সাবজেক্ট রিভিউ : #আন্তর্জাতিক_সম্পর্ক বিভাগ (সমাজবিজ্ঞান অনুষদ)
.
.
প্রথমেই আসি আন্তর্জাতিক সম্পর্ক কি সে বিষয়ে। এ বিষয়ে আমাদের সবারই মোটামুটি ধারণা থাকে। কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ের বাইরে অন্য দেশের সাথে সম্পর্ককেই সবাই আন্তর্জাতিক সম্পর্ক হিসেবে চিন্তা করে। তবে আন্তর্জাতিক সম্পর্ক আসলে শুধু মাত্র রাষ্ট্রের সাথে রাষ্ট্র তথা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কেই সীমাবদ্ধ না। কোন রাষ্ট্রের সাথে আন্তর্জাতিক কোন সংস্থা, সংগঠন এমনকি কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক উন্নয়নেও আন্তর্জাতিক সম্পর্ক কাজ করে থাকে। এর বাইরে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে অন্য কোন প্রতিষ্ঠানের যেকোন ধরণের কর্মকান্ডও আন্তর্জাতিক সম্পর্কের অধীন। অর্থাৎ স্বাভাবিক অর্থে যা বোঝায়, আন্তর্জাতিক সম্পর্কে এর অনেক ব্যাপক পরিধি নিয়ে আলোচনা করে।
.
বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৫০ সালে। এরপর অনেক সময়ের বিরতির পর ১৯৯৮ এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের যাত্রা শুরু হয়। এরপর ২০০৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই বিভাগ প্রতিষ্ঠা পায়। তবে বর্তমানে এর গুরুত্ব বিবেচনায় নতুন নতুন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ প্রতিষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ২০১৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস(বিইউপি), ২০১৫ তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য। এর বাইরে সরাসরি আন্তর্জাতিক সম্পর্ক নামে না হলেও কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমন বিষয় চালু করা হয়েছে যার সাথে আন্তর্জাতিক সম্পর্কের সিলেবাস অনেকটাই সামঞ্জস্যপূর্ণ।
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের যাত্রা ২০০৪ সালের ১০ নভেম্বর মাত্র ১১ জন শিক্ষার্থী নিয়ে। প্রতিষ্ঠাকালীন সময়ে এটি সমাজ বিজ্ঞান ঝুপড়ি সংলগ্ন বর্তমান “গবেষণা ও প্রকাশণা কেন্দ্রে ” এর কার্যক্রম পরিচালনা করলেও পরবর্তীতে বর্তমান ড মুহাম্মদ ইউনুস সমাজ বিজ্ঞান অনুষদ ভবনের ৫ম তলায় এর স্থায়ী নিবাস খুঁজে পায়। এই বিভাগের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক ড. ইমদাদুল হক যিনি বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং ছাত্র শিক্ষক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ড. মোহাম্মদ কামাল উদ্দিন। প্রতিষ্ঠাকালীন সময় হতে এই বিভাগ শিক্ষক সংকটে ভুগলেও সাম্প্রতিক সময়ে এই সমস্যা থেকে কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। 
.
চবিতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ প্রতিষ্টার পর অল্প সময়েই এই বিভাগ অনেক দূর এগিয়ে গিয়েছে। সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় সেশন জটের যে দুর্নাম তা বিভাগের তা এই বিভাগের কখনোই ছিলো না বললেই চলে। বিভাগের শিক্ষক সংকট স্বত্ত্বেও শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতায় এই বিভাগ এখন সমাজ বিজ্ঞান অনুষদের একমাত্র সেশন জট বিহীন বিভাগ হিসেবে পরিচিতি পেয়েছে। এর বাইরে প্রতিটি ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা পূর্ণ বন্ধন এই বিভাগের অন্যতম অলংকার। বিভাগে রয়েছে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার ল্যাব, সেমিনার লাইব্রেরী। এছাড়াও বিভাগ চত্বরে রয়েছে তাঁর হীন ইন্টারনেট WI-Fi এর সুবিধাও। বিভাগের সেমিনার লাইব্রেরীতে রয়েছে প্রচুর পরিমাণ বই, জার্নাল, ম্যাগাজিন এবং দৈনিক পত্রিকার ব্যবস্থা যা বিভাগের সকল শিক্ষক শিক্ষার্থীর জন্য উন্মুক্ত। নিয়মিত বইয়ের সংখ্যা হালনাগাদের মাধ্যমে এর পরিধি আরো বাড়ানো হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণাধর্মী লিখা নিয়ে গবেষণাধর্মী ম্যাগাজিন প্রকাশের কাজ চলছে। 
বিভাগের শিক্ষক ১১ জন যার মধ্যে কয়েকজন পিএইচডি ধারী এবং পিএইচডি রত শিক্ষক রয়েছেন।এর বাইরে বিভিন্ন বিভাগের শিক্ষকদের মাধ্যমে ক্লাস পরিচালনা করা হয়।
.
#পড়াশোনার_ধরণ :
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষদের অধীন। ফলে এর পাঠ্যসূচিতে বৈচিত্রতা লক্ষনীয়। তবে সমাজ বিজ্ঞান অনুষদের অধীনে হলেও মূলত এর পাঠ্যসূচিতে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, আইন ইত্যাদি বিষয়ের প্রাধান্য লক্ষণীয়।
পাঠ্যসূচিতে বিভিন্ন সময় নিয়মিত হালনাগাদের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্কের প্রতিনিয়ত পরিবর্তনশীল কাঠামোর সাথে শিক্ষার্থীদের পরিচিত করে তোলার চেষ্টা অব্যাহত রয়েছে। গুরুত্বপূর্ণ কোর্সের মধ্যে Ideologies and World Politics, International Organization, Bangladesh in International Affairs, Bangladesh Studies, Diplomacy and Negotiations, Geopolitics, Refugee, Migrants and the Displaced, International Law, Gender Studies, Theories of International Relations, Foreign Policy Analysis, Politics of Globalization, Global Environment Politics, Peace and Conflict Studies, Human Rights and Humanitarian Issues, Strategic Studies, Public Policy and Governance, Ethnicity and Nationalism, Religion in World Politics, Civil Society and NGOs, International Security, Global Political Economy উল্লেখযোগ্য। 
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে সমাজ বিজ্ঞান অনুষদের অন্যান্য বিভাগের মতই বর্ষ ভিত্তিক একাডেমিক ক্যালেন্ডার অনুসরিত হচ্ছে। প্রতি বর্ষে ৭টি বিষয়ে মোট ৭০০ নম্বরের পরীক্ষা এবং এর সাথে ।এছাড়া ৩য় বর্ষে সকল শিক্ষার্থীর জন্য রিসার্চ পেপার তৈরি বাধ্যতামূলক। নিয়মিত হালনাগাদের ফলে এর সিলেবাস নিয়মিত পরিবর্তিত হচ্ছে।
.
#সেশন_জট :
অনেক আগ থেকেই সমাজ বিজ্ঞান অনুষদের সেশন জট বিহীন বিভাগ হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিশেষ সুনাম আছে। বছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই সকল পরীক্ষা শেষ করার চেষ্টা চলছে বর্তমানে।
.
#রেজাল্ট :
এখানে প্রতি বর্ষেই অনেকেই ১ম শ্রেণী(সিজিপিএ ৩.০০+) পেয়ে উর্ত্তীর্ণ হলেও ৩.৫+ রেজাল্ট কষ্টসাধ্যই বলতে হবে। এখন পর্যন্ত বিভাগের সর্বোচ্চ স্কোর সিজিপিএ ৩.৭৮।তবে এই রেজাল্ট নিয়েই কিন্তু প্রাক্তন সবাই অনেক ভালো অবস্থানে আছেন।
.
#চাকরী_ক্ষেত্র :
আন্তর্জাতিক সম্পর্কে পড়লে সবার মুখে যেটা শোনা যায় তা হলো ফরেন সার্ভিসে চাকরি। আসলে এ বিষয়ে সত্যি করে বলতে আন্তর্জাতিক সম্পর্কের কোন আলাদা অধিকার থাকে না। তবে বিসিএস এর সিলেবাসের অনেক কিছুই আন্তর্জাতিক সম্পর্কের সিলেবাসের সাথে মিল থাকায় সুবিধা হয়। এছাড়া ফরেন ক্যাডার পেতে চাইলে বিসিএস ভাইভাতে যে প্রশ্ন করা হয় তাও আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষার্থীদের জানা থাকে। সেক্ষেত্রে নিজের পড়াশোনা অনেক সহজ হয়।
তবে আন্তর্জাতিক সম্পর্কের এর বাইরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন EU, UN, SAARC ইত্যাদি, বহুজাতিক কোম্পানি সমূহ, এনজিও, বেসরকারি সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান (যেমনঃ CPD) ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ভালো সুযোগ থাকে। পাশাপাশি সরকারি-বেসরকারি ব্যাংক, সরকারি অন্যান্য এই সম্পর্কিত কিছু প্রতিষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষার্থীরা কাজ করছে।এছাড়া বাইরের দেশে স্কলারশিপের জন্য আন্তর্জাতিক সম্পর্ক হতে পারে শিক্ষার্থীদের প্রথম পছন্দ। কারণ আমেরিকা, রাশিয়া, চীন, জাপান এবং ইউরোপের দেশগুলিতে আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষার্থীরা খুব সহজেই স্কলারশিপ পেতে পারে। 
সবার জন্য অনেক শুভ কামনা।
.
লিখেছেন: হাসান মাহফুজ
আইআর, ২০১৪-১৫ সেশন, চবি।