কে এম হুমায়ুন কবীর ইঞ্জিনিয়ারিং কলেজ ২০১৯ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ নিয়ে যাত্রা শুরু করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের তত্ত্বাবধানে এই কলেজের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে।
সুন্দর ও মনোরম পরিবেশ নিয়ে ময়মনসিংহ শহরের প্রবেশদ্বারে দিঘারকান্দায় অবস্থিত। নির্মাণাধীন সাত তলা বিশিষ্ট আধুনিক উন্নত অবকাঠামো নিয়ে এর সমৃদ্ধ স্থায়ী ক্যাম্পাস হতে যাচ্ছে।

kmhkec

কলেজটি সম্পূর্ন রাজনীতিমুক্ত এবং সিসি ক্যামেরার আওতাভুক্ত। কলেজটিতে রয়েছে মাল্টিমিডিয়া সুবিধা এবং প্রজেক্টরের সুব্যবস্থা। কলেজটিতে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এখানে রয়েছে একটি অত্যাধুনিক লাইব্রেরি এবং বিভিন্ন ল্যাবরেটরি।

kmhkec

kmhkec

রাতের ক্যাম্পাস

লাইব্রেরিতে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ক নানা রকম রেফারেন্স বই এবং তার সাথে রয়েছে সাইন্স ফিকশন ও শিক্ষনীয় নানা ধরনের গ্রন্থ। এছাড়া লাইব্রেরিতে রয়েছে দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক – নানা ধরনের পত্র-পত্রিকা, ম্যাগাজিন এবং ডিজিটাল লাইব্রেরির সুবিধা।

kmhkec

ক্লাসরুম

kmhkec

কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ক বিভিন্ন ওয়ার্কশপ এবং প্রতিযোগীতা আয়োজন করা হয়ে থাকে, যা নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

kmhkec kmhkec

কলেজটিতে রয়েছে আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাব। যেমন-

  • Physics lab
  • Chemistry lab
  • CSE lab
  • EEE lab
  • Civil lab
  • Surveying lab
  • Materials lab
  • Workshop lab
  • Cad lab

এছাড়া প্রয়োজন অনুযায়ী রয়েছে সব ধরনের যন্ত্রপাতির সুবিধা।

kmhkec

kmhkec

সার্ভেয়িং ল্যাব

Details of lab

Civil Engineering Dept.

  • CAD lab
  • Material lab
  • Workshop lab
  • Surveying lab

kmhkec kmhkec

CSE Dept.

  • Programming lab.
  • Database lab
  • Computer fundamentals lab
  • Computer application lab

এছাড়া EEE lab এর সুব্যবস্থা রয়েছে। যা ভবিষ্যতে একটি নতুন সাবজেক্টের অনুমোদন পাবে।

kmhkec kmhkec

নবনির্মিত বিল্ডিংয়ের থাকবে ক্যান্টিন ও কমনরুমের সুব্যবস্থা। এবং থাকবে বিভিন্ন ক্লাব রুম এবং নামাজের রুম।

এখানকার শিক্ষক-শিক্ষিকাদের আচরণ খুবই বন্ধুসুলভ। এখনো কলেজের কোন হোস্টেল হয়নি, কিন্তু ভবিষ্যতে এর ব্যবস্থা করা হবে। কিন্তু কলেজ থেকে ছাত্র ছাত্রী দের জন্য সুন্দর পরিবেশে থাকার ব্যবস্থা করা হয়।

এই কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ৭টি মূল বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ করে গড়ে তোলা হয়।

  1. Environment engineering
  2. Transportation engineering
  3. Water resource
  4. Structural engineering
  5. Geotechnical engineering
  6. Construction engineering
  7. Urban and community planning
kmhkec

কম্পিউটার ল্যাব

kmhkec

শুধুমাত্র লেখাপড়া কে ঘিরে যে জীবন নয় তা আমরা সকলেই জানি। লেখাপড়ার পাশাপাশি মেধার বিকাশ ঘটানোর জন্য নিজের মধ্যে থাকতে নেতৃত্বদানের গুণ। তাই এসব বিষয় বিবেচনায় রেখে শিক্ষার্থীদের তাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য রয়েছে বিভিন্ন ক্লাব।

  • কালচারাল ক্লাব
  • স্পোর্টস ক্লাব
  • ডিবেট ক্লাব
  • ল্যাঙ্গুয়েজ ক্লাব

নবীনদের নিয়ে আরো নতুন উদ্ভাবনী মূলক ক্লাবের সৃষ্টি করা হবে।
kmhkec

এই কলেজটি ২০১৯-২০ শিক্ষাবর্ষে সিভিল ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নিয়ে শুরু হলেও, পরবর্তীতে সিএসসি ডিপার্টমেন্ট সংযুক্ত করা হয়। ভবিষ্যতে ইইই বিভাগ সংযুক্ত করা হবে।

কলেজটি আস্তে আস্তে নতুন রূপে সজ্জিত হচ্ছে। এখন শুধু অপেক্ষা নবীনদের আগমনের। আগত নবীনদের নিয়ে নতুন যাত্রা শুরু করবে কলেজটি।

বর্তমান সিভিল বিভাগে ৫০ টি সিট এবং সিএসসি বিভাগে ৩০ টি সিট ঢাবি কতৃক অনুমোদন পেয়েছে।

kmhkec

শিক্ষক মণ্ডলি

  1. ডঃ ইঞ্জি.মাহাবুব আলম (প্রিন্সিপাল, সিভিল ডিপার্টমেন্টাল হেড, ডুয়েট)
  2. ইঞ্জি.শরিফুল আলম (ভাইস প্রিন্সিপাল, IUBAT)
  3. তানজির আহমেদ রিফাত (বিএসসি ইন সিভিল ইন্জিনিয়ারিং, MEC)
  4. আরিফ আনজুম ভুঁইয়ান সাদ (বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, MEC)
  5. বিশ্বজিৎ বর্মন (বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, MEC)
  6. ইঞ্জি.কামরুল হাসান (বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, EUB)

CSE Department এ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। ২০২১-২২ শিক্ষা বর্ষে CSE ডিপার্টমেন্ট এর পথ চলা শুরু হচ্ছে।

kmhkec

চেয়ারম্যান স্যারের সাথে শিক্ষার্থীবৃন্দ

থাকা খাওয়ার ব্যবস্থা

কলেজ থেকে ছাত্র ছাত্রী দের জন্য সুন্দর পরিবেশ এ থাকার ব্যাবস্থা করা হয়।

খরচ

থাকা খাওয়া সহ ৩০০০/৩৫০০/৪০০০ টাকার মধ্যে হয়ে যায়।

kmhkec

ভর্তি প্রক্রিয়া

HKEC এর ভর্তি প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়।

আবেদনের নিয়মাবলি:

১। ঢাবি ভর্তি ওয়েবসাইটে ভর্তির সাধারন নির্দেশাবলি থাকবে।

২। প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন করার জন্য ঢাবি ভর্তি ওয়েবসাইটে লগইন বাটনে ক্লিক করতে হবে

৩। আবেদন/লগইন বাটনে ক্লিক করার পর এইচ এস সি এবং এস এস সির পরীক্ষার রোল ,পাসের সন ও বোর্ডের নাম প্রদান করে অগ্রসর বাটনে ক্লিক করতে হবে এবং পরবর্তী পাতায় প্রার্থীর এইচ এস সি ও এস এস সি এর তথ্যাবলি দেখা গেলে নিশ্চিত করেছি বাটনে ক্লিক করতে হবে ।

৪। উল্লেখিত Equivalence ID এইচ এস সি ও এস এস সি এর রোল এর স্থানে ব্যাবহার করে যথা নিয়মে টাকা জমা দেয়ার রশীদ গ্রহন করতে হবে ।

ভর্তি পরীক্ষা

১ । ভর্তি পরীক্ষা ১২০ মার্ক এর, প্রশ্ন ১২০টি, প্রতিটি প্রশ্নে ১ নাম্বার, MCQ পরীক্ষা হবে,কোন লিখিত পরীক্ষা হবে না । সময় ১ ঘন্টা ৩০ মিনিট।
২ । মোট ১২০ টি প্রশ্ন হবে ১২০ নম্বরের ।
৩ । ইংরেজী ১৫,গনিত ৩৫,রসায়ন৩৫,পদার্থ ৩৫
৪ । পাশ নম্বর ৪৮ ও কোনো নেগেটিভ মার্কিং নেই।
৫। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না ।

ফলাফলঃ

১ । মোট ২০০ নম্বরের ভিত্তিতে অর্জিত মেধাস্কোর অনুসারে মেধা তালিকা করা হবে যেখানে SSC পরীক্ষার প্রাপ্ত জি পি এ (৪র্থ বিষয় সহ) এর ৬ গুন ও HSC এর ১০ গুন । এইচ এস সি এবং এস এস সি রেজাল্ট থেকে আসবে ৮০ নাম্বার। সর্বমোট ২০০ নাম্বারের উপর মেধাক্রম তৈরি করা হবে।
২ । ৪৮ এর কম পেলে মেধাস্কোর করা হবে না ।
৩ । ফলাফল এস এম এস ও ঢাবি ওয়েবসাইটে ৭ দিনের মধ্যে প্রকাশিত হবে।

kmhkec

kmhkec

সংযুক্তিঃ

বিগত বছরের প্রশ্ন ২০১৫-১৬ঃ   https://www.facebook.com/download/preview/194515384437393

প্রশ্ন ২০১৬-০১৭:  https://www.facebook.com/download/preview/148925512424326

2017-18: PDF, Photo Album- 1Album 2 

18-19 Link

2019-20

এক ফোল্ডার এ সব প্রশ্ন

2020-21 এর প্রশ্ন 

2020-21 Qsn in Facebook Group

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ রিভিউঃ 

ময়মনসিং ইঞ্জিনিয়ারিং কলেজ রিভিউঃ 

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ রিভিউঃ 

নিটার রিভিউ

স্টেক রিভিউ

সিভিল রিভিউঃ

ইইই রিভিউঃ 

সিএসই রিভিউঃ 

টেক্সটাইল রিভিউঃ 

আইপিই রিভিউঃ 

ফ্যাড রিভিউঃ 

ঢাবি ওয়েবসাইটঃ 

প্রযুক্তি ইউনিট নোটিশ লিংক 

সাবজেক্ট চয়েজ দেয়ার পুরো প্রক্রিয়া 

কলেজে যোগাযোগঃ

ময়মনসিংহ,
ঢাকা ময়মনসিংহ মহাসড়ক
দিঘারকান্দা,কাদুরবাড়ি মসজিদে বিপরীত পাশে।

Admission/Information/Academic Help: +8801533-100816,

Chairman of the College: 01718-968139
Vice Principal: +8801611-697463

Website: https://www.kmhkec.com/

আরও জানতে যোগ দিন DU Technology Unit admission & Information  গ্রুপে।

তথ্য সংগ্রহঃ

মোঃ তাসনিম হাসান

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ৩য় ব্যাচ।