সাবজেক্ট রিভিউ : মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ(বিবিএ ফ্যাকাল্টি)
.
২০১৩-১৪ সেশনে ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে প্রথম কার্যক্রম শুরু হয় বিভাগটির। সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ স্যারের হাত ধরেই বিভাগটি চালু হয়।
বর্তমানে ৪ টি ব্যাচ নিয়ে চলছে বিভাগটি কার্যক্রম।
.
#সেশনজট : প্রথম দুটি ব্যাচে ১ বছরের মত সেশন জট থাকলেও পরের ব্যাচগুলোতে কোন সেশন জট নেই, সুতরাং এইবার যারা এডমিশন টেস্ট দিচ্ছেন নির্ভয়ে HRM কে সিলেক্ট করতে পারেন।
.
HRM কেন সিলেক্ট করবেন আপনার পছন্দের সাবজেক্ট হিসেবে:
১) পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধুমাত্র চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়,খুলনা বিশ্ববিদ্যালয় এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল ব্যতিত আর কোথাও এইচ আর এম সাবজেক্ট নেই। (কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই বছর এইচ আর এম বিভাগ চালু করার সম্ভাবনা আছে)
.
২) সুতরাং জব মার্কেটে HR পদে কম্প্যারাটিভলী আমরাই এগিয়ে থাকবো।
মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগটি নতুন হওয়ায় শিক্ষক সংকট এবং ক্লাসরুম সংকট রয়েছে, তবে এই সমস্যাগুলো জুনিয়র ব্যাচের কোনরুপ সেশন জট তৈরী করবে না কেননা জুনিয়র দুটি ব্যাচে যেহেতু কোন সেশন জট নেই।
বিভাগটির কার্যক্রম বিবিএ ফ্যাকল্টির গ্রাউন্ড ফ্লোরে পরিচালিত হচ্ছে।
.
#সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেয়া হয়, প্রথম দুটি ব্যাচে একটি মিড ও ফাইনাল এক্সামের
মাধ্যমে সেমিস্টারের সমাপ্তি ঘটে, কিন্তু পরবর্তী ব্যাচ গুলোতে মিড নেই ডিরেক্ট ফাইনাল।
.
#রেজাল্ট : সর্বোচ্চ ৪ আউট অব ৪ পাইতেও দেখা গেছে ইতোপূর্বে। এভারেজ রেজাল্ট ৩.২০ এর মতো।
.
লিখেছেন:
এনামুল ইসলাম
সেশন:২০১৪-১৫
এইচ আর এম সেকেন্ড ব্যাচ
.