গত ৪ নভেম্বর প্রকাশিত Shots from fans গ্যালারিতে প্রথম ছবিটিই ছিলো এমন, যেখানে আবাসিক এলাকার বাসার সামনের ফাঁকা রাস্তায় একটি শিশু বল করছে, অন্য প্রান্তে একজন ব্যাট হাতে দাঁড়িয়ে আছে এবং একজন উইকেট রক্ষক এর ভূমিকা পালন করছে।

তবে বল করার সময় পায়ের দিকে তাকালে দেখা যায়, পা দাগ থেকে সামনে বেরিয়ে গেছে এবং একই দাগে আরেকটি ব্যাট দাঁড় করিয়ে স্ট্যাম্প এর ভূমিকা পালন করানো হয়েছে। যেকারণে ছবিটির ক্যাপশন দেয়া হয়েছে-

Is there anything behind the line? 🤔

A tough one for the umpires from the streets of Dhaka!

এই ছবিটি তুলেছেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ইইই ১ম ব্যাচের শিক্ষার্থী চৌধুরী রাহুল ইবনে আজাদ। তিনি এবছরের শুরুতে গ্রাজুয়েজশন সম্পন্ন করেছেন।

 

এ ছাড়া এ সাতটি ছবির মধ্যে বাংলাদেশের আরো একটি ছবি রয়েছে। যেখানে ভোর বেলায় খালি রাস্তায় কয়েকজন যুবককে ক্রিকেট খেলতে দেখা যাচ্ছে।

Who says you need a vehicle to drive on the road? A game in the wee hours of the morning in Dhaka

Who says you need a vehicle to drive on the road? A game in the wee hours of the morning in Dhaka

ছবিটির ক্যাপশনে লেখা রয়েছেঃ

Who says you need a vehicle to drive on the road? A game in the wee hours of the morning in Dhaka

ছবিটি Habib Pranto নামে একজন ফটোগ্রাফারের তোলা।

 

এ এলবামে প্রকাশিত ৭ টি ছবির মধ্যে চেন্নায়, গোয়া, কেরালা, ইউ এস এ ও শ্রীলঙ্কারও একটি করে ছবি রয়েছে। যার সবগুলো ছবিতেই ক্রিকেট ঘীরে উত্তেজনা ও আগ্রহ ফুটে উঠেছে।

ক্রীড়া বিশ্বের সব ধরণের মানুষকে একই সেতুতে আবব্ধ করতে পারে, সবগুলো ছবি এই বার্তাই প্রদান করে, তাই নয় কি?

 

ছবিগুলো দেখতে ক্লিক করুন এখানে

ফেসবুকে 

লেখাঃ মুহাম্মদ মাহদী হাসান সৈকত