সাবজেক্ট রিভিউ : #ফিন্যান্স_বিভাগ (বিবিএ অনুষদ)
.
মানের বিচারে বিবিএর কোন বিভাগই কোনোটার চেয়ে কোনোটা কম নয়।দিন শেষে সবাইকেই দেখা যায় একই অফিসের একই পদে বসে চাকরী করছে।
তবে তুলনামুলক ভালো খারাপ তো আছে! ভর্তির সময় কিসে ভর্তি হবো,এই বিবেচনায় এখন পর্যন্ত ফিন্যান্সকে ১ম দিকেই রাখা হয় সাধারণত।আসুন দেখে নেয়া যাক কেন…
.
সিড়ি বেয়ে অনুষদের চার তলায় যখন পৌঁছুবেন,মনে হবে এই এক অন্যভুবনে বিচরন।
এটি সেই বিভাগ, যেই বিভাগে এক সময় আলো জ্বালিয়েছিলেন ড.জহুরুল হক, ড. হারুন অর রশীদ,ড. মোক্তাদির স্যারদের মতো শিক্ষক।এখনো যে দায়িত্ব নিষ্টার সাথে পালন করছেন ড. সালেহ জহুর,ড. ইসমত আরা, ড. জাহাঙ্গীর আলম, ড. শামীম উদ্দিন খানদের মত শ্রদ্ধেয় পাঞ্জেরিগুলো। ১৭-১৮ সেশন হবে এই বিভাগের ২৬তম ব্যাচ।
.
#পড়াশোনার_ধরণ :
সেমিস্টার ভিত্তিতে ৬ মাস অন্তর অন্তর পরীক্ষা হয়।পুরোটাই ইংরেজি মাধ্যমের।
.
#সেশন_জট :
চবির মোটামুটি অনেক বিভাগেই কম বেশি জট আছে। ফিন্যান্সে কিছুটা সেরকম থাকলেও ২০১৫-১৬ সেশন হতে তেমন একটা নেই।পরীক্ষা হচ্ছে ঠিক সময়েই।
যার পিছনে বিভাগের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম যেন স্বীকার না করলেই নয়!
.
#ফলাফল :
ফিন্যান্সের গড় সিজিপি সন্তোষজনক। এভারেজে মোটামুটি ফার্স্ট ক্লাস থাকেই থাকে।স্কেলে 4 out of 4 পাচ্ছে এমনও আছে।
.
#জব_সেক্টর :
ভেবে দেখুন তো এমন কোন প্রতিষ্ঠান আছে কিনা,যার ফিন্যান্স একদম লাগে না। সেটা প্রফিটেবল হোক আর নন প্রফিটেবল হোক, সবার কিন্তু টাকা পয়সা আসা যাওয়া, খাটানোর ব্যাপারগুলো থাকেই থাকে। কাজেই প্রতিষ্ঠানে অর্থ পরিচালনা স্বরুপ ফিন্যান্সের গ্রেজুয়েটদের ডিমান্ড চোখে পড়ার মতো।
.
এবার আসি ব্যাংক পাড়া, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে। আন্তরিকতায়পূর্ন ফিন্যান্সের সিনিয়রদের আরেক মিলনমেলা পাবেন সেখানে, সুযোগ হলে চা- কফি নিয়ে কিছু সময়ের জন্য পুরোনো সেই দিনগুলোর গল্পও হয়ে যেতে পারে এখানে।
.
এছাড়া বিসিএসেও প্রচুর সংখ্যক ফিন্যান্সিয়ান জায়গা করে নিচ্ছে।
.
#আরো_কি_পাচ্ছি :
এই বিভাগে আছে এফবিডিএ। সামান্য একটি ডিপার্টমেন্টের ক্লাব, অথচ সেটিই এবার ডিবেটিংয়ের বিশ্বকাপে(WUDC Mexico 2017) পুরো চবিকে প্রতিনিধিত্ব করছে, সেই সাথে স্বদেশের অর্জনগুলো আর নাইবা বললাম। এছাড়া এটি কাজ করে বিজনেস কেইস সলভিং, পাবলিক স্পিকিং নিয়ে এবং এর মাধ্যমে যে সংগঠন ডিপার্টমেন্টের প্রত্যেক শিক্ষার্থীকে নিজেদের এক্সট্রাকারিকুলার করার সুযোগ করে দিচ্ছে। যেখান থেকে হয়ে আসা Communication skill, interpersonal skill, Critical reasoning skill জব সেক্টরে মেজর বা সহায়ক কিছু গুণাবলী হয়ে কাজ করে।
অতএব ফিন্যান্স ভুবনে স্বাগতম।এখনো ফার্স্ট এর দিকে চয়েজ হিসেবে ফিন্যান্সকেই দিতে পারেন,যদি সেরকম পজিশন পান!
.
বেস্ট অফ লাক। দেখা হবে!
.
লিখেছেন : সজীব চৌধুরী।(অনুপ্রেরণায়: স্বাধিকার সাইফ)
ফিন্যান্স বিভাগ, চবি।
.