লুসিড ড্রিম হল এমন এক পর্যায়, যখন আপনার মস্তিষ্ক বুঝতে পারে যে আপনি স্বপ্ন দেখছেন, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেন না। অন্যদিকে হাইপনাগোগিয়া-আই হল সেই পর্যায়, যখন আপনার মস্তিষ্কও বুঝতে পারেনা যে স্বপ্ন দেখছেন।
কেমন হয়, যদি আপনিই আপনার স্বপ্নের জগত নিয়ন্ত্রণ করতে পারেন?
আপনার স্বপ্নকে এমন জাগ্রত রূপ দিতেই এম আই টির মিডিয়া ল্যাব এমন এক দস্তানা তৈরি করেছে, যা আপনার হাইপনাগোগিয়া-আই পর্যায়ে মস্তিষ্ককে সিগন্যাল পাঠাবে। পাঠানো হবে একটি অডিওবার্তাও, যা ঘুমিয়ে থাকা ওই ব্যক্তির স্বপ্নকে প্রভাবিত করবে।
ডোরিমো নামে বিশেষ এই দস্তানাটি তৈরি করেছে এমআইটির মাস্টার্সের ছাত্র অ্যাডাম হারোইটজের নেতৃত্বে একদল তরুণ বিজ্ঞানী।
এখনও এই দস্তানাটি পরীক্ষামূলক পর্যায়েই আছে বলে জানিয়েছে এমআইটি। কারণ, এ যন্ত্রটি অত্যন্ত ব্যয়বহুল। তাই তারা কীভাবে খরচ কমিয়ে এটি সাধারণের ব্যবহারযোগ্য করে প্রস্তুত করা যায়, সেদিকে মনোযোগ দিচ্ছে। খবর আইএফএল সায়েন্স ও মাদারবোর্ডের।