Google সম্প্রতি একটি নতুন ওয়েবসাইট তৈরি করেছে পরীক্ষা করার জন্য যা দিয়ে Augmented Reality এর সাহায্যে মানুষ বাইরে বের হলে অন্য মানুষের কাছাকাছি (2মিটার অথবা ছয় ফুট দুরত্বে) সেটা বলে দিতে পারবে।

বর্তমানে যদিও অফিসিয়াল ভাবে কোন এপ google প্লে স্টোরে ছাড়ে নাই তবে ওয়েবসাইট এর সাহায্যে কাজটি করা যেতে পারে।

ছবিতে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি ওপেন করবার পরে ভুমিতে একটা দাগ দেখতে পাচ্ছেন। যেটা আপনার চারদিকে জুড়ে আছে এবং দাগটি দেখা ঠিক আপনার থেকে ২মিটার দূরুত্ব কতখানি।

ওয়েবসাইট লিংক এবং যেভাবে চেক করবেন:
১. অবশ্যই গুগল ক্রোম দিয়ে ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। তার জন্য গুগল ক্রোম এপটি ওপেন করতে হবে।

২. সার্চ ফিল্ডে লিখতে হবে
sodar.withgoogle.com

৩. আপনার ফোন সাপোর্টেড হলে আপনি একটা বক্স দেখতে পাবেন যেটায় লেখা থাকবে ‘Enter AR’
বক্সে টাচ করলে আপনাকে কনফার্ম করার জন্য পুনরায় একটা পপ আপ উইন্ডো আসবে যেটায় আবার Enter AR চাপতে হবে।

৪. ক্যামেরা এক্সেস এলাউ করে দিতে হবে।

৫. এবার ফোনটিকে ভুমির দিকে পয়েন্ট করতে হবে যতক্ষন না অনেকগুলো সাদা বিন্দু দেখা যাচ্ছে।

এবার আপনি আপনার চারপাশে একটা সাদা ব্যাস দেখতে পাবেন যার ব্যাসার্ধ ২মিটার।

Notes: শুধু এন্ড্রয়েড ইউজাররা এই সুবিধা পাবে এবং সব এন্ড্রয়েড ইউজার রাও না। যেহেতু এটি শুধুমাত্র টেস্ট তাই হাই ফিচার ফোন (example : Samsung galaxy s20 ultra) ছাড়া সব ফোনে এটি কার্যকর হবে না। আমার নিজের ফোনেও হয় নাই। তবে আপনি দেখে নিতে পারেন আপনার ফোনটিতে কার্যকর হবে কিনা।

ভুলত্রুটির জন্য ক্ষমাপ্রার্থী।
ধন্যবাদ।

#keepsocialdistance

#engineersdiary

Writer: Hasibur Rahman Rocky

SARSTEC

Join us