ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর অন্যতম। এটি ২০১০ সালের এপ্রিলে প্রতিষ্ঠিত হয়। এটি বিভিন্ন শাখা প্রকৌশল বিভাগে ব্যাচেলর ডিগ্রি প্রদানের জন্য বিশ্বমানের শিক্ষাগত সুযোগসুবিধা প্রদান করে। এটি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, অধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।
Maps, Directions, and Place Reviews
Location:
History
২০০৫ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ সরকারের অর্থায়ন এবং ফরিদপুরের ৭.৫ একর জায়গাজুড়ে বায়তুল আমান এলাকায় নির্মাণ শুরু হয়। ও প্রকল্প বাস্তবায়ন ২০০৭ সালে শুরু হয় এবং ২০১০ সমাপ্ত হয়, কিন্তু বিদ্যুৎ ও পানি সংযোগগুলি শিক্ষাগত জটিলতায়, পরবর্তী তিন বছর ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম শুরু হতে পারে নি। ২০১৭-১৮ থেকে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ যাত্রা শুরু করে। এর আগে এরকম প্রতিষ্ঠান বুয়েট, চুয়েট, কুয়েট ও রুয়েট ছিল এবং এটিও একসময় এরকম বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। ।
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. প্রকৌশলী খন্দকার মোশাররফ হোসেন । ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে শুরু হয়। ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং, এই ৩ টেকনিক্যাল কোর্স শেখানো হয়। কিন্তু প্রাথমিকভাবে ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু হয় এবং প্রথম বর্ষে ১২০ জন শিক্ষার্থী, ৩ টির মধ্যে দুটি বিভাগে ভর্তি হয়। ২০১৪-১৫, ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ মৌসুমে ভর্তি হয়। ২০১৭-১৮ সেশন থেকে সিএসই বিভাগ চালু হয়েছে । এখন কলেজে অধ্যয়নরত ৬০০ জন শিক্ষার্থী রয়েছে এবং ২০১৯-২০ সেশনে আরো ১৮০ জন শিক্ষার্থীর জন্য অপেক্ষা করছে।
অধিভুক্তি
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এর সাথে যুক্ত।
Campus:
প্রায় ৭.৫ একর জমির উপর মাল্টি-স্টোরেড বিল্ডিংয়ে প্রতিটি ভবন স্থাপন করা হয়। তিনটি বিভাগের জন্য একটি প্রশাসনিক ভবন এবং তিনটি বড় একাডেমিক ভবনসহ ১০ টি ভবন রয়েছে। এই ক্যাম্পাসে ক্যাফেটেরিয়া ভবন, ব্যাংক, ডাকঘর, লাইব্রেরী, অডিটোরিয়াম আছে। গ্রন্থাগার, অডিটোরিয়াম এবং কেন্দ্রীয় কম্পিউটার ল্যাবের অন্তর্ভূক্ত একটি বহুমুখী বিল্ডিং রয়েছে। প্রশাসনিক ভবন ছাড়াও প্রধানের বাসভবন, শিক্ষক এবং স্টাফ কোয়ার্টারও সেখানে রয়েছে। সাউথ হল ও নর্থ হল নামে দুটি ছাত্র হল এবং মহিলা শিক্ষার্থীদের জন্য একটি মহিলা হল রয়েছে । ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসের মাঝখানে একটি শৈল্পিক ফুটবল মাঠ রয়েছে।
Education System
২০১৪ থেকে শিক্ষাগত যাত্রা শুরু হওয়ার পর ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে তিনটি প্রকৌশল বিভাগ রয়েছে। এই কলেজের বিদ্যমান বিভাগগুলি হল ইলেক্টিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং (সি এস ই)। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মোট জিপিএর ভিত্তিতে এ কলেজে পড়ার জন্য আবেদন করতে পারে ও ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এখানে পড়ার সুযোগ পেয়ে থাকে।
একাডেমিক কার্যক্রম বছরে ২টি সেমিস্টারে ক্রেডিট পদ্ধতিতে সম্পন্ন হয়। এই প্রকৌশল কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত। এখানে ৪ বছর মেয়াদী বিএসসি-ইন-ইঞ্জিনিয়ারিং এর শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে।
Department
- ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইইই)
- সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ (সিই)
- কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ (সিএসই)
Lab facilities
ফরিদপুর প্রকৌশল কলেজের আধুনিক,উন্নত ও সুসজ্জিত ল্যাব রয়েছে।এখানে শিক্ষার্থীরা নিম্নোক্ত ল্যাবের সুবিধা পাচ্ছে: –
Department of Electrical and Electronic Engineering (EEE)
- Electronics Lab
- Electrical Circuit Lab
- Electrical Machine Lab
- Power System & Hyvoltage Lab
- Digital Singnal Processing Lab
- Structural Machine Lab
Department of Civil Engineering (CE)
- Machine Shop
- Welding Shop
- Surveying Shop
- Foundry Shop
- Transportation Lab
- Drawing Laboratory
- Hydraulics Lab
- Wood Shop
- Environment Lab
- Image Processing Lab
- Geo- Technical Lab
Department of Computer science and Engineering(CSE)
- Networking Lab
- Communication & Microprocessor Lab
- Central Computer Center Lab
- Computer Lab
- Microprocessor Lab
- Software Lab
Teacher
- Engr. Md. Mizanur Rahman, Professor CE KUET
- Engr. Md. Sanowar Hosain, Assistant Professor EEE RUET
- Engr. Md. Liton Rabbani, Assistant Professor CE KUET
- Engr. Md. Anwarul Kabir Associate Professor EEE DUET
- Md. Mustafizur Rahman Professor Sociology DU
- Fakir Muhammad Nuruzzaman Associate Professor Economics RU
- Engr. Md. Monjurul Islam Assistant Professor CSE RUET
- Engr. Md. Abdus Sobhan Assistant Professor EEE RUET
- Dr. Engr. Md. Hazrat Ali Assistant Professor EEE DUET
- Abdus Sattar Mia Assistant Professor Physics DU
- Md. Younus Ali Assistant Professor Mathematics JNU
- Md. Asaduzzaman Asad Assistant Professor Mathematics DU
- Md. Obaydur Rahman AssistantProfessor Sociology DU
- Arifur Rahman Assistant Professor Management DU
- Mohammad Hedayet Ullah Assistant Professor Chemistry JNU
- Engr. Md. Aminur Rahman Khan Lecturer CE DUET
- Engr. Shaymol Kumar Chandra Lecturer EEE DUET
- Engr. Md. Shah Sekender Lecturer EEE DUET
- Engr. Md. Zillur Rahman Lecturer EEE RUET
- Engr. Md. Asif Shahrier Lecturer EEE RUET
- Engr. Apurbo Biswas Lecturer EEE KUET
- Engr. Mohammad Ali Lecturer EEE CUET
- Engr. Asik Alam Rupom Lecturer EEE RUET
- Engr. Md. Shadar Uddin Lecturer CE DUET
- Engr. Md. Riajul Islam Lecturer CE DUET
- Engr. Raihan Khan Opu Lecturer CE RUET
- Engr. Mostafizur Rahman Lecturer CE BUET
- Engr. Md. Mahbubur Rahman Sabuj Lecturer CE DUET
- Engr. Peerzada Fahad Lecturer CE KUET
- Engr. Sreekanta Das Lecturer CE KUET
- Engr. Polash Kanti Dey Lecturer ME DUET
- Engr. Prokash Kumar Saha Lecturer ME BUET
- Adv. Mostofa Zaman Uzzol Lecturer LL.B IU
- Engr. Md. Anisur Rahman Sarkar Lecturer CSE DUET
- Md. Mazharul Amin Lecturer CSE IU
Hall facility
- North hall: 160 seat
- South Hall: 160 seat
- Female Hall: 96 seat
with Common Room, Tv room, prayer room and inter sports room.
Scholarships opportunities
প্রত্যেক সেমিটারে সরকার সিপিএএ ভিত্তিতে (শীর্ষ ব্যাচ বা বিভাগে 30 টি) শিক্ষার্থীদের জন্য ১৯৫০ টাকা প্রদান করবে। স্নাতক শেষ করার পর, বৃত্তি সহ বিদেশে অধ্যয়ন করার সুযোগ রয়েছে যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদমর্যাদায় গণনা করা হয়।
Internet facilities
পুরো ক্যাম্পাসটি উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট লাইনের সাথে সংযুক্ত রয়েছে।
কার্যক্রম
সাপ্তাহিক ছুটির দিন (শুক্রবার) বাদে প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাস হয়ে থাকে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য শিক্ষা সফরের আয়োজন করা হয়। কলেজে সবরকম প্রশাসনিক কর্মকান্ড সম্পন্ন করে এর প্রশাসনিক কার্যালয়ে। প্রশাসনিক কার্যালয়ের অধীনস্থ আরো কয়েকটি উপবিভাগ রয়েছে। বছরজুড়েই ক্যাম্পাসে নানারকম সাংস্কৃতিক কর্মকাণ্ড চলে এবং বিশেষ দিবস উদযাপিত হয়।
Sports and entertainment
Admission Procedures and Entry Requirements
এছাড়া CHEMISTRY , PHYSICS , auto cad , wielding,wood,circuit lab ,simulation, surveying,environmental,mechanical , machine shop,engineering materials & testing shop সহ আরো অনেক উন্নত ল্যাব রয়েছে যেখানে যন্ত্রপাতি রয়েছে পর্যাপ্ত পরিমাণে। উল্লেখ্য যে , প্রতি ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা ৫ তলার ভবন যার একটা ফ্লোর ক্লাস রুম আর বাকি সব গুলো ল্যাব । বর্তমানে বাংলাদেশ সরকার এর a2i প্রোগ্রামের মাধ্যমে ক্যাম্পাসের আগ্রহী ছাড়াও হাজারখানেক শিক্ষার্থি যুবকেরা বিশ্বমানের ফ্রীল্যান্সিং শিক্ষা পাচ্ছে।
বর্তমানে ক্যাম্পাসে রিসার্চ সেন্টার বানানোর সিদ্ধান্ত হয়েছে যার কার্যক্রম অল্প কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে, যেখানে মিলবে বিভিন্ন বিষয়ের রিসার্চের সুযোগ।
ছাত্রীদের নিরাপত্তার জন্যে তাদের হলের চারিদিকে বড় দেয়াল ও গার্ড রয়েছে। কেম্পাসের সিকিউরিটি অনেক বেশি । সম্পূর্ন ক্যাম্পাস রাজনীতি ও সহিংসতা মুক্ত।
সময়মতো সব ক্লাস, পর্যাপ্ত পরিমাণ শিক্ষক, ল্যাব ক্লাসের উপর জোর দেওয়া, ও প্রয়োজনে EXTRA CLASS নেওয়া হয়। আমাদের অধ্যক্ষ মহোদয় এর সাথে যে কোন বিষয়ে আলোচনা করা যায় ও তিনি সবার কথা যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করেন।
আমাদের রয়েছে POOR STUDENT দের জন্য ফান্ড যার মাধ্যমে অনেক স্টুডেন্ট বিনা টাকায় থাকা ও খাওয়ার সুব্যবস্থা পাচ্ছে।
আমাদের রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। যার মাধ্যমে অন্যান্য ভার্সিটির মতো অনুষ্ঠানের দিক থেকে আমরা কোন অংশে পিছিয়ে নেই।
এছাড়াও আমাদের অধ্যক্ষ মহোদয় বলেছেন ” এমন কোনো সুবিধা থেকে তোমরা বঞ্চিত হবে না যে সুবিধা অন্য কোনো প্রতিষ্ঠান কে দেয়া হয়েছে।”
তিনি আরো বলেন, “আমরা যদি সবাই একসাথে চেষ্টা চালিয়ে যাই তবে আমরাও পারবো বিশ্বমানের প্রকৌশল শিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বমানের ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করতে,যেখানে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্বের সামনে বাংলাদেশকে তুলে ধরবে ।
আবেদন করার যোগ্যতা
- বাংলাদেশী নাগরিকরা আবেদন করতে পারেন
- এসএসসি (বিজ্ঞান) বা সমমানের এবং এইচ.এস.সি (বিজ্ঞান) বা মোট GPA 6.0 সমমান
- গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন পড়তে হবে
- ২0১৪ সালের আগে এসএসসি বা এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না।
- ঢাকা বিশ্ববিদ্যালয় টেকনোলজি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
- ঢাকা বিশ্ববিদ্যালয় টেকনোলজি ইউনিট ভর্তি আবেদন অনলাইন:
- আগ্রহী প্রার্থীদের অবশ্যই ২২ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর ২০১৯ পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন করতে :
- ঢাবি ভর্তি ওয়েবসাইটে ( http://admission.eis.du.ac.bd/index.php?act=information/get_notices/tec ) ভর্তির সাধারন নির্দেশাবলি থাকবে।
- আবেদন / লগইন বাটন ক্লিক করুন
- আপনার এইচএসসি রোল, পাসিং বছর, পরীক্ষা বোর্ড এবং এসএসসি রোল দিন এবং পরবর্তী ক্লিক করুন
- আপনি যদি ডিউ অনার্সের জন্য কোনও ইউনিটের ভর্তি আবেদনকারী হন তবে আপনি আপনার ফটো এবং অন্যদের দেখতে পাবেন। যে ক্ষেত্রে, আপনি আবেদন করতে ক্লিক করুন
- আপনি যদি নতুন আবেদনকারী হন, আপনার ফটো, মোবাইল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিন
- জমা দিন ক্লিক করুন
- এর পরে, যাচাইকরণের জন্য আপনাকে একটি এসএমএস পাবেন
- 16321 তে যেকোন অপারেটরের (টেলিটক ব্যতীত) এসএমএস পাঠান।
- ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আপনি একটি নিশ্চিতকরণ কোড পাবেন।
- 7 নম্বর কোড দিন এবং পরবর্তী প্রক্রিয়াটি জমা দিন এবং অনুসরণ করুন
- উল্লেখিত Equivalence ID এইচ এস সি ও এস এস সি এর রোল এর স্থানে ব্যাবহার করে যথা নিয়মে টাকা জমা দেয়ার রশীদ গ্রহন করতে হবে ।
ভর্তি পরীক্ষা
- ১ । ভর্তি পরীক্ষা ১২০ মার্ক এর, প্রশ্ন ১২০টি, প্রতিটি প্রশ্নে ১ নাম্বার, MCQ পরীক্ষা হবে,কোন লিখিত পরীক্ষা হবে না । সময় ১ ঘন্টা ৩০ মিনিট।
- ২ । মোট ১২০ টি প্রশ্ন হবে ১২০ নম্বরের ।
- ৩ । ইংরেজী ১৫,গনিত ৩৫,রসায়ন৩৫,পদার্থ ৩৫
- ৪ । পাশ নম্বর ৪৮ ও কোনো নেগেটিভ মার্কিং নেই।
- ৫। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না ।
ফলাফল
- ১ । মোট ২০০ নম্বরের ভিত্তিতে অর্জিত মেধাস্কোর অনুসারে মেধা তালিকা করা হবে যেখানে SSC পরীক্ষার প্রাপ্ত জি পি এ (৪র্থ বিষয় সহ) এর ৬ গুন ও HSC এর ৮ গুন ।
- ২ । ৪৮ এর কম পেলে মেধাস্কোর করা হবে না ।
- ৩ । ফলাফল এস এম এস ও ঢাবি ওয়েবসাইটে ৩ দিনের মধ্যে প্রকাশিত হবে।
রিসার্চ সেন্টার
FEC Debate Forum
স্বপ্ন-সারথি
ক্যাম্পাস রাজনীতি”
![]() |
পিঠা উৎসব ২০১৮ |
সংযুক্তিঃ
- বিগত বছরের প্রশ্ন ২০১৫-১৬ঃ https://www.facebook.com/download/preview/194515384437393
- প্রশ্ন ২০১৬-০১৭ ঃ https://www.facebook.com/download/preview/148925512424326
- 2017-18: PDF, Photo Album- 1, Album 2
- 18-19 Link
- এক ফোল্ডার এ সব প্রশ্ন
- ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ রিভিউঃ
- ময়মনসিং ইঞ্জিনিয়ারিং কলেজ রিভিউঃ
- বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ রিভিউঃ
- নিটার রিভিউঃ
- স্টেক রিভিউঃ
- Shohidul Haque Engnr. College Facebook page
- ভিল রিভিউঃ
- ইইই রিভিউঃ
- সিএসই রিভিউঃ
- টেক্সটাইল রিভিউঃ
- আইপিই রিভিউঃ
- ফ্যাড রিভিউঃ
- Technology Unit Review
- ঢাবি ওয়েবসাইটঃ
- প্রযুক্তি ইউনিট নোটিশ লিংকঃ
- DU Technology Unit Official Admission & Information Desk join us
- ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ website
আরও জানতে যোগ দিন DU Technology Unit official admission & Information Desk গ্রুপে।
[…] ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ রিভিউঃ […]
[…] ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ রিভিউঃ […]
[…] ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ রিভিউঃ […]
[…] ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ রিভিউঃ […]
[…] ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ রিভিউঃ […]
[…] ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ রিভিউঃ […]