হটাৎ অজয় স্যারের একটা কথা মনে হলো , স্যার আমাদের ক্লাসে অনেকবার বলেছেন তোমরা কি জানো শামছুল আলম স্যার শুধু মাত্র কুরবানির ঈদ ছাড়া প্রতিদিন ক্যাম্পাসে আসে।

আগামীকাল কুরবানীর ঈদ তাই ভাবলাম স্যারকে নিয়ে কিছু লিখি , যদিও স্যারকে নিয়ে লেখার মতো যোগ্য ব্যক্তি আমি না, কোনোকিছু ভুল হলে জানাবেন ঠিক করে দিব।

শামছুল আলম স্যার সম্পর্কে অন্য স্যারদের কাছ থেকে যা শুনেছি :

০১. একদিন রানা স্যার বলছিলেন আমি কোয়ান্টাম মেকানিক্সের একটা বিষয় বুঝছিলাম না, জাপানে থাকতে আমার প্রফেসরদের জিজ্ঞাসা করেছি ,বাংলাদেশেও অনেককে জিজ্ঞাসা করেছি কিন্তু কেউই তেমন উত্তর দিতে পারেনি।

শামছুল আলম স্যারকে জিজ্ঞাসা করলাম , স্যার আমাকে কাঠের গুঁড়া দিয়ে বুঝিয়ে দিলেন।

০২. অজয় স্যারতো প্রায়ই বলতেন এই তোমরা এই টার ফিজিক্যাল মিনিং জানো ,ওইটার ফিজিক্যাল মিনিং জানো ?

আমি তোমাদের শিখাবো , শামছুল আলম স্যার এইসব আমাদের শিখিয়েছেন।

স্যারের নিজের মুখ থেকে শোনা কিছু গল্প :

০১. বাইরের কোনো এক ইউনিভার্সিটিতে কোনো একটা বিষয়ে অনেক বছর গবেষণা চলছিল , গবেষণার মধ্যে গণিতের একটা সমস্যা সবাই স্কিপ করে যেত।

ভাগ্যক্রমে রুয়েটের একজন ওই একই গবেষণায় যোগ দেয় , উনি যখন দেখলেন সবাই গণিতের সমস্যাটা স্কিপ করে গেছে তিনি তখন সমস্যাটা শামছুল আলম স্যারকে পাঠালেন , স্যার একটা সমাধান করে দিলেন একদিনের মধ্যে সম্ভবত।

বাইরের ওই ভার্সিটি স্যারের রেজাল্ট প্রথমেই নেয়নি। ওনারা তিন বছর রেজাল্টের উপর কাজ করে দেখলেন স্যারের রেজাল্ট ঠিক আছে। পরে স্যারকে অভিনন্দন জানালেন।

০২. স্যার একবার কুয়েটের সেমিনারে অতিথি হিসেবে ইলেক্ট্রোমেগনেটিক্স(সম্ভবত ) নিয়ে কথা বললেন , তার কথা শুনে কুয়েটের স্যাররা বললেন, স্যার আমার তো অনেক কিছুই জানিনা তবে শেখার চেষ্টা করছি।

স্যারকে নিয়ে আরো অনেক অনেক কথা শুনেছি। স্যারকে নিয়ে অনেকের অনেক স্মৃতি আছে সবাই শেয়ার করলে ভালো লাগবে।
©Atik Islam