গ্লোব বায়োটেক লিমিটেডের উদ্ভাবিত ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ যদি সফলভাবে হিউমেন বডি ক্লিনিক্যাল ট্রায়াল phase-এ যাওয়ার পারমিশন পায় আমি অনুরোধ করব আগে গ্লোব বায়োটেকের সকল বিজ্ঞানীর উপর, Bangladesh drug control authority-র অথরিটির সকল সদস্যদের উপর, প্রধানমন্ত্রী ও এমপিদের উপর প্রথমে যেন এই ভ্যাকসিন প্রয়োগ করে।

তার আগে যেন অসহায় মানুষদের উপর একটি ভ্যাকসিনও প্রয়োগ না করা হয়।
আমরা আগে নিশ্চিত হতে চাই তারা সুস্থ আছেন। ভ্যাকসিন ট্রায়ালের সাবজেক্ট কারা হবে এই নিয়েও কিন্তু কুরাজনীতি আছে।

যারা পিয়ার রিভিউইড আর্টিকেল আর আর্কাইভে প্রি-প্রিন্ট প্রকাশের পার্থক্য বুঝে না তাদের আমি গবেষক হিসাবে মানিনা।

তারা যদি দেশকেই ভালোবাসতো, দেশের স্বার্থকে সবার উপরে রাখতো তাহলে তারা দেশের বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাথে কলাবোরেট করত।

অক্সফোর্ড ভ্যাকসিন যদি অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কলাবোরেট করতে পারে তাদের অসুবিধা কোথায়? লাভ একা খাওয়ার লোভ? তাহলে দেশের প্রতি ভালোবাসা কোথায়?

আজকে যদি আমাদের প্রতিষ্ঠিত গবেষকরা এর সাথে ন্যূনতমভাবে হলেও যুক্ত থাকতো তাহলে অন্তত পিয়ার রিভিউইড আর্টিকেল আর আর্কাইভে প্রি-প্রিন্ট প্রকাশের পার্থক্য নিয়ে হাস্যকর পরিস্থিতি তৈরী হতো না।

-কামরুল হাসান মামুন
অধ্যাপক
ঢাবি