পবিপ্রবিতে ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষে ১৮ জন ছাত্র-ছাত্রী ভর্তির মাধ্যমে মাৎস্যবিজ্ঞান বিভাগ যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০১০ সালের ২৯ নভেম্বর উক্ত বিভাগ মাৎস্যবিজ্ঞান অনুষদ হিসেবে আত্মপ্রকাশ করে।

এ অনুষদে ৫ টি বিভাগে বর্তমানে ২৬ জন শিক্ষক কর্মরত আছেন, তাদের মধ্যে ৯ জন পিত্রইচডি অর্জন করেছেন ত্রবং ৬ জন শিক্ষা ছুটিতে পিত্রইচডি তে অধ্যয়নরত আছেন। নবীন এই অনুষদে ইতোমধ্যে একাডেমিক বিষয়ে নানান উৎকর্ষতা সাধনের পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

বর্তমানে অনুষদের শিক্ষকদের তত্ত্বাবধায়নে DANIDA কর্তৃক অর্থায়নে ইউরোপ এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্বনয়ে BANHFISH নামক প্রকল্প সমূহ ইউজিসি, কৃষি গবেষণা কাউন্সিল, শিক্ষা মন্ত্রনালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রমন্ত্রণালয়, WorldFish, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর সায়েন্স -সুইডেন এবং পবিপ্রবি রিসার্চ ও ট্রেনিং সেন্টারসহ অন্যান্য দেশী – বিদেশী সংস্থার অর্থায়নে আরও ১৩ টি গবেষণা প্রকল্প পরিচালিত হচ্ছে।

এছাড়া অন্যান্য দেশী -বিদেশী সংস্থার অর্থায়নে আরও ১৩ টি প্রকল্প পরিচালিত হচ্ছে। এছাড়া নিউজিল্যান্ডের FISH Safety Foundation ত্রর পরিচালনায় ও যুক্তরাজ্যের অর্থায়নে দেশের দক্ষিণ অঞ্চলের সমুদ্রগামী মৎস্যজীবীদের নিরাপদ ও উন্নত জীবন যাপনের উদ্দেশ্যে Fishing Safety Intervation Program (fishSafe 2025 Phase -1) চলমান রয়েছে।

বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্থায়িত্বশীল সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণ ও ব্যবস্থাপনার লক্ষ্যে সাগরকন্যা কুয়াকাট্য়  একটি আধুনিক ও যুগোপযোগী “Marine Fisheries Research Institute ” প্রতিষ্ঠার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সমন্বিতভাবে সমুদ্র গবেষণায় ত্বরান্বিত করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

বর্তমানে মাৎস্যবিজ্ঞান অনুষদ ৫ টি ডির্পাটমেন্ট নিয়ে গঠিত এবং উক্ত ডির্পাটমেন্টে ২৬ জন শিক্ষক কর্মরত আছেন।
বিভাগসমূহ হচ্ছে-

১.  একুয়াকালচার বিভাগ
২. ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগ
৩. ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগ
৪. ফিশারিজ টেকনোলজি বিভাগ
৫. মেরিন ফিশারিজ এন্ড ওশেনোগ্রাফি

জব সেক্টরের দিকে নজর দেয়া যাক।

সরকারী সংস্থাসমূহ:

*বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান
*বাংলাদেশ সিভিল সার্ভিস(BCS)
*মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়
*বাংলাদেশ মৎস্য সম্পদ গবেষণা কেন্দ্র (বিএফআরআই) ও এর শাখা ও উপকেন্দ্রসমূহ
*বাংলাদেশ মৎস্য সম্পদ উন্নয়ন কেন্দ্র (বিএফডিসি) ও এর শাখা কেন্দ্রসমূহ
*বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র (বিএআরসি বা বার্ক)
*সরকারি ব্যাংক
*ফিসারিজ ও ফিসারিজ সংশ্লিষ্ট একাডেমী ও প্রশিক্ষণ কেন্দ্র।
এছাড়াও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে সহায়তাকারী বেশ কয়েকটি মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভিন্ন সংস্থা/দপ্তর সমূহে ফিসারিজ গ্রাজুয়েটদের কাজ করার সুযোগ রয়েছে।

বেসরকারি সংস্থাসমূহ:

*বেসরকারি ব্যাংক
*বাংলাদেশরুরাল এ্যাডভান্সমেন্ট কমিটি (ব্রাক)
*প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র
*গ্রামীণ ব্যাংক
*আরডিআরএস
*বাঁচতে শেখা
*টিএমএসএস
*এসোসিয়েশন ফর সোশ্যাল এডভান্সমেন্ট (আশা)

আন্তর্জাতিক সংস্থাসমূহ:

*ওয়ার্ল্ড ফিস সেন্টার
*ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি)
*ফাও (এফএও)
*ইউএনডিপি
*কেয়ার ইন্টারন্যাশনাল বাংলাদেশ
*কারিতাস বাংলাদেশ
*নেচার কনজারভেসন মুভমেন্ট
*এশিয়ান ওয়েটল্যান্ড ব্যুরো
*ডানিডা (ডিএএনআইডিএ)
*সোসাইটি ফর কনসারভেসন অব নেচার এন্ড এনভায়রনমেন্ট (এসসিওএনই)
*ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেসন অব নেচার এন্ড ন্যাচারাল রিসোর্স (আইইউসিএন)
*সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ(এসএপি)

ব্যক্তিগত খাতসমূহ:

ব্যক্তি পর্যায়ে গড়ে ওঠা নিম্নে প্রদত্ত শিল্পসমূহে যোগদান করা যেতে পারে-
*মৎস্য খামার
*মৎস্য হ্যাচারি

আত্মকর্মসংস্থান:

*হ্যাচারি ও রেণু উৎপাদন
*পোনা ও টেবিল-সাইজ মৎস্য উৎপাদন
*মুক্তা উৎপাদন
*কাঁকড়া উৎপাদন
*বাহারি মাছের রেণু ও পোনা উৎপাদন
*মৎস্য খাদ্য উৎপাদন
*মৎস্য প্রক্রিয়াজাতকরণ

ফ্যাকাল্টি ওয়েবসাইট

আরো পড়ুনঃ Faculty of Marin sciences and Fisheries, CU

PSTU Full Review

Information By: Jobaer Mahmud Toyon

ESDM 12, PSTU

ফিচারড ছবি কৃতজ্ঞতাঃ PSTU Photography Club