ওভারঅল টপ ৫ বই 
১. The 7 Habits of Highly Effective People, Stephen Covey 
কোন কাজগুলো আর্জেন্ট কিন্তু ইম্পরট্যান্ট না আবার কোন কাজগুলো আর্জেন্ট না কিন্তু খুবই ইম্পরট্যান্ট সেটা বুঝার জন্য হলেও এই বইটা পড়া উচিত।
২. The One Thing, Gary Keller
এই বইয়ের শুরুতে পড়েছি- Be like a postage stamp. Stick to one thing until you get there. বইয়ের মেইন কনসেপ্ট হচ্ছে- তুমি লম্বা সময় ধরে একটা স্পেসিফিক পারপাস নিয়ে ফোকাসড রাখবে। প্রতিদিন তোমার সারাদিনের সময়কে প্রোটেক্ট করে কাজে লাগাবে।
৩. The Art of Thinking Clearly, Rolf Dobelli
আমরা কোন সিদ্ধান্ত নেয়ার আগে আরেকজনের কাছ থেকে কেন সাহস বা এপ্রুভাল পেতে চাই। ওভার কনফিডেন্সের বায়াস, অল্টারনেটিভ ব্লাইন্ডনেস এ কেন আটকে থাকি। আর সবচেয়ে মজার উদাহরণ হচ্ছে- ৯৯% ফ্যাট ফ্রি তে ফোকাস না করে, ১% ফ্যাট আছে সেটা দিয়ে মার্কেটিং করে কিভাবে কাস্টমারকে ইনফ্লুয়েন্স করা।
৪. The Compound Effect, Darren Hardy
ছোট ছোট জিনিস করতে করতে একসময় গিয়ে সেটা আমাদের অভ্যাস তৈরি করে ফেলে। আর সেগুলার প্রতিফলন দেখতে পাই আমাদের রেজাল্টে, চাকরির বোনাসে, এমনকি লাইফের প্রতি ক্ষেত্রে। একটা লম্বা সময় অনেক সময় সজ্ঞানে আবার অনেক সময় অবচেতন অংশগুলো কিভাবে আমাদের লাইফকে ডিফাইন করে সেটা নিয়ে খুবই চমৎকার একটা বই।
৫. ক্রাচের কর্নেল, শাহাদুজ্জামান
মুক্তিযুদ্ধের ঘটনাপ্রবাহ খুবই চমৎকারভাবে উপস্থাপন করা। এছাড়াও মুক্তিযুদ্ধের পরবর্তী দেশের অবস্থা, ক্ষমতার টানা-পোড়া এইগুলা সম্পর্কে আমার একদমই ধারণা ছিল না।
.
টপ ৫ ইন্টারেস্টিং বই
৬. Misbehaving, Richard Thaler
আমরা মেন্টাল একাউন্টিং ঠিকমতো করিনা। sunc cost নিয়ে আটকে থাকি। লজিক্যাল এঙ্গেল থেকে চিন্তা না করে, ইমোশন দিয়ে ডিসিশন নিয়ে ফেলি এই জিনিসগুলোই Economics এর উপরে নোবেল পাওয়া লেখকের বইতে তার সারাজীবনের প্রাকটিক্যাল গবেষণাগুলোর মাধ্যমে তুলে ধরেছেন খুবই ইন্টারেস্টিংভাবে।
৭. Hooked, Nir Eyal
আমাদেরকে যে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, ইমেইল, স্মার্টফোন অক্টপাসের মতো আটকে রাখছে। সেটা খুবই চমৎকার একটা থিওরি দিয়ে এই বইতে দেখানো হয়েছে। ইচ্ছে হলে Hooked model লিখে গুগলে সার্চ দিতে পারো।
৮. দেবি, হুমায়ূন আহমেদ
অনেক প্লট, টুইস্ট, স্টোরি টেলিং নিয়ে অসাধারণ একটা বই
৯. [ নামহীন দামহীন বই ], হিমালয় পাই 
মানুষ অদ্ভুত। তারচাইতেও অদ্ভুত চিন্তাভাবনারব্যাপ্তি আর ভিতরের জগতটা। সেটাই বড় ব্রাশ দিয়ে ফুটানোর চেষ্টা অনেক ইন্টারেস্টিং। আর বইয়ের নাম থাকবে না। নিদৃস্ট দাম থাকবে না- সেই আইডিয়াটাও অনেক বেশি অদ্ভুত।
১০. The Alchemist, Paulo Coelho
সিম্পল স্ট্রোরি প্লট, সিম্পল টুইস্ট আর কিছু গোঁজামিল দিয়েও অসাধারণ লেভেলের আকর্ষণ আর মেসেজগুলোকে ইফেক্টিভ করে তোলার বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে।
.
বিজনেস/স্টার্টআপ/মার্কেটিং রিলেটেড টপ ৫ বই:
১১. Made to Stick, Chip Heath 
খুবই ভালো একটা বই। শুরুটা চমৎকার। কিভাবে এডভার্টাইজিং, স্টোরিটেলিং দিয়ে কাস্টমারকে ওয়াও ফিলিংস এনে দেয়া যায় তার জন্য চমৎকার একটা বই।
১২. Explosive Growth, Cliff Lerner
একটা বিজনেসকে ধরে ধরে উঠিয়ে নেয়ার উত্থান পতন ওভারঅল জার্নিটাই অনেক বেশি ইন্টারেষ্টিং। এবং যারা ইন্টারনেট বেইজড কম্পিটিটিভ বিজনেস ডেভেলপ করতে চায় তাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ একটা বই।
১৩. Value Proposition Design, Alexander Osterwalder
স্টার্টআপদের বিজনেস মডেল ক্যানভাস তৈরি করার জন্য খুবই উপকারী একটা বই।
১৪. Building a Story Brand, Donald Miller
সহজ এবং স্টার্টআপের জন্য ভালো একটা বই।
১৫. Pitch Anything, Oren Klaff 
নিগোশিয়েশন এবং কে কোন ফ্রেম নিয়ে কথা বলে ডিল করে। কোন কার্ডের পর কোন কার্ড ছাড়বে সেটা বুঝার জন্য খুবই ভালো একটা বই।
.
অনারেবল মেনশন 
১৬. First Thing First, Stephen Covey: কম্পাস এবং ক্লক এর চমৎকার একটা আইডিয়া আছে। 
১৭. How to win at College, Cal Newport স্টুডেন্ট লাইফের জন্য খুবই ভালো একটা বই 
১৮. The Subtle Art of not giving a Fuck, Mark Manson অনেক বাস্তবধর্মী। শুরুটা অসাধারণ কিন্তু শেষের দিকে গিয়ে কমন সেলফ হেল্প বইয়ের প্যাটার্ন এর দিকে চলে গেছে।
১৯. তিনে দুয়ে দশ, ড. মোহাম্মদ আমীন: শুরুটা ফাটাফাটি। খুবই ভালো কিশোর উপন্যাস।
২০. Five Dysfunction of a Team, Patrick Lencioni 
স্টোরিলাইন আর প্রসেসটা ভালো মনে হয়েছে। তবে ২০ বছর আগের জন্য অনেক ইফেক্টিভ একটা প্রসেস। এবং বড় কর্পোরেট এর টিম বিল্ডিং এর জন্য কিছু কাজে লাগতে পারে।
২১. Good to Great, Jim Collins: কর্পোরেট স্ট্র্যাটেজি এর জন্য কাজে লাগতে পারে। কিন্ত স্টার্টআপের জন্য ইফেক্টিভ মনে হয়নি। 
২২. একাত্তরের চিঠি, প্রথম আলো সংকলন: মুক্তিযুদ্ধাদের সেক্রিফাইস, ইমোশন, এর অসাধারণ একটা সংকলন। 
২৩. Feeling Good, David Burns: যারা হতাশ, ডিপ্রেশন এ আছে তাদের জন্য চমৎকার একটা বই। 
২৪. পূর্বাপর ১৯৭১, পাকিস্তানি সেনা-গহ্বর থেকে দেখা: মে. জে. মুহাম্মদ খলিলুর রহমান। ইতিহাস আরেক সাইড থেকে দেখা। ভালো লেগেছে।
২৫. Getting to Yes with Yoursel, William Ury নিগোসিয়েশন এর বই হলেও মোটামুটি ভালো লেগেছে
.
বেশি ভালো লাগবে আশা করে হতাশ হয়েছি যেই বইগুলোতে
২৬. Unlimited Power, Tonny Robins: অনেক আগের লেখা এবং টনি/NLP সম্পর্কে অনেকদিন ধরে ঘাঁটছি বলে হয়তো কম ভালো লেগেছে
২৭. Five Temptations of a CEO, Patrick Lencioni এই বই নিয়ে অনেক হাই এক্সপেক্টেশন ছিল। কম ভালো লেগেছে 
২৮. Competing Against Luck, Clayton Christensen বইয়ের নামটা চমৎকার কিন্তু ভিতরে কয়েকটা জিনিসকে টেনে লম্বা করছে বলে মনে হইছে 
২৯. Tribes: We Need to Lead Us, Seth Godin এক্সপেক্টেশন হাই ছিল। মোটামুটি লেগেছে 
৩০.10 Steps to Earning Awesome Grades, Thomas Frank: তার ইউটিউব ভিডিওগুলোই বেশি ভালো। 
৩১.নিশীথিনী , হুমায়ূন আহমেদ: দেবী পড়ার পর দেবীর কাছে নিশীথিনীকে ফিকে মনে হয়েছে
৩২. Emotional Intelligence 2.0, Travis Bradberry যতটা হাইপ শুনছিলাম অতটা লাগেনি 
৩৩.All marketers are Liars, Seth Godin সিম্পল জিনিসটাকে অনেক টেনে লম্বা করছে বলে মনে হইছে
.
বাকি বইগুলো:
৩৪. Mindset, Carol Dweck: ইজি রিডিং 
৩৫.The myth of Innovation, Scott Berkun গুড স্টার্টিং
৩৬.Contagious, Jonah Berger সিম্পল কনসেপ্ট, টেনে লম্বা করেছে
৩৭.Hope is not a strategy: Rick Page কমপ্লেক্স এবং বিগ বিজনেস ডিলের জন্য 
৩৮.Think big act small, Jason Jennings: CEO দের জন্য ভালো 
৩৯.Time Tactics of Very successful people, Eugene Griessman বেশ ভালো। 
৪০. Scientific Advertising, Claude Hopkins: পুরান কিন্তু কার্যকরী একটা বই।
৪২. Traction, Gabriel Weinberg : মার্কেটিং এর জন্য ভালো বই। 
৪৩. How to become a Straight A Student, Cal Newport, মোটামুটি লাগছে
৪৪. Better Business Writing: Harvard Guide, রাইটিং শেখার জন্য খুব ভালো
৪৫. Better Than Before, Gretchen Rubin, খুব ভালো লাগেনি
৪৬. How to Make Shit Happen, Sean Whalen: এভারেজ টাইপের লাগছে 
৪৭. নিষাদ, হুমায়ূন আহমেদ : ভালো 
৪৮. Execution: Larry and Ram, কর্পোরেট কনসাল্টিং বেইজড
৪৯. চন্দ্রমুখী, আসিফ এন্তাজ রবি : সমসাময়িক উপন্যাস হিসেবে ভালো 
৫০. The Success Principles, Jack Canfield: অনেক বড় পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছিলাম
৫১. Marketing Outrageously Redux, Jon Spoelstra: সিরিয়াস স্পোর্টস মার্কেটিং
.
বছরের শুরুতে টার্গেট সেট করছিলাম- এই বছরে ৩০টা বই পড়বো। তাই সিরিয়াসলি বই পড়ার টাইম অপটিমাইজ করতে করতে গিয়ে দেখি বছর শেষ হওয়ার আগেই ৫১টা বই পড়া হয়ে গেছে 😀
এই বছর তোমরা কী কী বই পড়ছো?
Writter: Jhankar Mahbub