ঢাকা বিশ্ববিদ্যালয় এর সবচেয়ে নতুন ও সম্ভাবনাময় ইন্জিনিয়ারিং সাবজেক্ট ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি / Institute of Leather Engineering and Technology-(ILET) সম্পর্কে কথা বলব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের “ক” ইউনিট এর পরীক্ষার্থীদের জন্য এ সাবজেক্টটি নিঃসন্দেহে পছন্দের শীর্ষে থাকবে বলা যায়। তুমি যদি অল্প সময়ে মেধা আর পরিশ্রম দিয়ে আকর্ষণীয় ক্যারিয়ার তৈরি করতে চাও তাহলে ILET (লেদার ইঞ্জিনিয়ারিং-৫০টি, লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং-৫০টি, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং-৫০টি) তোমার জন্য বেশ ভাল একটি অপশন।

এই সাবজেক্ট গুলোর বিশেষত্ব হল পাশ করে বের হওয়ার আগেই চাকরির নিশ্চয়তা আর তুলনামূলক অল্প সময়ে উচ্চ স্যালারির জব করা সম্ভব।

এখন তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে এই সাবজেক্টে পড়লে এত সুযোগ সুবিধা কেনই বা পাব?

অথবা এখন যেখানে বাংলাদেশে ভুরি ভুরি ইঞ্জিনিয়ার প্রতি বছর বের হয় সেখানে একজন লেদার ইঞ্জিনিয়ার কেন বা কীভাবে অন্যান্য ইঞ্জিনিয়ার থেকে ব্যতিক্রম জায়গা দখল করবে?

এর মূলত কারণ হল বাংলাদেশ চামড়া ও চামড়াজাত পণ্য যেমন- ফুটওয়্যার,ব্যাগ,খেলার সামগ্রী, জুতা, মানিব্যাগ,জ্যাকেট সহ বিভিন্ন বিলাসবহুল চামড়াজাত পণ্য থেকে প্রতি বছর প্রায় ১৫০০ কোটি ডলার আয় করে আর আগামী ২০২২ সালের মধ্যে তা পাঁচ হাজার কোটি ডলারে গিয়ে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।

এজন্যই বৈদেশিক মুদ্রা উপার্জনের দিক থেকে বাংলাদেশে চামড়া শিল্পের অবস্থান চতুর্থ। কিন্তু দিন দিন চামড়া শিল্পের পরিধি বৃদ্ধি পেলেও এত বড় ইন্ডাস্ট্রি পরিচালনা করার জন্য আমাদের দেশে পর্যাপ্ত লেদার ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট তৈরি হয় না।

কারণ বাংলাদেশে শুধু দুটো ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটি পড়ানো হয় । তাই এ সেক্টরে গ্র্যাজুয়েটদের জব প্রচুর।এমনকি বিএসসির ফাইনাল ইয়ারের পরীক্ষার রেজাল্ট পাওয়ার আগেই জবের অফার এসে পড়ে।

লেদার ইঞ্জিনিয়ারদের কাজ হল এসব লেদার প্রোডাক্ট নিয়ে রিসার্স এন্ড ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডিজাইনিং, মার্চেন্টাজিং, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, মাস প্রোডাকশন ইত্যাদি সেক্টরে কোম্পানির অফিসার ও এগ্জিকিউটিভ পদে কাজ করা।

এছাড়াও লেদার ইঞ্জিনিয়ারদের জন্য আরও অনেক কর্মক্ষেত্র রয়েছে যা নিয়ে নিচে আলোচনা করা হয়েছে। তাই তুমি তোমার প্যাশন অনুসারে নিজের কর্মক্ষেত্র বাছাই করে নিজের উজ্জ্বল ক্যারিয়ার গড়ে নিতে পারবে।

এক নজরে বাংলাদেশের মোট লেদার ইঞ্জিনিয়ার সাবজেক্টের সিট সংখ্যা দেখে নেওয়া যাক-

*ঢাকা বিশ্ববিদ্যালয় -Intstitute of Leather Engineering and Technology-১৫০টি:
যেখানে তিনটি ডিপার্টমেন্টে (লেদার ইঞ্জিনিয়ারিং-৫০টি, লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং-৫০টি, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং-৫০টি) করে সীট রয়েছে।

*কুয়েট- ৬০টি:
যেখানে, (লেদার ইঞ্জিনিয়ারিং-৬০টি) সীট ।

– আব্দুল্লাহ আল নোমান