আইপিই হল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং,ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট সায়েন্সের সমন্বয়ে সমন্বিত একটি বিষয়.
বাংলাদেশের মানুষের মাঝে বিষয়টি এখনো সেভাবে পরিচিতি লাভ করেনি। উইকিপিডিয়া অনুসারে- IPE is a branch of engineering concerned with the development, improvement, implementation and evaluation of integrated systems of people, money, knowledge, information, equipment, energy, materials and processes.
আমেরিকার মত উন্নত দেশগুলিতে এই সাব্জেক্টটি অনেক আগেই পরিচিতি লাভ করেছে।দক্ষিণ এশিয়ার মধ্যে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি ১৯৭৪ সালে প্রথম এ বিষয়টি চালু করে।কিন্তু তখনো বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের দেশগুলি আইপিই এরসাথে পরিচিত হয়ে ওঠেনি।১৯৮১ সাল থেকে শুরু করে ১৯৯৬ সাল পর্যন্ত এটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটি বিশেষ অংশ হিসেবে পড়ানো হত এবং শুধুমাত্র M.Sc. ডিগ্রি দেওয়া হত।১৯৯৭ সাল থেকে এবিষয়ের উপর B.Sc. ডিগ্রি চালু করা হয়। তাই বলা যায় ১৯৯৭ সাল থেকেই এদেশে আইপিই এর যাত্রা শুরু ।
এই ভিডিওটা দেখতে পারো: http://www.youtube.com/watch?v=agF1ZDMNo6g
What_is_an_Industry?
ইন্ডাস্ট্রি এমন একটা স্থান যেখানে মুল্য বৃদ্ধি করা হয়। যেমনঃ HSC পাশ করা একটা ছেলে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে ৪ বছর পড়াশুনা করে যখন ইঞ্জিনিয়ার হয়ে গেল, তাতে পরিবার, সমাজে ছেলেটার মুল্য বৃদ্ধি পায়। বিএসসি ইঞ্জিনিয়ারের মুল্যমান অবশ্যই একজন এইচএসসি পাস করার ছেলের চেয়ে বেশী।
HSC pass –> Industrial System –> BSc Engineer.
RUET, by definition of Industrial Engineering, is an industry.
Input 🙂(Student admitted)→ Process (Education System)→ Server (Teachers)→Output (Engineer) 😁
আইপিই_কি?
According to IIE, “Industrial engineering is concerned with the design, improvement and installation of integrated systems of people, materials, information, equipment and energy”
আইপিই হল এমন একটা Engineering science যেখানে আমরা প্রতিনিয়ত সিস্টেম ইম্প্রুভমেন্ট নিয়ে চিন্তা করি।
এই লিঙ্কটাতে যতগুলা লিঙ্ক আছে, সবগুলাতে একবার করে ঢু মেরে আসবা। 🙂
http://en.wikipedia.org/wiki/Industrial_engineering
আমরাই একমাত্র ইঞ্জিনিয়ার যারা টেকনোলজি জানে, সাথে বিজনেস জ্ঞ্যানেও ভরপুর
ভিন্নমোড়কেএকই_জিনিসঃ☺
Industrial Engineer, Quality Engineer, System Analyst, Production Engineer, or Human Engineer all are the same.
IPE Deals With 5M;
Man,
Materials
Money,
Management,
Manufacturing Process
IPE_কেনChoseকরবো_?
এখন পর্যন্ত ইঞ্জিনিয়াররা যতো ভালোই brain নিয়ে থাকুক না কেন তার কাজের ক্ষেত্র হয় একজন Executive officer এর under এ। এখানেই ইঞ্জিনিয়াররা অসহায় ছিল😓, যার কারণে অনেক ইঞ্জিনিয়ারেদর MBA করতে দেখা যায়। আর এখানেই IPE এর জন্ম। তারা একজন Executive officer হিসেবে আবার Engineer হয়েও কাজ করে।🙂🙂
IPE এর সবচেয়ে উল্লেখযোগ্য দিকটা হচ্ছে এটাই যে, আইপিই তোমাকে শেখাবে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়। বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের একটা কমন সমস্যা থেকে যায় যা হচ্ছে তারা অনেক কিছু জানলেও দেখা যায় তা দশজনের সামনে বলে উঠতে পারেনা, হয়তো ঐ দশজনের চেয়ে সে কিছুমাত্র কম না বরং বেশিই জানে কিন্তু প্রকাশ করতে পারে তার সামান্যটুকুই। আইপিই এক্ষেত্রেই অন্যদের থেকে ব্যতিক্রম। আইপিই তোমাকে শিখিয়ে দেবে কিভাবে দশজনের মাঝখানে দাঁড়িয়ে নিজের কথাটুকু বলতে হয়।😎 কিভাবে অন্যদেরকে বিশ্বাস করিয়ে ফেলানো যায় যে তোমাকেই তাদের দরকার, তুমিই পারবে!
অনেকে বলে থাকেন শিল্পও উৎপাদন প্রকৌশল যতটা না প্রকৌশল তার চেয়ে বেশি ব্যবস্থাপনা।🤓 কথাটা অনেকাংশে সত্যি, কারণ শিল্প ও উৎপাদন প্রকৌশলীকে প্রযুক্তির পাশাপাশি ব্যবসার পরিকল্পনা, ভোক্তার চাহিদা ও সন্তুষ্টি, বিপণন প্রক্রিয়া বিবেচনায় নিতে হয় আর একাডেমিক কারিকুলামও সেভাবে সাজানো।
বাংলাদেশের সব ভার্সিটিতে IPE subject টি নেই। বর্তমানে বাংলাদেশে RUET(60),BUET(50),KUET(60),BUTex(60),SUST(50),JUST(40), MIST(50),AUST(104), BAUST(100) ও DUET(30) এ আইপিই পড়ানো হয়ে থাকে। সব মিলে প্রত্যেক বৎছর প্রায় ৫৮৪ এর মতো ইঞ্জিনিয়ার বের হয়, যেখানে EEE, CSE এগুলা থেকে ২০০০ এর ও বেশি ইঞ্জিনিয়ার বের হয়।
কাজেরকিছুউদাহরনঃ
Scopes_in_Service_Setting:
Hospital: e.g. Apply lean principle to improve patient satisfaction at Hospital😊
An indeed link is given below for current job posting for Industrial Engineers in Healthcare industry:
http://www.indeed.com/jobs?q=%22industrial+engineering%22+%22Healthcare%22&l=&radius=25
Banking: e.g. Apply Ergonomics
Scopes in Manufacturing Setting:
Cement: e.g. Act as Supply Chain Specialist to determine proper production inflow through the entire production line.
Apparel: e.g. Implement Six Sigma tools to reduce variance
Scopes_in_Miscellaneous_Setting:
Organizational Consultant
Training personnel, self management.
Major work responsibility:
Facility design, Lean enterprise, Production scheduling, Apply Cognitive Engineering, Ensure Safety, Apply Engineering Statistics,
Design efficient production line, Improve quality of system, Work measurement & time study, & so on.
Major industry:
Manufacturing:
Apparel
Food processing
Cement
Education
& all other manufacturing industry
Service/Business:
Media
Banking
Hospitals and other health-care operations
Transportation
Utilities
Local, regional and national governments
(The contributions of Industrial Engineers are, already, proved in service industries of US & other developed countries. Hope to develop similar scenario for developing countries soon)
বিভিন্ন বড় বড় কম্পানিগুলোতে এখন IPE বা IE নামে আলাদা একটা সেক্টর আছে।যেখানে তারা শুধু ইন্ড্রাসটিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারদের ই রিক্রুট করছে। যে সেক্টরগুলো আগে অন্য ইঞ্জিনিয়ারা চালাত এখন শুধুমাত্র ইন্ড্রাসট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়াররাই চালায়। এসব বড় বড় কম্পানিতে প্রচুর চাকরী আছে।😊
তোমরা চাকরী করবে British American Tobacco, Robi Axiata Ltd.,Banglalink, Nestle Bangladesh, Grameenphone, Pepsico, Chevron Bangladesh, Lafarge Surmam, Unilever, Marico, Oxylane, PRAN-RFL Group, BeximcoPharma, ACI, SINGER, Square, Walton, Asian Paints, Berger, Kohinoor Chemicals, Partex, Otobi, Rahimafrooz, DBL Group, HATIL, Bangladesh Oxygen Corporate, Navana Group,AKIJ GROUP,ABUL KHAIR GROUP, BSRM, SQUIRE, PHP, DBBL, Viyellatex, Yahoo!, Intel, Google সহ বিভিন্ন মাল্টিন্যাশনাল,দেশি ও বিদেশি কোম্পানীতে|😊😊
This companies are multinational companies where
u can start ur job starting at (55000-60000tk🤑)
1.Chevron (Petroleum Industry)….(best job for an IE engineer)
2.Grameenphone Ltd (Concern of Telenor,Telecommunication industry)
3.Unilever Bangladesh (FMCG)
4.Standard Chartered Bank (Banking Industry)
5.HSBC(Banking Industry)
6.Citi NA (Citi Group, Banking Industry)
7.Siemens (Electronics industry)
8.Ericsson (Telecom service industry)
9.British American Tobacco (Cigarette)
10:Nestle Bangladesh (FMCG)
11.Mobil (Petrolium Industry)
12.Avery Dennison (Service Industry)….
13.Bangladesh oxygen corporation
14.IBM Bangladesh
15.Nokia
এছাড়াও রয়েছে টেক্সটাইল ,গার্মেন্টস অ্যারোনটিকেল সেক্টরে অফুরন্ত সুযোগ। পরিসখ্যানে দেখা গেছে ,বাংলাদেশে প্রায় ৫৫০০ টেক্সটাইল কোম্পানী আছে। যার মধ্যে এখনো প্রায় ৪০০০ এর উপরে টেক্সটাইল কোম্পানীগুলোর ইন্ডাস্ট্রিয়াল ইন্জিনিয়ার দরকার। শুধুমাত্র একটা IE (Industrial Engineer) এর অভাবে কোম্পানীগুলো অন্যান্য কোম্পানীর থেকে কম করে হলেও 10% কম লভ্যাংশ পাচ্ছে। তাই গ্রাজুয়েশন কমপ্লিট করার আগেই ইন্ডাস্ট্রিগুলো জবের অফার করে থাকে। তাছাড়া আর্মিতেও IPE থেকে অনেক ইঞ্জিনিয়ার নিচ্ছে।
আইপিই থেকে পড়ে ভাল চাকরী পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। কারণ আমাদের দেশের প্রথম সারির এসব কম্পানি ও প্রাইভেট অর্গানাইজেশনগুলো বিদেশ থেকে বিশেষ করে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, মালোশিয়া ও ফিলিপাইন থেকে তাদের ইন্ডাস্ট্রিয়াল ইন্জিনিয়ারের চাহিদা মেটাচ্ছে এর প্রধান কারন আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারের অভাব।
সরকারি_চাকরী
বেসরকারি চাকরী ছাড়াও সরকারি চাকরীতেও আছে অফূরন্ত সুযোগ।
BITAC,BCIC,BSCIC এসবে এখন নিয়োমিত IPE ইঞ্জিনিয়ার নিচ্ছে।
আইপি ইঞ্জিনিয়ারের কাজ কি?
একটা মেশিনের কথা ভাবা যাক।একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাছে মেশিনটি হল হার্ডওয়্যার।একজন অর্থনীতিবিদের কাছে মেশিনটি হল আর্থিক সম্পদ যার হিসাব হয় লাভ ক্ষতির মাধ্যমে যে এটি বাজারে থাকলে লাভ হবে নাকি ক্ষতি হবে।কিন্তু একজন আইপি ইঞ্জিনিয়ারের কাছে এটি প্রোডাকশন রিসোর্স।তাকে একই সাথে মেশিনটি চালাতে জানতে হয়,ম্যানেজ করতে জানতে হয়,জানতে হয় মেশিনটি কিভাবে ব্যাবহার করে কম খরচে সর্বাধিক উৎপাদন পাওয়া সম্ভব।
একজন ডাক্তারের কাছে মানুষ মানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমষ্টি।কিন্তু আইপি ইঞ্জিনিয়ারের কাছে তা মানব সম্পদ।তাকে জানতে হয় কিভাবে সীমিত মানব সম্পদ নিয়ে কাজ করে নিখুতভাবে সর্বাধিক অত্যানুকূল উৎপাদন নিশ্চিত করা যায়।আইপিই এমন একটি প্রকৌশল শাখা যা পণ্য,সেবা ও কাজের মানোন্নয়ন;উৎপাদন খরচ কমানো;সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা নিয়ে কাজ করে।
একজন আইপিই ইঞ্জিনিয়ারকে একটি শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানে লোকবল নিয়ন্ত্রণ, দক্ষ জনবল তৈরি ও জনবলের সঠিক ব্যবহার, যন্ত্রপাতির সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ, আধুনিক যন্ত্রপাতির সমন্বয়, প্রশাসন, বাজারজাতকরণ, মানবসম্পদ ব্যবস্থাপনা, বিপণন পরিকল্পনা, পণ্য ও যন্ত্রপাতির নিরাপত্তা-মানোন্নয়ন প্রভৃতি কাজ করতে হয়। এছাড়া অপটিমাইজেশনের বিষয়ে বিশেষভাবে লক্ষ্য রাখতে হয় একজন আইপি ইঞ্জিনিয়ারকে।লিমিটেড ইনপুট তথা সীমিত জনবল,অর্থ, নিয়ে কাজ করে সর্বাধিক আউটপুট পাওয়াই হল অপটিমাইজেশন।একটা কোম্পানির সামগ্রিক অবস্থা চিন্তা করে কেমন লোকবল লাগবে বা কোনো প্রোডাক্টের কাঁচামালের বিষয় থেকে বাজারের অবস্থা সবকিছুর বিষয়েই সুনিপুণ জ্ঞান থাকে একজন আইপিই ইঞ্জিনিয়ারের।
কি পড়ানো হয় আইপিই তে?
প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ পড়ান হয় প্রোডাকশন রিলেটেড জিনিসগুলো। একটা প্রোডাক্ট বানাতে যে কাঁচামাল লাগে তা থেকে শুরু করে একদম ক্রেতার হাতে তুলে দেওয়া পর্যন্ত সব ধাপগুলোর ম্যানেজমেন্ট তুমি এখানেই শিখবে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ পড়ান হবে অপারেশন্স ম্যানেজমেন্ট যা তোমাকে প্রোডাকশন সিস্টেম নিয়ে জানতে তোমাকে সাহায্য করবে।
যাদের প্রোগ্রামিং ভালো লাগে, কম্পিউটার নিয়ে পড়ে থাকতে ভালো লাগে, নতুন নতুন সফটওয়্যার সম্পর্কে জানতে ভালো লাগে তাদের জন্যও আইপিই বেশ মজার একটা বিষয়। রিসার্চের কাজ করতে গেলেই টের পাবে কত কত সফটওয়্যার ও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ(জাভা, সি, সি++, ম্যাটল্যাব) সম্পর্কে তোমার শেখা হয়ে যাচ্ছে! ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে তোমাকে দক্ষ করে তুলবে সলিড ওয়ার্ক্স, অটোক্যাড ও কাটিয়ার কোর্সগুলো।
যাদের মেশিন ভালোলাগে, ম্যাকানিজম ভালো লাগে, একটা জিনিস কিভাবে বানায় তা নিয়ে জানার আগ্রহ রয়েছে তাদের তৃষ্ণা মেটাবে ম্যানুফ্যাকচারিং প্রসেস,
ম্যাশিন টুলসের মতো কোর্সগুলো। প্রোডাকশন সাইডটা পুরোপুরি কোর ফ্যাক্টরির ইঞ্জিনিয়ারিং এর জগতে তোমাকে নিয়ে যাবে। গাড়ির ইঞ্জিন ব্লক থেকে শুরু করে অ্যারোপ্লেনের নোজ পর্যন্ত সবকিছু বানানোর প্রসেস এখানে জানতে পারবে তুমি।
মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং এবং অটোমোবাইলইঞ্জিনিয়ারিং বাদে সব সাবজেক্টই আইপিইতে পড়ান হয়; কিন্তু কিছু কিছু সাবজেক্ট যেমন heat, mechanics, fluid, thermal এগুলো কিছুটা সংক্ষিপ্ত আকারে পড়ি। আরবাকি গুলোর সিলেবাসের আকার তাদের মতই যেহেতু সেগুলোর ক্রেডিট সমান। আবার manufacturing process, product design, cam & robotics, probability & statistics এগুলো আইপিতে ডিটেইলসে পড়ানো হয়। অন্যদিকে বিবিএর core course গুলোর বেশিরভাগই আমরা পড়ি।
আইপিই তে কোর্স হিসেবে ম্যানুফ্যাকচারিং প্রসেস, প্রোডাক্ট ডিজাইন এ্যান্ড ডেভেলপমেন্ট, অপারেশন রিসার্চ, CAD, ইঞ্জিনিয়ারিং ইকোনোমিক্স, ইঞ্জিনিয়ারিং স্ট্যাটিসটিক্স, ইন্ডাসট্রিয়াল ম্যানেজমেন্ট, অপারেশন্স ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, থার্মোডায়নামিক্স&হিট ট্রান্সফার,অর্গানাইজেশনাল বিহেভিয়ার, হিউম্যান ফ্যাক্টর ইঙ্গিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল সিম্যুলেশন, ফ্লুইড মেকানিকস, মেশিন টুলস, মেশিন ডিজাইন, Fundamentals of Electric Circuit Analysis, Electrical Machines, C Programming, Numerical Analysis সহ আরও অনেক বিষয় পড়ানো হয়।
আইপিই ইঞ্জিনিয়ারকে ম্যানেজমেন্টের কোর্সও পড়তে হয়।
এখানেই অনেকে আইপিই আর বিবিএ কে এক করে ফেলার মত বিশাল ভুলটি করে।সায়েন্টিফিক প্রবলেম সলভ করার পাশাপাশি সকল কিছু ম্যানেজ করার গুরুদায়িত্ব পালন করে একজন আইপি ইঞ্জিনিয়ার।সায়েন্টিফিক্যালি চিন্তা করে প্রতিটি পদক্ষেপ নিতে হয় তাকে।অর্থাৎ Science and management are combined here in IPE.আর এখানেই বিবিএ আর আইপিই এর পার্থক্য। লিডারশীপ, স্মার্টনেস আর ইন্টার-অ্যাকটিভ কোয়ালিটির এক মেলবন্ধন আইপিই।
উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রেও রয়েছে অপার সম্ভাবনা, দেশেবিদেশে দুই জায়গাতেই রয়েছে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ।
ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্টের সমন্বয় হওয়ায় চাকরি পাওয়ার ক্ষেত্রে প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে।কারন কোম্পানি যখন একই ব্যক্তির মধ্যে দুটি গুণ একই সাথে পাবে তখন কে তাকে হাতছাড়া করতে চায়!!! টেক্সটাইল ,গার্মেন্টস সেক্টরে রয়েছে আইপি ইঞ্জিনিয়ারের প্রচুর চাহিদা। আইপি ইঞ্জিনিয়ারের প্রধান প্রধান কর্মক্ষেত্রগুলো হল :ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশন,এপারেল, সার্ভিস, ম্যানেজমেন্ট, বিজনেস, সেফটি, মেইন্টেইনেন্স,এনার্জি ,মেডিকেল,সাপ্লাই চেন ম্যানেজমেন্ট ইত্যাদি। উদ্যোগতাদের জন্য খোলা রয়েছে অসীম সম্ভাবনার দুয়ার।একজন দক্ষ আইপি ইঞ্জিনিয়ারকে চাকরির জন্য ছুটতে হয় না,চাকরিই তাকে খুজে নেয়।
ইন্টারমিডিয়েট এবং আইপিইএরধারনাঃ
ইন্টারমিডিয়েট এর শুরু থেকেই কেউ মেডিকেল, কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ ভার্সিটি তে পড়ার ইচ্ছা মনের মধ্যে লালন পালন করতে থাকে। যার বাইলোজি ভাল লাগে সে মেডিকেল, যার ম্যাথ ভাল লাগে সে ইঞ্জিনিয়ারিং পড়তে চাইবে এটাই স্বাভাবিক।
ইঞ্জিনিয়ারিং এর মধ্যেও আবার হাজার রকম সাবজেক্ট। প্রোগ্রামিং ভাল লাগে?? তো সি এস ই/ ই সি ই নাও। সার্কিট ভাল লাগে?? তাও ই ই ই নাও। মেকানিক্স ভাল লাগে?? তো এম ই নাও। কিন্তু তোমাকে কেউ বলবে না আই পি ই এর কথা। কারণ তারা জানেই না আই পি ই কি জিনিস৷ যোগাশ্রয়ী প্রোগ্রাম পড়েছ না??
কাজ কি এটার? কি করেছ ম্যাথ করার সময়৷ লাভ কে করেছ সর্বোচ্চ আর দাম কে করেছ সর্বনিম্ন। এক্সাক্টলি এটায় শিখানো হবে আই পি ই তে তোমাকে। প্রোডাকশন করবা?? পার্টস বানাবা?? কম দামে বেস্ট প্রোডাক্ট বানানো শেখাবে আই পি ই তোমাকে। ‘যোগাশ্রয়ী প্রোগ্রামই আধুনিক উৎপাদন ব্যবস্থার অন্যতম হাতিয়ার।’ মনে পরে? এই হাতিয়ার নিয়ে কাজ করে আই পি ই।
আইপিই থেকে গ্রাজুয়েশান কমপ্লিট করে #PHD-এর জন্য দেশের বাইরে যাওয়াও তুলনামূলক সহজ। আইপিই থেকে তোমরা পাচ্ছো প্রোডাক্ট ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল রোবটিক্স ,ক্যাড, ক্যাম সহ আরও আনেক বিষয় নিয়ে হায়ার স্টাডিজ এর সুযোগ। তুমি তোমার দক্ষতা ও পছন্দ অনুযায়ী যেকোনটি বেছে নিতে পারো।
তোমরা MSc/PHD করার সুযোগ পাবে নামকরা সব বিশ্ববিদ্যালয় থেকে যেমনঃ Georgia Institute of Technology; Vanderbilt University; Florida State University; University of British Columbia; Arizona State University; University of Michigan, Ann Arbor; Monash University; University of New South Wales; West Virginia University; University of Queensland; IIT; North Dakota State University; University of Alberta; Mississippi State University; State University of New York; National University of Singapore; McGill University, Canada; University of Texas, Arlington সহ আরো অনেক বিশ্ববিদ্যালয়ে। রুয়েটের অনেকেই USA সহ বিভিন্ন দেশে Msc,PHD এর জন্য পড়াশোনা করছেন।
রুয়েট আইপিই বিষয়ক কিছু তথ্য-
২০০৫ সালে ৩০ জন ছাত্র নিয়ে রুয়েটে আইপিই এর যাত্রা শুরু।এরপর ২০১২ সাল থেকে আসন সংখ্যা বৃদ্ধি করে করা হয় ৬০।
রয়েছেন অভিজ্ঞতা সম্পন্ন পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা।যাদের রিসার্চ ফিল্ডের মধ্যে রয়েছে অপারেশন ম্যানেজমেন্ট, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট,লীন ম্যানুফ্যাকচারিং প্রসেস, এডভান্সড ম্যানুফ্যাকচারিং প্রসেস,অপটিমাইজেশন,সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট,MCDM মডেলিং,CAM,ইন্টিগ্রেটেড প্রোডাকশন সিস্টেম,কোয়ান্টিটেটিভ টেকনিক্স,ফাইনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং,কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং,ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন ডিজাইন,হাইব্রিডাইজেশন অফ MCDM টেকনিক্স & স্ট্যাটিস্টিক্যাল টুলস ফর প্রসেস প্যারামিটারস ডিজাইন,সেফটি ম্যানেজমেন্টসহ আরো অনেক ফিল্ড।
তাদের দেখানো পথে চলে তুমি হয়ে উঠবে একজন দক্ষ আইপি ইঞ্জিনিয়ার।
RUET এ আছে অত্যাধুনিক #MPS lab। যেটাতে তোমরা আনন্দের সহিত অনেক কিছু শিখবে।
মেয়েদের পড়ার জন্য আইপিই অনেক সুন্দর একটি বিষয় । অনেক মেয়েই মনে করে থাকে আইপিই জব সেক্টর ফেস করা তাদের পক্ষে একটু কষ্টকর। কিন্তু দেখা গেছে অনেক ক্ষেত্রে মেয়েরাই বেশী এগিয়ে। আইপি ইঞ্জিনিয়ারদের অধিকাংশ কাজ কাগজ-কলম ও কম্পিউটার এ। এজন্য আইপিই মেয়েদের জন্য একটি যুগপযোগী সাবজেক্ট 🙂।
বর্তমান সময়ে প্রকৌশল শিক্ষার প্রভাব পৌঁছে গেছে সারা বিশ্বে। আমাদের দেশও এই বলয়ের বাইরে নয়। আর অসংখ্য প্রকৌশল শিক্ষার ভেতরেও কিছুটা ভিন্ন ধরনের প্রকৌশল শিক্ষা এই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। নেতৃত্বগুন, সাবলীল চিন্তাভাবনা আর সৃষ্টিশীল মনোভাব এ পেশায় একজন মানুষকে এনে দিতে পারে অবারিত উন্নতি। আর বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার উদাহরন হিসাবে টিকে আছে আকর্ষনীয় জীবনের
বর্তমান যুগ শিল্পোন্নয়নের যুগ।যে দেশ শিল্পক্ষেত্রে যতবেশি উন্নত সে দেশের অর্থনীতি ততো বেশি শক্তিশালী।ফলে সে দেশের মানুষের জীবনযাত্রার মানও উন্নত।বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে শিল্পের প্রসার দিন দিন বেড়েই চলেছে।ফলে সমানুপাতিক হারে বেড়ে চলেছে আইপি ইঞ্জিনিয়ারের চাহিদা।
যাদের ব্যতিক্রমী সাবজেক্ট নিয়ে পড়ার তীব্র ইচ্ছা,তাদের স্বাগত জানাই রুয়েট আইপিই পরিবারে।
A review from IPE family of RUET
লিখেছেন
Sk Toki Tahmid (IPE’16)
MD Soʌɩɓ Hossʌɩŋ
IPE, RUET-16 series
RUET All Review