এক নজরে জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী (১৫ নভেম্বর, ১৯৪২- ২৮ এপ্রিল, ২০২০)

নাম বাংলায়ঃ জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী
নাম ইংরেজীতেঃ National Professor Dr. Jamilur Reza Choudhury
পিতার নামঃ আবিদ রেজা চৌধুরী
মাতার নামঃ হায়াতুন্নেছা চৌধুরী
নাগরিকত্বঃ বাংলাদেশী

শিক্ষাগত যোগ্যতাঃ
১.
প্রাথমিক বিদ্যালয়
ময়মনসিংহ জিলা স্কুল, ময়মনসিংহ
২.
এস.এস.সি/সমমান
সেইন্ট গ্রেগরীজ হাই স্কুল, ঢাকা
৩.
এইচ.এস.সি/সমমান
ঢাকা কলেজ, ঢাকা
৪.
স্নাতক/সমমান
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা
পুরকৌশল বিভাগে বি.এস.সি. পরীক্ষায় প্রথম শ্রেনীতে প্রথম স্থান, অনার্স সহ

৫.
স্নাতকোত্তর/সমমান
সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য
Advanced Structural Engineering-এ M.Sc.

৬.
উচ্চতর ডিগ্রি
সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য
পি.এইচ.ডি

৭.
উল্লেখযোগ্য অন্য কোন সার্টিফিকেট/ডিপ্লোমা
ম্যানচেষ্টার বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য
ডক্টর অব্ ইঞ্জিনিয়ারিং (সম্মানসূচক); কোন বৃটিশ বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রী প্রাপ্ত প্রথম বাংলাদেশী।

পুরস্কার/পদকঃ
1.
1997
Dr. Rashid Gold Medal
Excellence in Research and Teaching at BUET
2.
1998
Institution of Engineers, Bangladesh, Gold Medal
Lifetime Achievements in Engineering
3.
1999
Lions International (District 315) Gold Medal
Contribution to Science and Technology

4.
2000
Mercantile Bank Award
Contribution to Science and Technology

5.
2000
SEED (Science, Education and Economic Development) Award, Rotary Club
Contribution to Science, Engineering and Education

6.
2005
Bangladesh Computer Society Gold Medal
Contribution to Development in ICT

7.
2009
ICT Champion first recipient in 2009 awarded by Bangladesh Association of Software and Information Services (BASIS)
Contribution to Development of ICT

8.
2010
Sarojini Naidu Gold Medal
Contribution to Education, Science and Technology

9.
2011
Sheltech Award
Contribution to Science and Technology

10.
2011
Qazi Azhar Ali Gold Medal
Contribution to Education

11.
2012
Dr. Ibrahim Memorial Gold Medal
Contribution to Education, Science, Technology and Social Develop

12.
2012
Khan Bahadur Ahsanullah Gold Medal
Contribution in the field of Education, Engineering and Research

13.
2013
JICA (Japan) Presidents Award
Contribution to Infrastructure Development, particularly in JICA Projects

14.
2015
South Asian ICT Excellence Award, CTO Forum
Contribution to ICT Development

15.
2016
Golden Jubilee Award by Amin Jewellers
Contribution to Civil Engineering

16.
2016
Silver Jubilee Award of Daily Star
Lifetime Achievement Award, Civil Engineering

17.
2016
Civil Engineering Icon awarded by BUET Civil Engineering-Anwar Group
Contribution to Civil Engineering

18.
2017
Ekushey Padak
Contribution to Science and Technology

19.
2017
Lifetime Achievement by BDI (USA)
Contribution to Science and Technology

20.
2018
Kazi Mahbubullah Award
Contribution to Education, Science and Technology

21.
2018
Order of the Rising Sun, Golden Rays with Neck Ribbon; awarded by Government of Japan
Contribution to projects funded by Government by Japan and strengthening co-operation and friendship between Japan and Bangladesh

সম্মাননাঃ

1. Fellow, Bangla Academy
2. Fellow, Asiatic Society of Bangladesh
3. Fellow, Bangladesh Academy of Sciences
4. বিশ্ব শিক্ষক দিবস, ২০১৬ উপলক্ষে “দৃশ্যপট থিয়েটার”-এর বিশেষ সম্মাননা
5. Fellow, Institution of Civil Engineers, UK; specially nominated by President, ICE, UK in 1995 (the first person from Bangladesh to have been nominated)

সামাজিক/সাংস্কৃতিক/রাজনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য কার্যক্রমঃ

১.
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ
সভাপতি, ১৯৯২-৯৩
সহ-সভাপতি, ১৯৮৮-৮৯
২.
বাংলাদেশ আর্থকোয়েক সোসাইটি
প্রতিষ্ঠাতা সভাপতি, ২০০২-২০১২
৩.
বাংলাদেশ কম্পিউটার সোসাইটি
সহ-সভাপতি, ১৯৮৬-৮৮

৪.
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি
সহ-সভাপতি, ২০১৫ – বর্তমান
৫.
Bangladesh Heart Foundation
বোর্ড অব ট্রাস্টির সদস্য, ২০১০ – বর্তমান
৬.
National Liver Foundation
সভাপতি, ২০০৮ – বর্তমান
৭.
Radda Mother and Child Health – FP
বোর্ড অব ট্রাস্টির সদস্য, ২০১০ – বর্তমান
৮.
Foundation of Learning Teaching and Research
চেয়ারম্যান, ২০১৫ – বর্তমান
৯.
Volunteers Association of Bangladesh (VAB)
চেয়ারম্যান, এ্যাডভাইজরি বোর্ড, ২০১০ – বর্তমান
বাংলাদেশের দূর্গম অঞ্চলসমূহের ৬৪টি মাধ্যমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত পরিবারের শিক্ষার্থীদের সহায়তা করা
১০.
BUET Alumni Association
সভাপতি, ২০০৬ – বর্তমান
১১.
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)
সভাপতি, ২০০০-২০০৪
১২.
Human Development Foundation
বোর্ড অব ট্রাস্টির সদস্য, ২০১০ – বর্তমান
১৩.
Bangladesh Mathematical Olympiad Committee
প্রেসিডেন্ট, ২০০৩ – বর্তমান
১৪.
Bangladesh Table Tennis Federation
প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, ১৯৭৩-৭৯

বিভিন্ন ক্ষেত্রে অবদানঃ

শিক্ষাঃ

(১) ১৯৬৩ সাল থেকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করে ২০০১ সাল পর্যন্ত তিনি বুয়েটে অধ্যাপক, বিভাগীয় প্রধান ও ডীন হিসাবে কর্মরত ছিলেন। এই সময়ে তিনি বুয়েটের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও অন্যান্য নীতি নির্ধারনী কমিটিতে সদস্য হিসাবে বুয়েটের সার্বিক একাডেমিক ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন। বুয়েটের বৃহত্তম বিভাগ পুরকৌশলের শিক্ষা কার্যক্রম যুগোপযোগী করে বিশ্বের অন্যান্য বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের সমপর্যায়ে আনতে সক্ষম হন। তিনি যখন ১৯৭৮ সালে সবচেয়ে সিনিয়র অধ্যাপক হিসাবে এই বিভাগের প্রধানের দায়িত্ব পান, তখন বিভাগে মাত্র ১২ জন শিক্ষকের মধ্যে তিনিই ছিলেন একমাত্র Ph.D ডিগ্রীপ্রাপ্ত। কয়েক বছরের মধ্যে এই বিভাগের শিক্ষকের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে যার ফলশ্রুতিতে এখন বুয়েটের পুরকৌশল বিভাগে প্রায় ৬০ জন Ph.D ডিগ্রীপ্রাপ্ত শিক্ষক কর্মরত, যা পৃথিবীর অন্যান্য দেশের খুব কম বিশ্ববিদ্যালয়েই আছে।

(২) জাতীয় শিক্ষানীতি প্রণয়নে তিনি ১৯৯৮ সালে অধ্যাপক শামসুল হকের নেতৃত্বে গঠিত জাতীয় শিক্ষা কমিশনের সদস্য হিসাবে নীতি প্রণয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন।

(৩) ২০০৬ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে Strategic Plan for Higher Education (2006-2026)-এর সদস্য ও ICT in Education Committee-র প্রধান হিসাবে পরিকল্পনা প্রণয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

(৪) শিক্ষা মন্ত্রণালয় কতৃক গঠিত Accreditation Council-এর আইন প্রণয়নের লক্ষ্যে কমিটির নেতৃত্ব দেন (২০১০)।

(৫) শিক্ষা মন্ত্রণালয় কতৃক গঠিত “বিদেশী বিশ্ববিদ্যালয় সমূহকে বাংলাদেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা নিয়মাবলী” কমিটির নেতৃত্ব দেন (২০১১)।

(৬) প্রকৌশল শিক্ষার গুণগতমান নিশ্চিত করার লক্ষ্যে Institution of Engineers-এর Board of Accreditation for Engineering and Technical Education-এর সভাপতি হিসাবে গুরুত্বপূর্ন ভূমিকা পালন (২০০৪ – বর্তমান)।

(৭) চট্রগ্রাম বি,আই,টি-র বোর্ড অব গভর্ণরস-এর সভাপতি হিসাবে এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম-এর নীতি নির্ধারনে নেতৃত্ব দেওয়া এবং এই প্রতিষ্ঠানকে চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (CUET) উন্নীত করার সুপারিশমালা প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ন ভূমিকা (১৯৯৬-২০০৩)।

কম্পিউটার শিক্ষা ও তথ্য প্রযুক্তিঃ

(৮) ১৯৬৮ সালে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রথম “কম্পিউটার প্রোগ্রামিং” কোর্স প্রবর্তন করে পড়ানো শুরু করেন। ১৯৭৮-৭৯ সালে বুয়েটের কম্পিউটার সেন্টার স্থাপনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন এবং ১৯৮০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত এই সেন্টার (যা দেশের মধ্যে সর্ববৃহৎ কম্পিউটার সেন্টার ছিল) পরিচালনা করেন।

এই সেন্টারের সুযোগ সুবিধা ব্যবহার করে বুয়েটের কয়েক হাজার ছাত্র-ছাত্রী ছাড়াও বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর গবেষনা কার্যক্রমে সহায়তা গ্রহন করেছে। এছাড়া বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার কয়েক হাজার প্রোগ্রামারদের হাতে খড়ি এই সেন্টারের প্রশিক্ষনের মাধ্যমে।

(৯) ১৯৯৭ সালে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত “Export of Software and IT-enabled Services” টাস্ক ফোর্সের প্রধান হিসাবে “JRC Committee”-এর রিপোর্ট প্রণয়নে নেতৃত্ব দান।

(১০) ২০০০, ২০০৪ ও ২০০৮ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা (ICT Policy & Action Plan) প্রণয়নে সরকার কর্তৃক গঠিত কমিটি সমূহের প্রধান হিসাবে গুরুত্বপূর্ন অবদান।

প্রকৌশলঃ

(১১) উচু ইমারত ডিজাইনের জন্য তাঁর উদ্ভাবিত পদ্ধতি (“Coull and Choudhury’s Method”) সারা বিশ্বে বহুল ব্যবহৃত।

(১২) বাংলাদেশের বহু উচু ইমারত ডিজাইনের সাথে তিনি পরামর্শক হিসাবে কাজ করেছেন।

(১৩) বাংলাদেশের প্রথম “ভূমিকম্প ঝুঁকি মানচিত্র” “Seismic Zoning Map” ও “Earthquake Resistant Design” পদ্ধতি প্রস্তুত করেন, যা সরকারী প্রকাশনা হিসাবে ১৯৭৯ সালে প্রকাশিত হয় এবং পরে ১৯৯৩ সালে Bangladesh National Building Code (BNBC 1993)-এ অন্তর্ভূক্ত হয়। BNBC 1993 প্রণয়নে তিনি Steering Committee-র সদস্য ছিলেন।

(১৪) ১৯৯২-৯৩ সালে তিনি বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের উদ্যোগে “Master Plan for Cyclone Shelters” প্রণয়নের দলনেতা ছিলেন। এই পরিকল্পনা অনুসারে পদক্ষেপ গ্রহন করার ফলে ঘূর্নিঝড় ও জলোচ্ছাসে প্রানহানি ও অন্যান্য ক্ষয়ক্ষতি বিপুল ভাবে হ্রাস পেয়েছে, যার জন্য বাংলাদেশ সারা বিশ্বের “রোল মডেল” হিসাবে স্বীকৃত।

(১৫) ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার পরিকল্পনা কমিটির সদস্য এবং “স্বাধীনতা স্তম্ভ” বাস্তবায়ন কমিটির দলনেতা।

(১৬) তিনি যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতু পরিকল্পনা, ডিজাইন ও নির্মাণে বাংলাদেশ সরকার কতৃক গঠিত বিশেজ্ঞ প্যানেল-এর সভাপতি (১৯৮৫-৯৯) এবং বিশ্বব্যাংক, এশিয়ান উন্নয়ন ব্যাংক ও জাইকা কর্তৃক গঠিত আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেল-এর সদস্য হিসাবে (১৯৯২-১৯৯৯) প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন।

(১৭) Strategic Transport Plan (STP) for Dhaka City প্রণয়নে Advisory Committee-র আহবায়ক (২০০৫-০৬)।

(১৮) বর্তমানে বাস্তবায়নাধীন দেশের সর্ববৃহৎ প্রকল্প পদ্মা সেতুর ডিজাইন ও নির্মাণে আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেল-এর সভাপতি হিসাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন (২০০৬ – বর্তমান)।

(১৯) ১৯৯৭ সালে সরকার কর্তৃক গঠিত তথ্য প্রযুক্তি সংক্রান্ত টাস্ক ফোর্সের নেতৃত্ব দেন। ‘JRC’- কমিটির সুপারিশমালা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে ICT-এর উন্নয়নের ভিত্তি গড়ে উঠে। এ ছাড়া ২০০০ সালে ও ২০০৮ সালে গঠিত ICT Policy Formulation ও Action Plan প্রণয়নের কমিটি সমূহের সভাপতি হিসাবে তথ্য প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ন অবদান রাখেন।

(২০) চট্রগ্রামের এম. এ. হান্নান আন্তর্জাতিক বিমান বন্দর (M. A. Hannan International Airport) ডিজাইন ও নির্মাণ তদারকীর জন্য পরামর্শক দলের দলনেতা।

(২১) সৌদি বাদশা আব্দুল্লাহ-এর ব্যক্তিগত US Dollar 130 million অনুদানে এবং Islamic Development Bank (IDB) কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশের উপকূল অঞ্চলে নির্মিত School-cum-Shelter ও Sidr affected People’s Livelihood Restoration প্রকল্পের উপদেষ্টা কমিটির Chairman/Member।

(২২) ঢাকায় নির্মাণাধীন Elevated Expressway-এর কারিগরী বিশেষজ্ঞ দলের প্রধান।

(২৩) চট্রগ্রামে নির্মাণাধীন Karnaphuli Tunnel Project-এর আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি।

(২৪) ঢাকায় নির্মাণাধীন MRT-6 প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি।

(২৫) ঢাকা আশুলিয়া Expressway-এর বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি।

(২৬) Subway System for Dhaka প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি।

তথ্যসূত্রঃ জনাব বাচ্চু শেখ, পি আর ও, ইউএপি