সাবজেক্ট রিভিউ: #অর্থনীতি
(সমাজবিজ্ঞান অনুষদ)
.
যে চারটি বিভাগ নিয়ে ১৯৬৬ সালে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়
তার মধ্যে অর্থনীতি একটি । নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস স্যার, ড. মঈনুল ইসলাম স্যার, ড. হরেন্দ্র কান্তি স্যারদের মতো মহান শিক্ষকদের অবদান সমৃদ্ধ করেছে এই বিভাগকে । এই বিভাগের প্রাক্তন শিক্ষক- শিক্ষার্থীদের অনেকেই দেশ-বিদেশের
সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের
গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছেন । তন্মধ্যে
উল্লেখযোগ্য বাংলাদেশ ব্যাংকের
বর্তমান গভর্ণর জনাব ড. ফজলে কবীর,
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আলী
আশরাফ স্যার , ঢাকা উত্তরের মেয়র জনাব আনিসুল হক………
গ্রামীণ ব্যাংকের জন্ম কিন্তু এই বিভাগ থেকেই……
এছাড়াও বিভাগে বর্তমানে অধ্যাপনায়
রয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক মানের
অর্থনীতিবিদবৃন্দ। তাইতো শিক্ষার্থীরা
এখনো খুব সকালে ক্যাম্পাসে চলে আসে ড. মঈনুল ইসলাম স্যার, ,ড. জ্যোতি প্রকাশ দত্ত স্যার, ড. নিতাই চন্দ্র নাগ স্যার, ড. ইরশাদ কামাল স্যার , ড. আবুল হোসাইন স্যার, ড. সাইফুল ইসলাম স্যারের ক্লাসের লোভে
……
আর সবশেষে ডিপার্টমেন্টের বড় ভাইয়া ও আপুদের স্নেহ-ভালবাসাতো আপনি প্রথম দিন থেকেই পাবেন, তাতে আপনার
বিশ্ববিদ্যালয় জীবন হয়ে উঠবে আরো
রঙিন । 
.
এবার বলি আপনাকে, কি কি পড়বেন ৪ বছরে?
এই ৪ বছরে আপনি পড়ে ফেলবেন Micro এবং Macro Economics এর গুরুত্বপুর্ণ তত্ত্বগুলি। তার সাথে সাথে চিনে ফেলবেন এডাম স্মিথ, কার্ল মার্ক্স, সামুয়েলসন, কেইনস প্রমুখ পৃথিবীর সেরা অর্থনীতিবিদদের । এছাড়াও আপনি পেয়ে যাবেন রাজনীতিবিজ্ঞান, সমাজবিজ্ঞান,
হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পরিসংখ্যান,
কম্পিউটার, ইংরেজি, গণিত বিষয়ে
গুরুত্বপুর্ণ ধারনা । যা বর্তমানের চাকরির
বাজারে এগিয়ে রাখতে আপনাকে
সহযোগিতা করবে। যদি পড়াশোনা করেন অনায়াসেই রেজাল্ট সিজিপিএ ৩.৫০-৩.৯৫ পর্যন্ত তুলতে পারবেন । সুযোগ আছে সমাজবিজ্ঞান অনুষদের জন্য বরাদ্ধকৃত প্রধানমন্ত্রী স্বর্ণপদকটি নিজের করে নেওয়ার। আর পড়াশোনা না করলে ইয়ার ক্রাশ হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে ।
২০১৪-১৫ সেশন থেকে বিভাগে কোনো জট
নেই, সুতরাং এই ধারা বজায় থাকলে, আমি হলফ করে বলতে পারি আপনার স্নাতক সম্পন্ন হতে পারে ৩ বছর ৮মাসেই।
.
#সহশিক্ষা কার্যক্রম
চবিতে যে কয়টি বিভাগ সহশিক্ষা
কার্যক্রমে এগিয়ে আছে তার মধ্যে
আমাদের বিভাগ অন্যতম। ২০১৬ সালে চবি সমাজবিজ্ঞান অনুষদ প্রশাসন কর্তৃক
আয়োজিত বাংলা বিতর্ক প্রতিযোগিতায়
আমরাই চ্যাম্পিয়ন । প্রথম দিন থেকেই
আপনি যুক্ত হতে পারেন Young Economists Society(YES) এর সাথে এবং সাপ্তাহিক সেমিনারে শিখে নিতে পারেন Public speaking, leadership, debate এর গুরুত্বপুর্ণ পাঠ
সমূহ । ৪০টি কম্পিউটার নিয়ে শীততাপ
নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব কিন্তু আপনার
জন্যই। আমদের আরো আছে দক্ষ Cultural team.
.
#চাকরির বাজার
কোন চাকরি আপনি করতে পারবেন না? একটু বলেনতো! UN, WB, IMF, Bangladesh Bank, Multinational Company, Govt. and Private Bank
আছে আপনার অপেক্ষায় । BCS এও কিন্তু আমরা কম যাই না।
.
সুতরাং নিজের যোগ্যতা প্রমাণ করে চলে
আসুন আমদের পরিবারে । করিডরে হাঁটার সময় হয়তোবা দেখা পেতে পারেন IELTS Top Scorer, এবং Toledo বা Texas University তে অধ্যয়নরত সিনিয়র ভাইয়া আপুদের সাথে ।
#Together_We_Grow
.
লিখেছেন – মিশুক রায় ও সায়মা আক্তার
নিশি, অর্থনীতি বিভাগ, চবি