ইউনিভার্সিটি অফ আলাবামা অ্যাট বার্মিংহাম এ কম্পিউটার সাইন্সে পিএইচডি – GRE লাগবেনা। ৭-৮টি ফান্ডেড পজিশন!

আমি গত বছর ইউনিভার্সিটি অফ আলাবামা অ্যাট বার্মিংহাম (UAB) এর কম্পিউটার সাইন্স ডিপার্টমেন্টের পিএইচডি প্রোগ্রাম ডাইরেক্টর হিসাবে দায়িত্ব শুরু করি। বাংলাদেশ থেকে যেন আরো অনেক যোগ্য শিক্ষার্থী এখানে সুযোগ পায়, সেটা একট লক্ষ্য ছিল। এবারে একটা হিসাব দেই ফল ২১ এ আমরা কতজন নিয়েছি।

কেবল বাংলাদেশ থেকেই আমি ৭ জন পিএইচডি শিক্ষার্থীকে ফান্ডিংসহ ভর্তির অফার দেই। এর মধ্যে ৩ জনকে আমার ইউনিভার্সিটির প্রেস্টিজিয়াস ব্লেজার ফেলোশিপ দেয়া হয় (বছরে ২৯,০০০ ডলার বৃত্তি + টিউশন/ইন্সুরেন্স সহ, যা অনেক জায়গার থেকে বেশি)। এছাড়া বাকি ৪ জনকে রিসার্চ অ্যাসিস্টেন্টশিপ অফার দেয়া হয় নানা প্রফেসরের পক্ষ থেকে।

৭ জনের মধ্যে ২ জন অন্য জায়গার অফার পাওয়াতে সেখানে গেছে, ১ জন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এর প্যাচে পড়ে গিয়ে আসতে পারেনি, কিন্তু বাকি ৪ জন পিএইচডি স্টুডেন্ট আমার ডিপার্টমেন্টে যোগ দিয়েছে (৩ জন ফলে, ১ জন স্প্রিং এ)। এর পাশাপাশি অন্যান্য দেশের আরো ৩ জন নতুন পিএইচডি স্টুডেন্ট আমরা অন্যান্য দেশ থেকে নিয়েছি।

ফল ২২ এর ডেডলাইন আসছে সামনে। জানুয়ারি ১৫, ২০২২ হল ডেডলাইন।

এই বছর আমাদের ডিপার্টমেন্টে অন্তত ৭-৮ জন নতুন পিএইচডি স্টুডেন্ট ফান্ডিং সহ নেয়া হবে। এই ফলে যোগ দেয়া নতুন এক প্রফেসর ২ জন নিবেন বলে জানিয়েছেন। আরেকজন প্রফেসর ৪ বছর মেয়াদি বড় অংকের ফান্ডিং পাওয়াতে তিনি অন্তত ২ জন নিবেন।

আর এই বছর আমরা ২ জন নতুন ফ্যাকাল্টি হায়ার করছি যারা ফল ২২ থেকে শুরু করবেন। তারা অন্তত ২/৩ জন নতুন পিএইচডি স্টুডেন্ট নিবেন। বাকি প্রফেসরদেরও কিছু ফান্ডিং আছে। সব মিলে ভালো একটা সুযোগ।

ব্যাকগ্রাউন্ড

কম্পিউটার সাইন্সের বা ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ড হতে হবে। জিপিএ গ্রহণযোগ্য (এটা আসলে সাবজেক্টিভ, তবে অন্তত ৩.২ এর উপরে থাকা দরকার)।

জিআরই লাগবে না

কোভিডের কারণে জিআরই রিকয়ারমেন্ট তুলে দেয়া হয়েছে।

কোন ভার্সিটি থেকে পড়লে আবেদন করা যাবে? 

শিক্ষার্থীর যোগ্যতা যাচাইপূর্বক আমরা অফার দেই, বিশ্ববিদ্যালয়ের নাম দেখে নয়!

গতবারে আমরা বাংলাদেশের পাবলিক প্রাইভেট দুই রকমের ইউনিভার্সিটি থেকেই পিএইচডি শিক্ষার্থী নিয়েছি। এর মধ্যে আছে বুয়েট, ঢাবি, জাহাঙ্গীরনগর, ব্রাক, ডাফোডিল, ইত্যাদি। প্রফেসরকে কনভিন্স করতে পারলে এবং ভালো রিসার্চ/প্রোগ্রামিং প্রোফাইল থাকলে ইউনিভার্সিটি ব্যাপার না।

কতদিন লাগে? আমাদের পিএইচডি গ্রাজুয়েটেরা কোথায় যায়?

গড় পিএইচডি করার সময় সাড়ে চার থেকে সাড়ে পাঁচ বছর। আমাদের গ্রাজুয়েটেরা গুগল, মাইক্রোসফট, ফেইসবুক, অ্যামাজন, ভিসা, এগুলোর মতো বড় বড় কোম্পানিতে চাকুরি পেয়েছে, আর একাধিক জন আমেরিকার নানা ইউনিভার্সিটিতে প্রফেসর হিসাবে যোগ দিয়েছে। (আমার এক ছাত্র পিএইচডি শেষের ১ বছর আগেই অ্যামাজনে চাকুরির অফার পেয়ে গেছিল)।

আলাবামার সুবিধা কী?

লিভিং কস্ট অত্যন্ত কম, বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটি এবং স্থানীয় বাংলাদেশী কমিউনিটি অনেক বড়, মাঝারি সাইজের শহর বলে সবকিছু (দেশি খাবার দাবার গ্রোসারি) সবকিছু পাওয়া যায়, আবহাওয়া পুরাপুরি বাংলাদেশের মত গরম/নাতিশীতোষ্ণ, যোগাযোগ ব্যবস্থা খুব ভাল, আর ডিপার্টমেন্টের পরিবেশ বেশ ভাল।

কীভাবে আবেদন করবেন?

নিচের লিংকে গেলে আবেদনের চেকলিস্ট পাবেন। সেখানে জিআরই রিকয়ারমেন্ট যা আছে সেটা আমরা ওয়েভ করে দিয়েছি ফল ২২ এর জন্য। টোফেল/IELTS এর ক্ষেত্রেও কিছুটা শিথিল করা হবে। জিপিএ-এর কথা উপরে বলেছি।

অ্যাপ্লিকেশন রিভিউ

শুরু হবে জানুয়ারির শেষ থেকে। তবে খেয়াল করুন, আপনার দায়িত্ব হল এই সময়ের মধ্যে যাবতীয় ডকুমেন্ট/রেকোমেন্ডেশন ইত্যাদি যাতে ইউনিভার্সিটিতে পৌছায় ও প্রসেস হয়, সেটা নিশ্চিত করা। জানুয়ারি ১৫ এর মধ্যে আবেদন করলেও যদি ডকুমেন্ট সব না পৌছায়, আমি সেই এপ্লিকেশন রিভিউ করতে পারি না।

কী করবেন?

দয়া করে আমার ডিপার্টমেন্টের প্রফেসরদের প্রোফাইল ও রিসার্চ দেখুন। অ্যাপ্লাই করার পাশাপাশি এই প্রফেসরদের সাথে যোগাযোগ করুন ঠিকমত। যাদের ফান্ডিং আছে, তাদের কনভিন্স করতে পারলে ভর্তি ব্যাপার না। আর যদি আপনার রিসার্চ প্রোফাইল ভাল থাকে, তাহলে প্রফেসরদের কনভিন্স করাও দরকারি না যেহেতু সেন্ট্রাল ফেলোশিপ থাকছে একাধিক।

কিছু ডিসক্লেইমার

দয়া করে এই পোস্টটি ভাল করে পড়ুন। পোস্টেই অনেক তথ্য দেয়া আছে, সেগুলা দয়া করে জিজ্ঞেস না করে পোস্টটা এবং ডিপার্টমেন্টের সাইট ভাল করে পড়ুন। আবেদনের পদ্ধতি সব ওয়েবসাইটে আছে।

From Facebook post of Ragib Hasan

ইউনিভার্সিটি অফ আলাবামা অ্যাট বার্মিংহাম (UAB)

ওয়েবসাইট এড্রেস