লালমনিরহাটের হাতীবান্ধায় চাঁদার টাকা না দেয়ায় সড়ক সম্প্রসারণ কাজে বাধা দেয়ার অভিযোগ উঠেছে মোজাহারুল ইসলাম ও মঞ্জুরুল আলম নামে ২ ভাইয়ের বিরুদ্ধে।

বাধা উপেক্ষা করে কাজ করতে গেলে ইঞ্জিনিয়ার ও ম্যানেজারকে মারধর করেন ওই দুই ভাই।হাতীবান্ধার দইখাওয়া মোড় থেকে দইখাওয়া আর্দশ কলেজ সড়কের ডাকালীবান্ধা এলাকায় বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) আওতায় হাতীবান্ধা মেডিকেল মোড়ের দইখাওয়া মোড় থেকে দইখাওয়া আর্দশ কলেজ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক সম্প্রসারণের কাজ চলছে।

১১ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে এ কাজটি বাস্তবায়ন করা হচ্ছে। রুপান্তর/জেবি আব্দুল হাকিম নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে বড়খাতা এলাকার ঠিকাদার আলমগীর হোসেন রন্টু এ কাজ করছেন।

ঠিকাদার আলমগীর হোসেন রন্টুর অভিযোগ, সড়ক সম্প্রসারণের কাজ শুরু থেকে ডাকালীবান্ধা এলাকার মতিয়ার ডিলারের পুত্র মোজাহারুল ইসলাম চাঁদা দাবি করে আসছে। বৃহস্পতিবার তার বাড়ির সামনে সড়কে কাজ করতে গেলে মোজাহারুল ইসলাম ও তার ভাই মঞ্জুরুল আলম কাজে বাধা দেয়। তাদের বাধা উপেক্ষা করে নির্মাণকাজ শুরু করেন শ্রমিকরা।

এ সময় মোজাহারুল ও মঞ্জুুরুল দুই ভাই ওই কাজের তদারকির দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার নুর এ এলাহী ও ম্যানেজার আব্দুর সালামকে মারধর করেন। এ সময় তাদের কাজে থাকা ১ লাখ ২৫ হাজার টাকাও ছিনতাই করে নেন ওই দুই ভাই, অভিযোগ আলমগীর হোসেন রন্টুর।

পরে স্থানীয়রা ইঞ্জিনিয়ার নুর এ এলাহী ও ম্যানেজার আব্দুর সালামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে মোজাহারুল ইসলাম বলেন, কে বা কারা তাদের মারধর করেছে এটা আমি জানি না। আমি তাদের উদ্ধার করেছি।

হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী নজির হোসেন বলেন, উন্নয়নমূলক কাজে বাধা দেয়ার ঘটনাটি সত্যি দুঃখজনক। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, আমি একটু থানার বাহিরে আছি। বিষয়টি ফোনে আমাকে ঠিকদার অবগত করেছে। থানায় গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সূত্রঃ বাংলাদেশ জার্নাল

ভিডিয়ো লিংক