১ বছর পার করলো ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের দৈনন্দিন ক্লাস সহযোগী FEC NoteBot!

২০১৯ সালের ১৪ জানুয়ারি যাত্রা শুরু করে FEC NoteBot। ইঞ্জিনিয়ার’স ডায়েরি’র কারিগরি সহায়তায় ফেসবুক মেসেঞ্জার ভিত্তিক এ বট তৈরি করা হয়, যা গত ১ বছরেরও বেশী সময় ধরে শিক্ষার্থীদের বিভিন্ন কোর্সের নোট, লেকচার শীট, রুটিন, সিলেবাস ও ল্যাব রিপোর্ট সহায়তা দিয়ে আসছে।

পাশাপাশি সাবস্ক্রাইব করা শিক্ষার্থীরা তাদের পরবর্তী দিনের ক্লাস স্কেজুয়ালও জানতে পারছে মেসেজের মাধ্যমে।

বটটি এখন পর্যন্ত প্রায় ৬০০ শিক্ষার্থী ব্যবহার করেছে।

এতে ৩০০+ লেকচার শীট, নোট ও ল্যাব রিপোর্ট এর পিডিএফ কপি সংরক্ষিত রয়েছে। যে কেউ সহজে নির্দিষ্ট ফ্লো অনুসরণ করে তার একাডেমিক বিষয়ের প্রয়োজনীয় পিডিএফ খুঁজে নিতে পারে।

বটটির বর্তমানে পরিচালক হিসেবে কাজ করেছেন সিএসই ৩য় বর্ষের শিক্ষার্থী শাওন শিকদার ও সহযোগীতা পরিচালক হিসেবে আছেন দ্বিতীয় বর্ষের আবিদ হাসান রনি।

বটের সাথে কাজ করা অভিজ্ঞতা প্রসঙ্গে শাওন জানান –

আমি এই অলাভজনক অনলাইন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে প্রায় দেড় (১.৫) বছর যাবত আছি। এই প্রতিষ্ঠানের সাথে আমার কাজের অভিজ্ঞতাগুলো খুবই সন্তুষ্টিজনক ছিলো। এখানে আমি আমার প্রতিষ্ঠানের সবাইকে তাদের ব্যস্ততম দিনকে আরেকটু সহজ করে দেবার জন্য অনলাইনে অটোমেটিকভাবে ক্লাস রুটিন, নোটস, এবং অন্যান্য নোটিশ সমূহ প্রদান করে থাকি। ক্লাসের পোস্ট দেখা সবার জন্যই একটি বিরক্তিকর কাজ। কিন্তু আমরা একে সবার জন্য মোটামুটি ভাবে সহজ করে দিয়েছি। আমরা একটা টিমের মতো কাজ করি। সবাই সবার কাজ ভাগ করে করা ছাড়াও একে অপরকে তাদের ব্যস্ততম দিনগুলোতে সাহায্য করি। এককথায়, FEC Notebot এর মতো একটি আধুনিক প্রযুক্তির সাথে নিজেকে পরিচয়, এর মাধ্যমে অন্যকে সাহায্য করে আমি খুবই আনন্দিত।

রনি জানান –

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রথম থেকেই নোটবটের মতো অটোমোটেড প্রযুক্তির সেবা পেয়ে আমি অভিভূত ছিলাম।
পরবর্তীতে এর সাথে যুক্ত হয়ে আমিও সবার একাডেমিক জীবন সহজ করার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।
একজন ক্লাস রিপ্রেজেন্টিভ হিসেবে যেমন ক্লাসের দায়িত্ব পালন করতে হয়, সেভাবে নোটবটের মাধ্যমে আমি কলেজের সবার একাডেমিক জীবন সহজ করার দায়িত্ব পালন করে যাচ্ছি। সবাইকে এই প্রযুক্তির সুবিধা দিতে পেরে আমি আনন্দিত।

বট টিম আরো কিছু সেবা যুক্ত করার জন্য সবসময় কাজ করে যাচ্ছে।
কলেজটিতে এখন পর্যন্ত ৭টি ব্যাচ ভর্তি হয়েছে এবং দুটো ব্যাচ গ্রাজুয়েশন সম্পন্ন করে চাকরি জীবনে প্রবেশ করেছে।

টেস্ট করতে ভিজিট করুন m.me/FECNoteBot

https://www.facebook.com/FECNoteBot/