TODAY is your OPPORTUNITY to build the TOMORROW you WANT. আর এই OPPORTUNITY কে কাজে লাগানোর সবথেকে বেশি OPPORTUNITY পাবে তুমি এই সাব্জেক্টটিতে। নিশ্চই ভাবছ এভাবে বলছি কেন?

প্রথমত, মহাবিশ্ব মানেই শক্তি আর পদার্থ। তাই তোমার পদচারনা হবে অর্ধেকের বেশি মহাবিশ্বে।

দ্বিতীয়ত, ENERGY SYSTEM DESIGN ANALYSIS, ENERGY & PROCESS INTEGRATION & কোন সিস্টেমের EXERGY(google it) ANALYSIS বাংলাদেশে কেবল এই ডিপার্টমেন্ট এ শেখান হয়।

তৃতীয়ত, ANALYTICAL SKILL বাড়ার সাথে সাথে তুমি SYSTEM DESIGNING, SIMULATION এবং CODING এ সমান দক্ষ হবে যা কর্মক্ষেত্রে তোমাকে সহায়তা করবে।

চতুর্থত, একমাত্র এই ডিপার্টমেন্ট এ Rrenewable Energy Engineering সহ Mechanical, Electrical & Chemical Engineering ডোমেইন এরএর Energy রিলেটেড পার্ট এবং Nuclear Engineering একই সাথে, সমন্ময়ে আলোচনা করে।

পঞ্চমত, বর্তমান বিশ্বের শক্তির চাহিদা প্রেক্ষাপটে এই সাব্জেক্টে তুমি RESEARCH এর সুযোগ পাবে সবথেকে বেশি।

চার বছর ধরে তুমি উপরের ৫ টি ডোমেইন এ দক্ষ হবে। ফোকাসড বিষয় গুলো হল-

ENERGY ENGINEERING –
Exergy analysis
Energy storage system
Thermodynamics and energy conversion

Conduction & radiation heat transfer
Convectional heat transfer
Internal combustion enginess

Power plant engineering
Sustainable & renewable energy
Bio energy & engineering
Solar thermal & photovoltaic engineering

Wind & hydro power engineering
Energy system modeling and analysis
Electrical energy systems
Refrigeration & air conditioning system

Energy management
Energy conversion & management (ECM)
Modern fuels

Engineering drawing
Energy & process engineering
Environmental science & protection
System designing

NUCLEAR ENGINEERING –
Fundamentals of nuclear engineering
Nuclear reactor engineering
Reactor thermal hydraulics & safety
Control engineering

MECHANICAL ENGINEERING –
Solid mechanics
Fundamental of fluid mechanics
Applied fluid mechanics
Fundamentals of control system analysis
Computational fluid dynamics

ELECTRICAL ENGINEERING –
Power system operation & control
Power system reliability
Power plant protection
Power electronics & machines
Circuit analysis & control

CHEMICAL ENGINEERING –
Chemical & petroleum engineering
Natural gas processing
Chemical storage system
Energy efficiency of chemical industry etc.

এছাড়া চার বছরে তুমি দক্ষ হবে CFD software (LIKE ANSYS), MAPLE, MATLAB, PYTHON, EES( Engineering equation solver), CAD Softwares (like SOLIDWORK) সহ আরও কিছু software এ যেগুলা তোমার প্রফেশনাল স্কিল বাড়াবে, research & analysis সহজ করবে।
এখন আসি উচ্চশিক্ষা আর ক্যারিয়ার এর কথায়-

একুশ শতকের সবচেয়ে চিন্তার কারন শক্তির ক্রমবর্ধমান চাহিদা, কারন রিজার্ভড ফুয়েল শেষের পথে আর ESE ডিপার্টমেন্ট ‘Sustainable renewable energy’ নিয়ে আলোচনা করে। বিশ্বের প্রতিটি উন্নত রাষ্ট্র যেমন USA, Germany, Denmark, Norway, China, Japan, Russia, Sweden এখন Energy Engineering এবং বিশেষ করে Renewable Energy নিয়ে প্রচুর রিসার্চ করে। যেহেতু বাংলাদেশে সাব্জেক্টটি নতুন তাই একটু ভাল রেজাল্ট আর বেসিক ডেভেলপ করলেই এসব দেশে স্কলারশিপ বা চাকরির সম্ভাবনা ১০০%। উচ্চশিক্ষার ক্ষেত্রে তুমি Mechanical,Electrical, Chemical or Nuclear Engineering ডোমেইন এর যেকোন বিষয় নিয়ে অগ্রসর হতে পারবে(justify it) কারন বুঝতেই পারছ এটা একটা মাল্টিডিসিপ্লিনারি ডিপার্টমেন্ট।

এছাড়া যেকোনো renewable or nonrenewable energy form নিয়ে অথবা যেকোনো energy operating system নিয়ে রিসার্চ করতে পারবে। so বুঝতেই পারছ রিসার্চ এর ক্ষেত্র কতটা প্রসারিত!!!!
Job এর ক্ষেত্রে ও বাইরের দেশে প্রচুর সুবিধা পাবে কারন সাব্জেক্টটি পৃথিবীর নব্যচর্চিত সাব্জেক্টগুলোর একটি। ক্ষেত্রের প্রসারের তুলনায় খুবই কম মানুষ এটা নিয়ে চর্চা করেছে। এজন্য প্রচুর যব পড়ে আছে শুধু তোমার গ্রাজুয়েশন এর অপেক্ষায়। আর যদি দেশের ক্ষেত্রে চিন্তা কর তাহলে কোন প্রোডাকশন সিস্টেমের total Analysis শুধুমাত্র তোমরাই করতে পারবে। কারন তোমরাই একইসময়ে energy conversion এর প্রতিটি factor সম্পর্কে ধারনা রাখবে এবং যেকোন production system analysis & design করতে পারবে। তাই দেশের প্রতিটি Energy related plant এবং Energy related parts manufacturing company তে তোমাদের যব সুনিশ্চিত কারন তোমাদের স্কিল অনেক বেশি হবে আর কম্পিটিটর হবে অনেক কম(কারন এটিই বাংলাদেশের প্রথম এনার্জি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট) । আর salary? Just google it & it will blow your mind! (example : Average 88800 USD annually in USA).

দেশের প্রতিটি power plant এখনো বিদেশি Engineers দের সাহায্যে চলে। এই পর্বের ইতি টানতেই তোমাদের এই সাব্জেক্ট। প্রতিটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টি রয়েছে। তাই যেকোনো ইনফরমেশন এবং এর ফিউচার জানার জন্য university site গুলা ভিজিট করতে পার।( like MIT, IIT, University of California, University of Texas, Stanford etc.)

যেহেতু Energy Science & Engineering একটা নতুন ডিপার্টমেন্ট তাই কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি।

১) ল্যাব ফ্যাসিলিটি কেমন?
উত্তরঃ সুখবর এই যে KUET এ এই সাব্জেটটি নতুন নয়। ২০০৭ সাল থেকে এখানে MSc চালু ছিল। তাই পুরানো ল্যাব রয়েছে। নতুন BSc চালু হওয়ায় ল্যাবে আরও Instruments যোগ করা হয়েছে। তাই দরকারি সকল সুযোগ সুবিধা পাবে তুমি।

২)যেহেতু সাব্জেক্ট নতুন এবং বাংলাদেশে প্রথম সেহেতু এ সাব্জেক্টের সম্মানিত টিচার কারা?
উত্তরঃ যেহেতু এই তিনটি বেসিক ইঞ্জিনিয়ারিং এর সমষ্টি তাই এ বিষয় এর টিচারগন বেসিক ব্যাকগ্রাউন্ড থেকেই এসেছেন এবং পরবর্তিতে এনার্জি রিলেটেড বিষয়ে উচ্চশিক্ষা গ্রহন করেছেন। তাছাড়া Energy Technology এর অনেক অভিজ্ঞ শিক্ষক রয়েছেন KUET এ( you can google it).

৩) কি কি বিষয়ে রিসার্চ হচ্ছে?
উত্তরঃ উপরে আলোচিত বিষয়গুলো তে তুমি রিসার্চ করতে পারবা। বর্তমানে চলমান কিছু রিসার্চ এর বিষয় হল-

Solar PV system
Solar desalination
Building energy management
Computional fluid dynamics & heat transfer
Computional science & engineering
Pyrolysis
and some other ones.

অবশেষে বলব, Something new is always a challenge & source of new happiness. Here we drive into the future, the future of new energy……..be a part of us😊
Data source: Monjur Morshed sir, Lecturer (ESE)

courtesy:

Bapti Niloy Biswas
Nahian Ahnaf Protik
( ESE-2K16),KUET.