সাবজেক্ট রিভিউ :
ভাষা ও ভাষাবিজ্ঞান (IML) 
(কলা ও মানববিদ্যা অনুষদ)
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের আধুনিক ভাষাবিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে এই বিষয়টি পড়ানো হয়। এই ইনস্টিটিউটের যাত্রা শুরু ২০১২ সালে। অনেকেই ভাষা ও ভাষাবিজ্ঞান সাবজেক্টকে আইএমএল বলে। কিন্তু আইএমএল হলো একটি ইনস্টিটিউটের নাম। আইএমএল মানে ইনস্টিটিউট অফ মর্ডান ল্যাংগুয়েজ। এর অধীনে পড়ানো হয় চার বছর মেয়াদী অনার্স কোর্স ল্যাংগুয়েজ এন্ড লিংগুয়িস্টিকস, যার অর্থ ভাষা ও ভাষা বিজ্ঞান । ২৭ জন ছাত্র ছাত্রী ছিল শুরুতে। বর্তমানে প্রথম ব্যাচ সহ ৫ টি ব্যাচ রয়েছে।
#কেন পড়বেন ভাষা বিজ্ঞান : যদি শব্দ নিয়ে খেলতে আপনার ভাল লাগে, বিভিন্ন ভাষাকে নিয়ে জানতে ভাল লাগে, কোন ভাষাকে বিশ্লেষণ করতে চান, ভাষা কিভাবে কাজ করে জানতে চান, প্রতিনিয়ত বদলাতে থাকা ভাষাকে জানতে চান আর নানান সংস্কৃতিকে তাদের ভাষার ভেতর ঢুকে পরখ করতে চান তাহলে আপনার জন্যেই ভাষা বিজ্ঞান।
.
#যা পড়ানো হয়:
চার বছরের অনার্স কোর্স বাধ্যতামূলক ইংলিশ মিডিয়াম। চার বছরে মোট ৩১ টি সাবজেক্ট পড়ানো হয়। অনেকেই মনে করেন চার বছর শুধু ভাষা শেখানো হয়। মূলত এখানে ধ্বনিতত্ত্ব, রুপতত্ত্ব, অর্থতত্ত্ব, ব্যক্যতত্ত্ব ও ভাষার প্রায়োগিক কোর্স সমাজ ভাষাবিজ্ঞান, কম্পিউটর ভাষা বিজ্ঞান, চিকিৎসা ভাষাবিজ্ঞান, ভাষাবৈকল্য, সংকেত ভাষা, মৌলিক বাংলা ও ইংরেজী বিষয় গুলো পড়ানো হয়। সেকেন্ড ইয়ারে তৃতীয় ভাষা হিসেবে ফ্রেঞ্চ পড়ানো হয়।
.
#সেশন জট: বর্তমানে দুই বছরের সেশন জট রয়েছে। শিক্ষক সংকট ও ক্লাস রুমের স্বল্পতার কারণে নতুন প্রতিষ্ঠিত ইনস্টিটিউটে সেশন জট বড় একটি সমস্যা।
.
#রেজাল্ট: ২০১২ তে শিক্ষাবর্ষ শুরু হলেও এখনো কোন ব্যাচ অনার্স শেষ করবে থাক থার্ড ইয়ার ফাইনাল ও শেষ করতে পারেনি। তৃতীয় ব্যাচের প্রথম বর্ষের সর্বোচ্চ রেজাল্ট ৩.৪৬। প্রতিটি ব্যাচেই মহা সেশন জট রয়েছে।
.
#শিক্ষক ও ক্লাস রুম: বর্তমানে ১৬ জন শিক্ষক আছেন। পাঁচ জন শিক্ষক স্টাডি লিভ এ আছে। মোট ক্লাস তিনটি। নির্দিষ্ট কোন ক্লাস রুম না থাকায় ও ক্লাস রুমের স্বল্পতার কারণে ভোগান্তি পোহাতে হয় ছাত্রদের। ক্লাস রুম পর্যাপ্ত নেই তেমনি কোন সেমিনার রুম ও নেই।
.
#ক্যারিয়ার:
ভাষা বিজ্ঞানের ছাত্রদের জন্যে কাজের সুযোগ বিশাল। দেশি-বিদেশি বিভিন্ন উন্নয়ন সংস্থা, চিকিৎসা ভাষা বিজ্ঞান, প্রতিবন্ধী সেবাপ্রতিষ্ঠান, বিজ্ঞাপনী সংস্থা এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানেও কাজের সুযোগ রয়েছে। 
Macintosh, IBM or Microsoft এসব কোম্পানিতে কম্পিউটারের ভাষাগত কাজ গুলো করার জন্যে ভাষা বিজ্ঞানের ছাত্রদের চাহিদা সবচেয়ে বেশি।
অন্য ভাষা শেখার সুযোগ থাকায় পর্যটন সেক্টরে বিভিন্ন কাজ যেমন দোভাষী এবং মিডিয়া হাউজে অনুবাদক হিসেবেও ক্যারিয়ার গড়া যেতে পারে। এতুটুকু পর্যন্ত এগুলো শুধু ভাষা বিজ্ঞানের সাথে সরাসরি যুক্ত। এছাড়াও ইংরেজী বিভাগের একজন ছাত্র যেসব প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবে তার সমান সুযোগ রয়েছে ভাষা বিজ্ঞানের ছাত্রদের জন্যেও।
.
#বাংলাদেশে বিখ্যাত ভাষাবিজ্ঞানীদের মধ্যে রয়েছেন হুমায়ুন আজাদ, সুকুমার সেন, সুনীতিকুমার চট্টোপাধ্যয়, মুহম্মদ শহীদুল্লাহ, মুনীর চৌধূরী। এই বিষয়ে ব্যপক গবেষণার সুযোগ রয়েছে। প্রতিনিয়ত মানুষের ব্যবহৃত ভাষা বদলাচ্ছে, কত জাতির কত ভাষা হারিয়ে যাচ্ছে। সবই ভাষা বিজ্ঞানের আলোচ্য।
.
#স্কলারশিপ : স্নাতকোত্তর পর্যায়ে জাপান, জার্মানি, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটি খুব উচুঁমানের বিষয়। প্রতিবছররই এসব দেশ থেকে এ বিষয়ে পড়ার জন্যে বৃত্তি দেয়া হয়।

রবিউল হোসাইন রবি
আইএমএল, চবি (২০১৫-২০১৬ সেশন)