ICT যারা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে বাইনারি/অক্টাল/­ হেক্সাডেসিম্যাল যোগ বিয়োগ কিংবা রূপান্তর করতে পারো না, তাদের জন্য এই পোস্ট। (যারাআগে থেকেই পারো, তারা দয়া করে সাইডে চাপো।)
১. প্রথমে ক্যালকুলেটর (fx-991ms) অন কর।
২. “On” বাটনের ঠিক বাম পাশে “mode”লেখা সম্বলিত বাট­নটিতে দু’বার প্রেস কর।
৩. (SD 1), (REG 2), (BASE 3) লেখা
আসবে। 3(BASE) প্রেস কর।৪. এরপর আউটপুটে 0 (zero) লেখা আসবে। যারপাশে “d”লেখা থাকবে। “d” এর অর্থ “ডেসিমেল।mcq এর জন্য:
ক্যালক ুলেটরের উপর থেকে তৃতীয় লাইনের শেষ চারটি বাটনের উপর লেখা আছে, “DEC”, “HEX”, “BIN”, “OCT”ধর
তোমাকে বাইনারি ১১০০ এবং ১১০১ যোগ করতে বলা হল। এখন তুমি BIN লেখা সম্বলিত বাটনটি প্রেস কর।বাটনটির উপরে মূলত (log) লেখা আছে।এর পর টাইপ কর১১০০+১১০১… “=” চাপো। উত্তর আসবে ১১০০১. এভাবেই যে পদ্ধতির সংখ্যা যোগ করতে বলা হবে, ওই পদ্ধতির জন্য তৃতীয় লাইন থেকে সংখ্যার নাম সিলেক্ট করে নিতে হবে।হেক্সাডেসিমেলের ক্ষেত্রে A B C D EF বাটনগুলো উপর থেকে চতুর্থ লাইনেপাবে।এভাবেই যোগ-­বিয়োগের কাজ সেরে ফেলতে পারো। আবার ধর বলা হল বাইনারি ১১১০০ এর ডেসিম্যাল/octal/­হেক্সা মান কত?১. “BIN” বাটন (log) প্রেস কর (কারণ ১১১০০সংখ্যাটি বাইনারি­ পদ্ধতির). টাইপ কর ১১১০০…সমান )চিহ্ন চাপো। আউটপুটে-ও ১১১০০ আসবে।২. এবার “DEC” বাটন চাপলে ১১১০০ এর ডেসিমেল মান পাওয়া যাবে ২৮.”HEX” চাপলে পাওয়া যাবে ১C এবং”OCT”চাপলে পাওয়া যাবে ৩৪.এভাবেই এক সংখ্যাকে অন্য সংখ্যায় কনভার্ট করতে পারো।কাজ শেষ হয়ে গেলে নরমাল মোডে ফিরে আসতে চাইলে:
১. ক্যালকুলেটরের একেবারে উপরে বাম পাশের shift বাটন প্রেস করো। ২. “on” বাটনের বাম পাশের MODE/ CLR বাটনটি প্রেস কর।
৩. 3 (ALL) সিলেক্ট কর।ইনপুট অপশনে RESET ALL লেখা আসবে।
৪. ‘=’ চিহ্ন চাপলেই কাজ শেষ|
এভাবে কেও না বুঝলে Youtube এ ভিডিও দেখতে পারেন।