২০২২ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ।

মোট পরীক্ষার্থীর ১৫% জিপিএ-৫ পেয়েছে এবার। জিপিএ-৫ এর সংখ্যা ১ লাখ ৮৬ হাজার।

গত ৬ নভেম্বর সারা দেশে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা।

শিক্ষা মন্ত্রণালয়ের হিসেব বলছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন। এদের মধ্যে ছেলে ৬ লাখ ৯ হাজার ৫২২ জন এবং মেয়ে ৫ লাখ ৬৭ হাজার ৮৬৫ জন।

পরীক্ষার্থীদের মধ্যে ৮৭.৪৮% মেয়ে এবং ৮৪.৫৩% ছেলে পাশ করেছে।

এস এস সি রেজাল্ট ২০২২ কিভাবে দেখবেন ?

বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিবরণী (রেজাল্ট শিট) ডাউনলোড করা যাবে।

দেখুন: মোবাইলে HSC রেজাল্ট ২০২২ দেখার নিয়ম – অনলাইন ও SMS নিয়ম

# ধাপ ১: প্রথমে www.educationboardresults.gov.bd সাইটে ঢুকে পড়ুন।
# ধাপ ২: একটু নিচের দিক এসে পরীক্ষার” বিকল্প থেকে এইসএসসি / আলিম নির্বাচন করুন।
# ধাপ ৩: আপনার পরীক্ষার বছর হিসাবে ২০২২ সিলেক্ট করুন।
# ধাপ ৪: এখন আপনার বোর্ডের নাম নির্বাচন করুন।
# ধাপ ৫: পরবর্তী দুটি বাক্সে আপনার এইসএসসি রোল নম্বর এবং রেজিস্ট্রেশন সংখ্যা লিখুন।
# ধাপ ৬: নিরাপত্তা বিশিষ্ট গণিত সমাধান করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।
# ধাপ ৭: আপনার এইস এস সি রেজাল্ট দেখাবে।

অথবা:

https://eboardresults.com/v2/home

সাইটে ঢুকে পড়ুন।

# ধাপ ২: একটু নিচের দিক এসে পরীক্ষার” বিকল্প থেকে এইসএসসি /আলিম নির্বাচন করুন।
# ধাপ ৩: আপনার পরীক্ষার বছর হিসাবে ২০২২ সিলেক্ট করুন।
# ধাপ ৪: এখন আপনার বোর্ডের নাম নির্বাচন করুন।
# ধাপ ৫: রেজাল্ট টাইপ ইন্ডিভিজুয়াল সিলেক্ট করুন।

# ধাপ ৬: পরবর্তী দুটি বাক্সে আপনার এইসএসসি রোল নম্বর এবং রেজিস্ট্রেশন সংখ্যা লিখুন।
# ধাপ ৭: নিরাপত্তা বিশিষ্ট গণিত সমাধান করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।
# ধাপ ৮: আপনার এইস এস সি রেজাল্ট দেখাবে।

কিভাবে এইস এস সি পরিক্ষার মার্কশিট বের করবেন?

https://eboardresults.com/v2/home ভিজিট করে উপরের পদ্ধতিতেই মার্ক দেখা যাবে।

এইসএসসি রেজাল্ট এসএমএস এর মাধ্যমে

এসএমএস দ্বারা আপনার এসএসসি রেজাল্ট ২০২২ মোবাইল ফোন থেকে পেতে পারেন। এইস এস সি রেজাল্ট দেখার দ্রুত ও সহজ মাধ্যম হলো এস.এম.এস ।

বাংলাদেশ সব মোবাইল অপারেটর দ্রুত ডেলিভারি করে থাকে এস.এস.সির ফলাফল। প্রথমে মেসেজ অপশনে যেতে হবে এবং HSC <স্পেস> আপনার বোর্ড নাম (প্রথম তিনটি অক্ষর )<স্পেস> রোল নং <স্পেস> ২০২২ এবং 16222 নম্বরে পাঠাতে হবে।

উদাহরণঃ HSC RAJ 123456 2022 পাঠিয়ে দিন 16222 নম্বরে।

SMS পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্যঃ

<ALIM> <আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর> <রোল নম্বর> < পাশের বছর>

এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।

উদাহরণঃ ALIM MAD 123456 2022 পাঠিয়ে দিন 16222 নম্বরে।

কারিগরি শিক্ষাবোর্ডের জন্যঃ

HSC আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর রোল নম্বর পাশের বছর

পাঠিয়ে দিন 16222 নম্বরে।

উদাহরণঃ HSC Tec 123456 2022 পাঠিয়ে দিন 16222 নম্বরে।

আপনাদের সুবিধার্থে নিচে সংক্ষিপ্ত নাম দেয়া হলোঃ

Dhaka Board= DHA,

Barisal Board=BAR,

Sylhet Board = SYL,

Comilla Board = COM,

Chittagong Board = CHI,

Rajshahi Board = RAJ,

Jessore Board = JES,

Dinajpur Board = DIN,

Madrasah Board = MAD,

Technical Board= TEC.