আমাদের সকলের এক পরিচিত মামা হলো “গুগল মামা”। কথায় বলে মামা-ভাগ্নের যেখানে বিপদ নাই সেখানে। ঠিক ক তেমনই হলো গুগল মামার সাথে আমাদের আচরন। তবে মামা হলো ডাক্তারের মতো সঠিক রোগ না বললে আবার সঠিক ঔষুধ দিতে পারে না। কিছু মজার কথা বল্লাম কেনোনা রোবটিক জীবনে ও আনন্দের দরকার আছে।
সর্বশেষে আমরা মানুষ ও বটে। আমাদের বেশিরভাগের সমস্যাগুলো ঠিক এমনই।।

গুগলকে কিভাবে আমরা সঠিকভাবে সার্চিং এর কাজে ব্যবহার করবো,আজকের আলোচনা এটিই। তাহলে শুরু করা যাক, আমি ধরে নিলাম আপনি কিছু জানেন না………………………

Searching via Text:-

•একদম শুরুতে, কোন কিছু খোঁজার জন্য আপনি যা খুঁজে পেতে চান তাই গুগল সার্চ বারে লিখে ফেলুন। খোঁজার অপশনে ক্লিক করুন। পেয়ে যাবেন নির্দিষ্ট করে না হলেও।

•এখন কথায় আসি ভয়েস অপশন
নিয়ে। লিখতে অনেকের কষ্ট অথবা টাইম ও লাগে। তাই ভয়েস বারে ক্লিক করে সহজেই আপনার প্রশ্ন বা যা লিখতে চেয়েছিলেন তা বলুন, কাঙ্খিত ফলাফল এসে যাবে।

•গুগলে প্রশ্নের উওর এর জন্য বর্ননা না লিখে মূল শব্দ লিখুন। যেমন my head pain না লিখে headache লিখুন।

•খোঁজার ক্ষেত্রে ধীরে ধীরে এড করুন আপনার প্রশ্নকে। যেমন:-job interview ,তারপর prepare for job ,how do interview||

“গুগলে খোঁজার ক্ষেত্রে শব্দের বানান ভুল নিয়ে চিন্তিত হওয়া লাগবে না, সয়ংক্রিয় শব্দের বানান চেকার আছে”।।

কিছু সাধারন কৌশল দ্রুত সার্চের জন্য:-

 সামাজিক মাধ্যম এর ক্ষেত্রে আইডি লিখার শুরুতে @ লিখুন।
 টাকার পরিমান এর ক্ষেত্রে মানে আপনি নির্দিষ্ট একটি দামে পন্যটি চাইছেন তখন এই ফরম্যাট অনুসরন করুন-iPhone $999
 টাকার পরিমান একটা সীমার মধ্যে হলে- iPhone $750-$1000
 নির্দিষ্ট বিষয়ের ফলাফলের জন্য হ্যাশট্যাগ ব্যবহার করুন।যেমন:- #coronavirus
 নির্দিষ্ট উওরের জন্য ফ্রেজ ও লিখতে পারেন।
 কোন টপিকস্ এর ফলাফলে যদি সম্পর্কিত কোন একটি বিষয় না চান তাহলে হাইফেন দিয়ে ওটা লিখতে হবে। ফরম্যাট হলো:- Toyota car-speed

 একসাথে দুইসাথে উওর পাওয়ার সার্চকে বলা হয় কম্ভাইন সার্চ। ফরম্যাট হলো:- Messi and Ronaldo
 যেকোনো একটি ফলাফলের ফরম্যাট হলো:- Messi or Ronaldo.

 নির্দষ্ট ওয়েবসাইট খোঁজে পাওয়ার জন্য ফরম্যাট হলো:-site:covid19.com তবে এক্ষেত্রে কোন ফাঁকা/স্পেস রাখা যাবে না।
 একটি ওয়েবসাইটের অন্যটির সম্পর্ককিত ওয়েবসাইট খোঁজার ফরম্যাট হলো:-related:times.com
 গুগল কেচ্ ভার্শন দেখার জন্য ফরম্যাট হলো:-cache:roarmedia.com

কুইক অ্যানসার ট্রিক:-
 আবহাওয়ার খবর জানার জন্য যে কোন স্থানের,ঐই স্থানের নাম,স্থান অবস্থান অথবা পোস্টাল কোড দিলে সাথে সাথে চলে আসে সঠিক ফলাফল।
 সময় জানার জন্য একই ফরম্যাট।তবে যেসব দেশে সময়ের তারতম্য নেই,দেশের নাম লিখে সময় লিখলে হয়। তবে যেসব দেশে একাধিক টাইমজোন,তাদের জন্য উপরের নিয়ম প্রোযজ্য|

 শেয়ার বাজারের নির্দিষ্ট শেয়ারের খবর পাওয়ার জন্য ঐই কোম্পানীর শেয়ারের মূল শব্দ লিখলে সার্চ করলেই হয়। যেমন:-goog,Appl ইত্যাদি
 নির্দিষ্ট ফাইলের জন্য ফাইল টাইপ লিখে সার্চ করলেই সহজেই চলে আসে।যেমন : filetype:pdf
 কোন কিছু সঙ্গা পাওয়ার জন্য বিষয়টি লিখে ডেফিনিশন লিখতে হবে। যেমন: fisheries definition

 ক্যালকুলেটর সার্চ বারে লিখলেই চলে আসে বৃহৎ যন্ত্র ।এছাড়াও সরাসরি সার্চ বারে ৬৫৭*৮৯৭ ,৮৫৪৬৯৯-৩৫৬৮ ইত্যাদি দিলেও ফলাফল চলে আসে।
 যেকোন বিমান এর অবস্থান জানার জন্য বিমানের নাম ও কোড লিখে সার্চ করলেই হবে।
 যেকোন দেশের সূর্যদয় ও সূর্যঅস্ত সময়ের জানার জন্য -London sunrise or London sunset।
 যেকোন কিছুর তুলনা করার দুইটির মাঝে ভিস্ দিলেই হবে।যেমন:- pizza vs burger

?আরেকটি রয়েছে টিপ ক্যালকুলেটর।
 যেকোন ভাষার রূপান্তর দেখার জন্য তো গুগল ট্রান্সলেটর আছেই।
 প্যাকেজ ট্রাক করার জন্য ups,usps or ফিডেক্স ট্রাকিং নং ।

 নির্দিষ্ট ওয়েবসাইট অথবা যেকোন লোকেশনে যাওয়ার URL কপি করে সার্চ বারে পেস্ট করুন।
 সেলিব্রেটির সম্পর্কে জানার জন্য তার নাম ও বিকন নাম্বার লিখে সার্চ করুন।
 কোন ফোনের এড়িয়া জানার জন্য ৩ ডিজিটের এড়িয়া কোড দিলে বলে দিবে কোথা থেকে কল আসছে।
 ইনটেক্স:- রেসিউম টিপস্ ইনটেক্স:সামারি লিখলে এক্রেট উওর দেয়।
 নির্দষ্ট নিউজ পেপারের জন্য যেমন :- wartimeslocation:London
 বই নাম সার্চ করার সময় লেখক অথবা নির্দিষ্ট নাম লিখে সার্চ করুন।
 যেকোন সার্চ করার সময় লোকেশন অনুযায়ী কাছাকাছি হওয়ার জন্য নিয়ারবাই ব্যবহার করা হয়।যেমন:- shopping mall nearby
 দ্রুত মুভি সার্চ করার ক্ষেত্রে মুভি কোড নম্বর ব্যবহার করুন।

 গুগলে ফলাফল আন্তর্জাতিক ভাবে পাওয়ার জন্য লিখুন google.com/ncr
 সর্বাধিক ভ্রমনকৃত ওয়েবসাইট গুলোর জন্য সর্ট নাম সেট করে ফেলুন ইচ্ছেমতো,ম্যানেজ সেটিংগ এ গিয়ে।।
 মজার ব্যাপার হলো গুগল আপনাকে ফ্লিপ কয়েন এর ও সুযোগ দিচ্ছে।।
 পুরনো খবরাখবর খোঁজার জন্য রয়েছে news.google.com/newspaper
Go to google archives-find 100 years ago also information
Set location:state /country
ফিল্টারিং____

• নিজের পছন্দ মতো যেকোন কিছু পেতে ফিল্টারিং খুবই সহজ পদ্ধতি। যেমন:- শপিং করার ক্ষেত্রে দাম,নতুন পন্য,ব্রান্ড, কালার ইত্যাদি। এমনিভাবে সকল কিছু খোঁজার ক্ষেত্রে ফিল্টার অপশনে নিজের পছন্দমত বাছাই করলেই হবে যা উওর পাওয়ার ক্ষেত্রে সহজ। তবে রেনডমলি খোঁজার জন্য দরকার নেই।।

ইউনিট কনর্ভাটর:-
 টাকার ক্ষেত্রে যেমন:- dollar to pound
 পরিমাপের জন্য :- inch to foot
 ডিজিটাল স্টোরেজের জন্য:-megabyte to gigabyte
 ডাটা ট্রান্সফার রেট এর ক্ষেত্রে :-kilobytes to megabytes  এনার্জির জন্য:- joule to kilocalorie
 ফ্রিকুয়েন্সির জন্য :- hertz to kilohertz
 ফুয়েল ইকোনমি:- kilometer per litre or to miles per gallon
 তাপমাত্রা :- farenhite to Celsius
 কোনের ক্ষেত্রে:-Degree to radian
 চাপের ক্ষেত্রে:- Pascal to bar
 কারেন্টের ক্ষেত্রে:- Ampere * volt to watt
 স্পিড এর জন্য:-Kilometers to meters
 ভরের জন্য:-Kg to pound
 দৈর্ঘের জন্য:-Mile to foot
ইত্যাদি।আরো রয়েছে।

এখানে শুধু একটি করে উদাহরণ দেয়া হলো। রূপান্তর একটি থেকে অনেকগুলোতে ট্রান্সফরম করা যায়,ইচ্ছেমতো।।

কিছু কী ওয়ার্ডস:-
 অ্যাসটারিকস্:-এ্যাড ইট এস এ প্লেস্ হোল্ডার।
 কোটেশ্বনমার্কস:-ফর একজেক্ট অ্যানসার্।
 হাইফেন:- ফর এক্সক্লুডিং সাম রেসাল্ট
 অ্যালাইনটেক্স:- টু ফাইন্ড অল অফ ওয়ার্ডস ইন দা বডি পেজ।
 ইনটাইটেল।
 ইনটেক্স।
 অ্যালিনইউআরএল।
 ইনইউআরএল।
 ইনটাইটেল।
 অ্যালিনটাইটেল।

অ্যাডভানস্ড সার্চিং
 এটা দুই ধরনের। ১ম হলো ওয়েব সার্চিং,২য় হলো ইম্যেজ সার্চিং।
 অ্যাডভানস্ড সেটিংগ এ টার্ম গুলো পূরণ করতে হবে।
 ফলাফলের সীমাবদ্ধ করে দিবে, ফিল্টার করার অপশন ও বিদ্যমান।
For website filter including:-
o Language
o Region
o Last update date
o Safe search
o Domain
o Reading level
o File type
o Site or domain search
For image filter including:-
o Size
o Aspect ratio
o Color
o Type
o Site or domain
o Safe search
o File type

অ্যাডভানস্ড সেটিংগ এ কিছু স্পেশিয়াল ম্যাথম্যাটিকস্ রয়েছে:-
• Solve rhombus
• Solve circle
• Solve hexagonal
• Solve triangle
• Solve pentagon
• Solve rectangle

SEARCHING VIA IMAGE:-

ওয়েবসাইট থেকে ছবি দ্বারা খোঁজার জন্য:-
• ক্রোম ব্রাউজার খুলুন
• ছবি সাথে নিবেন যেটা ব্যবহার করবেন
• ছবির ডান এ ক্লিক করুন
• সার্চ বাটনে ক্লিক করুন

এনড্রয়েড ফোন থেকে খোঁজার জন্য:-
o Image.google.com এ ছবির লিংক /পেস্ট দিন
o সার্চ করুন
 iPad/iPhone এর জন্য একই নিয়ম। go to google images

 ছবি ড্রাগ ও ড্রপ করার জন্য ক্রোম অথবা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করতে হবে।।
গুগল ইউনিভার্সেল সার্চ বক্স
 এটা প্রফেশনালদেকর টুল বলা যায়। তথ্য নিয়ে গবেষনার করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে। জানতে আগ্রহী হলে গুগল থেকে https://youtu.be/7NrO4Llyr0Yভিডিও দেখে নিবেন।।

উপোরক্ত তথ্যসূত্র গুগল সার্চের শেষ নয়, তবে কম ও নয়। মৌলিক বা সার্চিং জগতের ভিওিও বলা যায়।যে যত সার্চিং করে তার দক্ষতা তত বেশি। গুগল সার্চিং একটি বিশাল দক্ষতা। যা জানার জগতে হারিয়ে দেন। এই দক্ষতার অনেক দক্ষতার চাবিকাঠি স্বরূপ।।

লেখকঃ মোঃ ইসমাইল হোসেন

আমাদের বিজ্ঞান গ্রুপে যোগ দিন