এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদটি পবিপ্রবির বহিঃস্থ ক্যাম্পাস যা বরিশাল শহর হতে প্রায় ১৫ কি.মি দূরে বরিশাল বিমান বন্দর সংলগ্ন বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত।

প্রয়োজনীয় সকল সুবিধা সম্বলিত ত্রই বহিঃস্থ ক্যাম্পাসটি স্বাতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। বর্তমানে এই অনুষদে ১১ টি বিভাগে মোট ৪৭ জন শিক্ষক কর্মরত। এই অনুষদ হতে ৫ বছর মেয়াদী Doctor of Veterinary medicine (DVM) ও ৪ বছর ৬ মাস মেয়াদী B.Sc in Animal Husbandary ( Hons.) নামে ২ টি ডিগ্রি প্রদান করা হয়।

এই অনুষদে মোট শিক্ষার্থীর সংখ্যা ৫৫০ জন ( ডিভিত্রম – ৮ জন বিদেশী সহ ২৬৬ জন, বিত্রসসি ত্রত্রইচ ২৪৩ ত্রবং ত্রমত্রস ৪১ জন)। ইতোমধ্যে এ অনুষদ হতে ৬১১ জন শিক্ষার্থী Doctor of Veterinary Medicine (DVM) ডিগ্রী এবং B.Sc in Animal Husbandry (Hons.) এ ২১১ জন শিক্ষার্থী ডিগ্রি লাভ করে।

দেশের বিভিন্ন সরকারি – বেসরকারি প্রতিষ্ঠানসহ আন্তজার্তিক প্রতিষ্ঠানে এই অনুষদের শিক্ষার্থীরা সুনাম ও দক্ষতার সাথে প্রাণিসম্পদের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। এ পর্যায়ে উক্ত অনুষদ থেকে ৮৬ জন শিক্ষার্থী স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

বর্তমানে উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের অর্থায়নে মেডিসিন, সার্জারী এন্ড অবসটেট্রিক্স বিভাগের তত্ত্বাবধানে ভেটেরিনারি টিচিং হাসপাতাল আধুনিকিকরণ উপ -প্রকল্পের আওতায় একটি অত্যাধুনিক অপারেশন থিয়েটার ও ল্যাবরেটরি নির্মাণ ত্রবং ভ্রাম্যমান প্রাণি স্বাস্থ্যসেবা ক্লিনিক চালু আছে৷

Faculty Of Animal Science & Veterinary Medicine

ছবি কৃতজ্ঞতাঃ PSTU Website

Doctor of Veterinary Medicine (DVM)

একজন ভেটেরিনারিয়ান হতে হলে বিজ্ঞান বিভাগ থেকে এস.এস.সি এবং এইচ.এস.সি পাস করার পর দেশের যে কোন স্বীকৃ্ত বিশ্ববিদ্যালয় হতে পাঁচ বছর(চার বছর একাডেমিক, এক বছর ইন্টার্নি) মেয়াদী ডিভিএম(ডক্টর অবভেটেরিনারি মেডিসিন) ডিগ্রী অর্জন করতে হবে।

নতুন চান্স পাওয়া ছাত্রছাত্রীরা খুব কনফিউজড, যে কোন সাব্জেক্টের ভবিষ্যত কি।

Job Sector Govt

• Veterinary Surgeon (BCS)
•University Teacher
• Scientific Officer of BLRI, LRI.
• Project Development Officer
•Officer (Dairy farm, Goat farm, Poultry farm,
buffalo farm etc.)
• RVFC (Army)
•Lecturer (LTI, Technical college & Govt.
Veterinary College)
• General Cadre (Foreign affairs, ASP, Custom, Family Planning, Education etc.)
• PSC Non cadre Officer.
•NSI officer, NBR officer, ATO etc.
• Govt Bankers.

International Organization

•UNDP Officer
• ICDDR’B Scientist
• FAO Officer
• WFP Officer
• JICA Officer
• Eco Health Scientist
• World Vission Officer
•Heifer Executive
•CARE Scientist
• PKSF Officer
• Solidarity Officer
• UNFPA Scientist

Non-Govt Jobs

• Technical Officer (Medicine & Feed)
• Product Executive (Medicine)
• Farm Officer
• Training Executive
• Research Officer (Food, Meat, etc)
• Veterinary Officer (Brac, Pran, Aftab, Megna
group etc)
• Livestock Officer ( Various NGOs)
• Business Development Officer
• Section Officer (Private organizations)
•Marketing Officer (Medicine & Feed)
• Lecturer (Private Technical College)
• Private Bankers etc & many more.

PSTU Full Review

Faculty Website- https://pstu.ac.bd/faculties/ANSVM

Information By: Jobaer Mahmud Toyon

ESDM 12, PSTU