অনেকেই দেখছি রেজাল্ট এর পর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতে এক্সাম দেবার জন্য রিকয়্যারমেন্ট আসবে কিনা সেটা নিয়ে বেশ সন্দেহে আছো।তাদের বলবো পয়েন্ট মোটামুটি ২৩ থাকলে বুয়েটে এক্সাম দিতে পারার পসিবিলিটি আছে।তবুও ২৩.৫ ও চাইতে পারে।আর ২৩.৫ টাই সেফ জোন।আর কুয়েট চুয়েট রুয়েট এর জন্য বলবো এবার ১৮.৫ চাইতে পারে।সো যাদের ১৮.৫ আছে ঠান্ডা মাথায় প্রিপারেশন নিতে থাকো।তোমাদের সুবিধার্থে একটা পরিসংখ্যান দেয়া হলো।

সাল জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা

২০১৭ ৩৭০০০+

২০১৮ ২৯০০০+

২০১৯ ৪৭০০০+

প্রতিষ্ঠান সাল পয়েন্ট

বুয়েট ২০১৭ ২৩(p+c+m+b+e)

কুয়েট ২০১৭ ১৮.৫(p+c+m+e)

চুয়েট ২০১৭ ১৮.৫(p+c+m+e)

রুয়েট ২০১৭ ১৮.৫(p+c+m+e)

প্রতিষ্ঠান সাল পয়েন্ট

বুয়েট ২০১৮ ২২.৫(p+c+m+b+e)

কুয়েট ২০১৮ ১৮(p+c+m+e)

চুয়েট ২০১৮ ১৭.৫(p+c+m+e)

রুয়েট ২০১৮ ১৮(p+c+m+e)

Ferdous Salehin

এইচএসসি পরীক্ষার ২০১৯ বাংলা এবং ইংরেজিতে ফলাফলের ভরাডুবির পর সবথেকে আলোচিত বিষয় হলো…ভাইয়া আমি কোন বিশ্ববিদ্যালয় এবং কোন ইউনিট এ পরীক্ষা দিতে পারব?? এই প্রশ্নের উত্তরটি নিয়ে এই পোস্টটি করা।

বিঃদ্রঃ এসএসসির সাবজেক্ট ভিত্তিক জিপিএ কোনো ফ্যাক্ট না।

১) ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ নিজ ইউনিটে ( A,B,C ইউনিটে) পরীক্ষা দিতে পারবা।তবে বিভাগ পরির্বতন D ইউনিটে পরীক্ষা দিতে পারবা না। এই ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য ইংরেজিতে মিনিমাম B গ্রেড লাগবে। .

২) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটেই পরীক্ষা দিতে পারবা।

\. ৩) SUST : . A ইউনিট : বাংলায় C / D গ্রেড থাকলে শুধু বাংলা সাবজেক্টটি পাবানা এছাড়া বাকি ৮ টি সাবজেক্টে চান্স পেতে সমস্যা

হবেনা। . আর ইংরেজিতে C / D গ্রেড থাকলে শুধু ইংরেজি সাবজেক্টটি পাবানা এছাড়া বাকি ৮ টি সাবজেক্টে চান্স পেতে সমস্যা হবেনা। . আর তুমি যদি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হও তবে কোন সমস্যা ছাড়াই B1, B2 ইউনিটে পরীক্ষা দিতে পারবে। .

৪) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : . HSC তে ইংরেজিতে C / D গ্রেড থাকলে থাকলে বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের A, C1, D, H ইউনিটে কোন সমস্যা ছাড়াই পরীক্ষা দিতে পারবা. আর মানবিক ও ব্যবসায় শাখার শিক্ষার্থীরা C1 ইউনিটে কোন সমস্যা ছাড়াই পরীক্ষা দিতে পারবে। A, C1, D, H ইউনিট বাদে আরো ২ টা ইউনিটে আবেদন করা যাবে ( B, C Unit). তবে B ও C ইউনিটে চান্স পেলেও সব সাবজেক্ট পাবানা ইংরেজিতে C/D থাকার কারণে। বি ইউনিটে চান্স পেলে পাবা শুধু ” ভুগোল ও পরিবেশ ” সাবজেক্ট টি [ যদি বাংলায় B থাকে ]। আর কোন সাবজেক্ট পাবানা এবং সি ইউনিটে চান্স পেলে পাবা ” বাংলা ” সাবজেক্ট টি [ যদি বাংলায় A- ( A Minus) থাকে ] । আর কোন সাবজেক্ট পাবানা। উল্লেখ্য, B ও C ইউনিটে সকল গ্রুপের স্টুডেন্ট ই পরীক্ষা দিতে পারে। .

. ৫) খুলনা বিশ্ববিদ্যালয় : B ইউনিট ( চারুকলা ইন্সটিটিউট) – ড্রয়িং এবং পেইন্টিং, প্রিন্টমেকিং, ভাস্কর্য।

. ৬) ইসলামী বিশ্ববিদ্যালয় – . পরীক্ষা দিতে পারবা সকল ইউনিটেই। শুধু B ইউনিটের ” ইংরেজি ” সাবজেক্টটি পাবানা। এছাড়া সব সাবজেক্টই পাবা। . A,C,D ইউনিট – সব সাবজেক্ট ই পাবা .

৭) বরিশাল বিশ্ববিদ্যালয় – . কোন সাবজেক্ট পেতে সমস্যা হবেনা। সকল ইউনিটের সকল সাবজেক্ট ই পাবা। .

৮) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় – . B,C,D,E,F ইউনিটের সব সাবজেক্ট ই পাবা। . তবে A ইউনিটের বাংলা সাবজেক্টে চান্স পেতে HSC তে বাংলায় কমপক্ষে B থাকা লাগবে। আর ইংরেজিতে চান্স পেতে HSC তে ইংরেজিতে কমপক্ষে B থাকা লাগবে। .

৯) কুমিল্লা বিশ্ববিদ্যালয় : . পরীক্ষা দিতে পারবা সকল ইউনিটেই। শুধু B ইউনিটের ” ইংরেজি ” সাবজেক্টটি পাবানা। এছাড়া সব সাবজেক্টই পাবা। . A,C ইউনিট – সব সাবজেক্ট ই পাবা .

১০) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় – . পরীক্ষা দিতে পারবা সকল ইউনিটেই। শুধু AL ইউনিটের ” ইংরেজি ” সাবজেক্টটি পাবানা। এছাড়া সব সাবজেক্টই পাবা। . AP, B, C, D ইউনিট – সব সাবজেক্ট ই পাবা .

১১) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় : . এখানে পরীক্ষা দিতে ইংরেজি / বাংলার জিপিএ কোন ফ্যাক্ট না। সুতরাং, এখানে পরীক্ষা দিতে বা সাবজেক্ট পেতে কোন সমস্যা ই হবেনা। .

১২) BUP : ” ইংরেজি ” সাবজেক্টটি ছাড়া আর কোন সাবজেক্ট পেতে সমস্যা হবেনা। .

১৩) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : . কোন সাবজেক্ট পেতে সমস্যা হবেনা। সকল ইউনিটেই পরীক্ষা দিতে পারবে। .

১৪) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : . কোন সাবজেক্ট পেতে সমস্যা হবেনা। সকল ইউনিটেই পরীক্ষা দিতে পারবে। .

১৫) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : . ইংরেজি ও মাইক্রোবায়োলজি এই দুইটা সাবজেক্ট পাবানা। এই দুইটা সাবজেক্ট ছাড়া আর কোন সাবজেক্ট পেতে সমস্যা হবেনা। সকল ইউনিটেই পরীক্ষা দিতে পারবে। .

১৬) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : . কোন সাবজেক্টে C থাকলে কোন সমস্যা নেই, সব সাবজেক্ট ই পাবা। কিন্তু কোন সাবজেক্টে D থাকলে এই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাই দিতে পারবে না। .

১৭) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : . কোন সাবজেক্ট পেতে সমস্যা হবেনা। সকল ইউনিটেই পরীক্ষা দিতে পারবে।

. ১৮) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : . কোন সাবজেক্ট পেতে সমস্যা হবেনা। সকল ইউনিটেই পরীক্ষা দিতে পারবে। .

১৯) রবীন্দ্র বিশ্ববিদ্যালয় – . কোন সাবজেক্ট পেতে সমস্যা হবেনা। সকল ইউনিটেই পরীক্ষা দিতে পারবে। .

২০) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : . কোন সাবজেক্ট পেতে সমস্যা হবেনা। সকল ইউনিটেই পরীক্ষা দিতে পারবে। .

২১) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় : . কোন সাবজেক্ট পেতে সমস্যা হবেনা। সকল ইউনিটেই পরীক্ষা দিতে পারবে। .

২২) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় : . ইংরেজিতে C থাকলে কোন সমস্যা নেই। কিন্তু D থাকলে এই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়া যাবেনা। .

২৩) খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় : . ইংরেজিতে C থাকলে কোন সমস্যা নেই। কিন্তু D থাকলে এই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়া যাবেনা। .

২৪) রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : . কোন সাবজেক্ট পেতে সমস্যা হবেনা। সকল ইউনিটেই পরীক্ষা দিতে পারবে। .

২৫) শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় : . কোন সাবজেক্ট পেতে সমস্যা হবেনা। সকল ইউনিটেই পরীক্ষা দিতে পারবে। .

২৬) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় : . ইংরেজিতে C থাকলে কোন সমস্যা নেই। কিন্তু D থাকলে এই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়া যাবেনা।

. ২৭) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর . কোন সাবজেক্ট পেতে সমস্যা হবেনা। সকল ইউনিটেই পরীক্ষা দিতে পারবে। .

Bilas Saha Bishan

Accounting And Information System

University Of Chittagong

যোগ দাও BUET+DU+BAU+Medical+All Univarsity – Under Graduation Admission Helpline