
.
কাদের জন্যে?খুব বেশী মেধাবী হওয়ার দরকার নেই,science এ পড়ে এমন সবাই স্বাছন্দে পড়তে পারবে, তবে field এ কাজ করতে হবে তার জন্য অলস হলে চলবেনা, ভালবাসতে হবে যা সব subject এর জন্য প্রযোজ্য।
.
অবশেষে বলা যায় বিষয়টি একাধারে যেমন আমার মত medium quality এর শিক্ষার্থীদের জন্য অন্যদিকে CU এর প্রাকৃতিক সৌন্দর্য বিষয়টির জন্য অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অধিক যোগ্য! তাই soil science পছন্দের তালিকায় উপরের দিকে রাখতেই পারো আর যদি গ্রহণ করো তার জন্য অগ্রিম স্বাগতম
.
লিখেছেন :
টিপু মারমা 
সয়েল সাইন্স,চবি
সেশন ২০১৬-১৭