১৯৬৪ সালে জাহাজে করে বিশাল আকারের কম্পিউটার আসবে পাকিস্তানে। মার্কিন যুক্তরাষ্ট্রের উপহার, আইবিএম মেইনফ্রেম ১৬২০ কম্পিউটার।

এটি ছিল সেকেন্ড জেনারেশনের একটি ডিজিটাল মেইনফ্রেম কম্পিউটার। বৃহদাকৃতির ওই কম্পিউটারটি স্থাপন করতে দুটি বড় সাইজের রুম ব্যবহার করতে হত।

পাকিস্তান সরকার প্রথমে কম্পিউটারটি পশ্চিম পাকিস্তানের লাহোরে স্থাপনের পরিকল্পনা করে। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তিত হয়ে ঢাকার পরমাণু শক্তি কমিশনে স্থাপিত হয়।

তৎকালীন পাকিস্তানের প্রথম কম্পিউটারটি লাহোরে না গিয়ে ঢাকায় কিভাবে আসল? সে এক বিরাট ইতিহাস!

তখন সমগ্র পাকিস্তানে একজন ব্যক্তি ছাড়া অন্য কেউ এ কম্পিউটার তদারকি এবং পরিচালনার যোগ্য ছিলেন না। সেই লোকটি আবার ছিলেন বাঙালি।

সরকার তাকে পশ্চিম পাকিস্তানে যাওয়ার আহ্বান জানাল। তবে ওই আহ্বান প্রত্যাখ্যান করেন লোকটা। ফলে কম্পিউটারটি ঢাকার পরমাণু কমিশনে স্থাপনে অনেকটা বাধ্য হয় পাকিস্তান সরকার।

কে সেই ব্যক্তি?

তাঁর নাম হানিফউদ্দিন মিয়া। নামটি বললেই যে সবাই চিনে যাবেন এমন নয়। তবে তাঁর কাজটি আমাদের জন্য গৌরবের।

তিনি ছিলেন দেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার। আর তাঁর কারণেই দেশে এসেছিল প্রথম কম্পিউটারটি।

তিনি ছিলেন অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটার প্রোগ্রামিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। নিজের দেশ ছেড়ে কোথাও যাবেন না, সরাসরি জানিয়ে দিয়েছিলেন আইয়ুব খান সরকারকে। এ কারণেই পাকিস্তানের প্রথম কম্পিউটারটি এসেছিল ঢাকায়।

দেশের তথ্যপ্রযুক্তিতে হানিফউদ্দিন মিয়ার অবদান তুলে ধরা হয় ১৯৯৭ সালে, বিটিভির একটি অনুষ্ঠানে। সে অনুষ্ঠানের উপস্থাপক মোস্তাফা জব্বার জানিয়েছিলেন হানিফউদ্দিন মিয়া ও দেশের প্রথম কম্পিউটারের গল্প।

হানিফউদ্দিন মিয়া ১৯২৯ সালের ১ নভেম্বর নাটোরের সিংড়ার হুলহুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুলশিক্ষক পিতার দুই পুত্র ও এক কন্যা সন্তানের মধ্যে জ্যেষ্ঠ তিনি।

সংসারে অভাব না থাকলেও উচ্চশিক্ষার জন্য জায়গির থাকতে হয় তাকে। ১৯৪৬ সালে কোলকাতা ইউনিভার্সিটি থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন।

১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫১ সালে কৃতিত্বের সঙ্গে বিএসসিতেও প্রথম বিভাগ লাভ করেন।

এরপর ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই এমএসসি পরীক্ষায় ফলিত গণিতে প্রথম শ্রেণীতে স্বর্ণপদকসহ প্রথম স্থান অর্জন করেন।

১৯৬০ সালে তৎকালীন চেকোস্লোভাকিয়ার প্রাগের ইনস্টিটিউট অব ইনফরমেশন থিওরি অ্যান্ড অটোমেশন এবং চেকোস্লোভাক একাডেমি অব সায়েন্স থেকে অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটার প্রোগ্রামিংয়ে প্রশিক্ষণ নেন।

১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) কম্পিউটার সেন্টার থেকে সিস্টেম অ্যানালিসিস, নিউমারাল ম্যাথমেটিকস, অ্যাডভান্স কম্পিউটার প্রোগ্রামিংয়ের প্রশিক্ষণও নেন।

আর ১৯৭৫ সালে লন্ডনের আইবিএম রিসার্চ সেন্টার থেকে প্রশিক্ষণ নেন অপারেটিং সিস্টেম ও সিস্টেম প্রোগ্রামিংয়ের। ১৯৭৫ থেকে ১৯৮০ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় (আইএইসি) সিস্টেম অ্যানালিস্ট হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে খণ্ডকালীন শিক্ষকতা করেন।

বাংলাদেশ এটমিক এনার্জি কমিশনের কম্পিউটার সার্ভিস ডিভিশনের ডিরেক্টর পদে অধিষ্ঠিত ছিলেন।

মারা যান ২০০৭ সালের ১১ মার্চ।

হানিফউদ্দিনের হাত ধরে দেশে আসা প্রথম কম্পিউটারটি এখন আর কাজ করে না, জায়গা করে নিয়েছে জাদুঘরে।

১৯৭৬ সাল থেকে কম্পিউটারটির কাজের ক্ষমতা কমতে থাকে। ১৯৭৯ সালে প্রায় অকার্যকর হয়ে পড়ে। ১৯৮০ সালের ৫ জুলাই কম্পিউটারটির ব্যবহার পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এরপর এটিকে সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ইনস্টিটিউট অব কম্পিউটার সায়েন্সে স্থানান্তর করা হয়।

দেশের তথ্যপ্রযুক্তির ইতিহাসের সঙ্গে জড়িত এ কম্পিউটার নতুন প্রজন্মকে দেখার সুযোগ করে দিতে ২০০১ সালের ৫ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে প্রদর্শনীর জন্য দেওয়া হয়।

সেখানেই দেখা মিলবে বিশালাকার কম্পিউটারটির।

[আমাদের ব্যাকআপ পেজ https://www.facebook.com/112775043417701
ব্লগ পেজ https://www.facebook.com/263474267635558
কমিউনিটি গ্রুপ bit.ly/WriteED
ওয়েবসাইটে পড়ুন: EngineersDiaryBD.com/latest-news/]