>>সাবজেক্ট রিভিউঃ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(আইসিই)<<<
Information and Communication Engineering (ICE) হচ্ছে Information Engineering এবং Communication Engineering এর সমন্বয়ে গঠিত একটি সাবজেক্ট। এর সাথে Computer Science, Computer Science & Engineering, Communication Engineering, Software Engineering, Telecommunication এর সাথে সম্পর্ক রয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই যুগে আইসিই কে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার মত কিছু নেই।
যদি তোমার টেকনিক্যাল লাইন পছন্দ থাকে তাহলে দ্বিতীয় কোন চিন্তা ছাড়াই ICE তে চলে আসতে পারো।
শুধু টেকনিক্যাল লাইন পছন্দ থাকলেই হবে নাহ, থাকতে হবে ক্রিয়েটিভিটি আর নতুন কিছু করার প্যাশন।

নতুন কিছু করা মানেই প্রোগ্রামের মাধ্যমে করা, তাই তোমার প্রথম ও শেষ ভালোবাসা হতে হবে প্রোগ্রামিং।
নিজেকে যাচাই করার সবচেয়ে বেশী সুযোগ এবং প্লট পাবে তুমি এখানেই। যেখানে তোমার অন্যান্য ডিপার্টমেন্টের বন্ধুরা একাডেমিক পড়াশুনায় একঘেয়ে, সেখানে তুমি বারো মাসই কোনো না কোনো প্রোগ্রামিং কন্টেস্টের কন্টেস্টেন্ট।
সেখানে তুমি নিজেকে তৈরি করতে পারো আরো তুখোড় এবং বাড়াতে পারো তোমার কনফিডেন্স। আছে অনলাইন জাজ যেখানে সারা বিশ্বের শিক্ষার্থীদের মত প্রব্লেম সলবিং করে তুমিও নিজেকে যাচাই করে নিতে পারবে । এক্ষেত্রে তুমি আরো পাচ্ছো ICE PROGRAMMING CLUB (ICEPC),NSTU এর প্রতি মাসের এডুকেশনাল প্রোগ্রামিং কন্টেস্ট।
পাবে বড় ভাইয়া আপুদের সঠিক ও আন্তরিক দিকনির্দেশনা। তোমার দরকার ধৈর্য্য এবং একাগ্রতার সহিত লজিক বিল্ড আপ করা, যেখানে মুখস্তবিদ্যার নিয়ে বেশীদূর যাওয়া যাবে নাহ। কারন প্রতি ধাপে ধাপেই তোমাকে লজিক এবং ইনোবেশন এর প্রয়োগ করতেই হবে।

এগুলো তো বুঝলাম এখন প্রশ্ন হচ্ছেঃ
১. ICE তে পড়লে Future কি ???
২. ICE তে পড়ে ভাল Job পাবো তো? ?
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই যুগে এসব প্রশ্ন আসলেই হাস্যকর।

অন্য সাবজেক্ট নিয়ে পড়লে হয়ত তোমাকে জব সেক্টর নিয়ে এবং ভাল CGPA নিয়ে ভাবতে হবে কিন্তু এই সাবজেক্ট নিয়ে পড়লে এই বিষয় গুলো মোটেই মূখ্য নয়। মূখ্য ব্যাপার হচ্ছে তোমার স্কিল। এখনকার অনেক জব সার্কুলারে লেখা থাকে “We don’t care your Academic Qualification, We need your skill”। তুমি কাজ জানো?
তাহলে তোমাকে কাজের খোজ করতে হবে নাহ, কাজই তোমার খোজ করে নিবে। Microsoft, Google, Facebook এর মত বিশ্বের Giant Organization-এ আমাদের দেশের এবং ভার্সিটির ভাইয়ারা গর্বের সাথে জব করছেন। বাংলাদেশ সরকারের আইসিটি ডিবিশন কর্তৃক ২০২১ সাল নাগাদ ১৪ টি হাইটেক পার্কের বাস্তবায়ন করার অনুমোদণ পেয়েছে, আর ভবিষ্যতে এই কর্মসংস্থান গুলোয় চাকরির ক্ষেত্রে তোমার প্রাধান্যই সবার থেকে বেশী!
এছাড়াও বাংলাদেশে আছে অনেক প্রতিষ্ঠিত আইটি ফার্ম, আছে ইনরিচড মোবাইল কোম্পানি, আছে অনেক স্বনামধন্য মাল্টিন্যাশনাল আইটি ফার্ম।

তোমার আগ্রহ থাকলে তুমি হতে পারো সফল একজন ফ্রিলেন্সার, বাংলাদেশে ফ্রিল্যান্সিং করে ক্যারিয়ার গড়েছে এরকম উদাহরণ অনেক পাওয়া যাবে, আমাদের ডিপার্টমেন্ট এর ভাইয়া আপুরা দক্ষতার সহিত ফ্রিলেন্সিং এ ভালো করে সাফল্য অর্জন করছেন। তুমি পাবে তাদের সঠিক ও সময়উপোযোগী দিকনির্দেশনা।

তুমি হতে পারো একজন গ্রাফিক্স ডিজাইনার, হতে পারো একজন web developer , হতে পারো নেটওয়ার্ক এনালাইজার, বাগ ফিক্সার, ইথিক্যাল হ্যাকার, আইটি কন্সাল্টেন্ট, ওয়েব ডিজাইনার, Game Developer এবং এরকম বহূ সাইটে দক্ষ। সো জব নিয়ে পড়ে চিন্তা করলেও হবে।

তুমি ইচ্ছা করলে হতে পারো একজন সফল উদ্যোক্তা, গড়ে তুলতে পারো আইটি প্রতিষ্ঠান।
কাজ করতে পারো আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স, রোবটিক্স ইত্যাদির উপরে।

বর্তমানে ক্লাস (six to eleven) এ আছে ICT(তথ্য ও যোগাযোগ প্রযুক্তি), সো তোমাদের(ICEan) কদর দিন দিন বাড়ছে, বাড়বে।
আচ্ছা ভাইয়া ICE, IT, ICT কী একই?
হ্যা! এক কথায় বললে একই।

ঢাবি, জাবি তে IIT,
NSTU, RU, PUST তে ICE নামে সাব্জেকটি সুখ্যাত।
NSTU তে ICE – এ #Engineering ডিগ্রী দেয়া হয়ে থাকে।

আইসিই এর ওয়েবসাইটঃ
http://icenstu.edu.bd/
.
এইখানে তোমরা আইসিইতে যে যে সাবজেক্ট পড়ানো হয় তা দেয়া আছে
যে সাবজেক্টেই পড়ো না কেন আগে চাই সেই সাব্জেক্টের প্রতি অনবদ্য ভালোবাসা। যদি তা থাকে ১০০%, তাহলে তোমার সাফল্য ও ১০০% আসবেই।
তুমি কী প্রস্তুত ?

আমাদের স্বপ্ন সারথীতে(ICE) তোমাকে স্বাগতম। নোবিপ্রবিতে তোমাকে স্বাগতম।
মোঃ মোরসালিন
ডিপার্টমেন্ট অফ আইসিই।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
স্পেশাল থ্যাঙ্কসঃ Mehrab Imtiaz ভাই।
শিক্ষা প্রশাসন বিভাগ, NSTU
ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, NSTU
ফলিত রসায়ন &#038; কেমিকৌশল, NSTU
NSTU Exam Roadmap: কোন কেন্দ্রে কিভাবে যাবে
NSTU Review
Top 10 most important matter about NSTU admission test 
ধন্যবাদ নোয়াখালি প্রশাসন