পর্ব -১আকাঙ্ক্ষিত এইচএসসি রেজাল্ট তো পেয়েই গেলে, যারা ভাল ফল পেয়েছ সবাইকে অভিনন্দন আর যারা যারা একটু খারাপ করেছ তাদেরকে বলব যে হতাশ হওয়ার মত কিছু হয়নি তোমার! তোমার টোটাল ব্যাচেরই রেজাল্ট খারাপ শুধু তোমার একার না। হতাশতায় ডুবে না থেকে বাইরের মানুষ, পাশের বাসার আন্টি থেকে শতহাত দূরে থেকে গলা ডুবিয়ে পড়াশোনা কর। তাহলে এখন সবার জল্পনা কল্পনা কোন বিশ্ববিদ্যালয় কেমন রিকোয়ারমেন্টস চাইবে তাই তো? আচ্ছা চল তাহলে গতবারের ইন্জিনিয়ারিং ভার্সিটির সার্কুলারগুলোতে চোখ বুলিয়ে নিই।
১.বুয়েটঃ
২০১৭-১৮ শিক্ষাবর্ষে এসএসসিতে নূন্যতম ৪ পয়েন্টস আর এইচএসসিতে বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন মিলিয়ে নূন্যতম ২৩ পয়েন্টস চেয়েছিল। স্পষ্টভাবে বলা ছিল ১ম থেকে ১২০০০ তম জন ভর্তি পরীক্ষা দিতে পারবে।
২.কুয়েটঃ
২০১৭-১৮ শিক্ষাবর্ষে এসএসসিতে নূন্যতম ৪ পয়েন্টস আর এইচএসসিতে ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন মিলিয়ে নূন্যতম ১৮.৫ পয়েন্টস চেয়েছিল।
৩.রুয়েটঃ
২০১৭-১৮ শিক্ষাবর্ষে এসএসসিতে নূন্যতম ৪ পয়েন্টস আর এইচএসসিতে বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন মিলিয়ে নূন্যতম ১৮.৫ পয়েন্টস চেয়েছিল।
৪.চুয়েটঃ
২০১৭-১৮ শিক্ষাবর্ষে এসএসসিতে নূন্যতম ৪ পয়েন্টস আর এইচএসসিতে ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন মিলিয়ে নূন্যতম ১৮.৫ পয়েন্টস চেয়েছিল।
২০১৬ সালের তুলনায় গতবছর পাশের হার ও জিপিএ দুটোই কম ছিল বলে কুয়েটেও পয়েন্টস রিকোয়ারমেন্ট কমিয়ে ১৮.৫ করেছিল, ২০১৬ সালে যেটি ছিল ১৯। এবছর যেহেতু রেজাল্ট গতবারের তুলনায় আরো খারাপ সুতরাং ১৮/১৮.৫ এবারও থাকছে এটা আশা করাই যায়। ২০১৫ সালেও পাশের হার কম থাকার (৬৯.৬%) কারণে পয়েন্টস রিকোয়ারমেন্ট ১৭.৫ রেখেছিল কুয়েট কর্তৃপক্ষ। এরকম প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ই এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে সার্কুলার দিয়ে থাকে। সো যারা ১৮/ ১৮.৫ নিয়ে টেনশনে আছ, টেনশন দূরে সরিয়ে জোরেশোরে প্রস্তুতি নিতে থাক। আজ তাহলে এ পর্যন্তই। আবার কথা হবে পরবর্তী কোন পর্বে। শুভকামনা সবার জন্য।
পর্ব -২
ঢাবি, মেডিকেল, রাবির পর অবশেষে কুয়েটের এডমিশন সার্কুলার প্রকাশিত হয়ে গেল। সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা পরীক্ষা পদ্ধতিটি তাহলে এখন পরিষ্কার! এবারও MCQ পদ্ধতিতেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা হবে ২৭ অক্টোবর। এবার এইচএসসিতে গণিত,পদার্থ, রসায়ন, ইংরেজি মিলিয়ে ১৮ জিপিএ চাওয়া হয়েছে। জিপিএর ভিত্তিতে প্রথম ১৩০০০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ পাবে।
★প্রয়োজনীয় তথ্যাবলিঃ
→অনলাইন ফরম পূরণ শুরুঃ ১৩ সেপ্টেম্বর, ২০১৮।
→অনলাইন ফরম পূরণ শেষঃ ২৩ সেপ্টেম্বর, ২০১৮।
→(A, T বা P)* চিহ্নিত আবেদনপত্রের শেষ সময়ঃ ২৪ সেপ্টেম্বর, ২০১৮।
→টাকা জমা দেয়ার শেষ সময়ঃ ২৪ সেপ্টেম্বর, ২০১৮।
→ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশঃ ১১ অক্টোবর, ২০১৮।
→ভর্তি পরীক্ষার তারিখ ও সময়ঃ ২৭ অক্টোবর, ২০১৮। সকাল ১০ টা থেকে দুপুর ১২:৩০ টা।
→ফল প্রকাশঃ ৫ নভেম্বর, ২০১৮।
*A- ইংলিশ মিডিয়াম থেকে পাস করলে।
T- ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইত্যাদি ক্ষেত্রে।
P- আবেদনকারীর দেওয়া তথ্যের সাথে বোর্ড এর দেওয়া তথ্য না মিললে।
চল তাহলে পরীক্ষার মানবণ্টন নিয়ে আলোচনা করা যাক-
★ভর্তি পরীক্ষা হবে ৫০০ নম্বরের। গণিত,পদার্থ, রসায়ন, ইংরেজি প্রত্যেকটির ২৫ টি করে মোট ১০০ টি প্রশ্ন থাকবে। এর মধ্যে গণিত,পদার্থ, রসায়নের প্রত্যেকটি ৬ মার্কস করে মোট (২৫*৬)*৩= ৪৫০ এবং ইংরেজির প্রতিটিতে ২ মার্কস করে মোট ৫০ মার্কস। এই হল মোট ৫০০। সময়ঃ ২.৩০ ঘণ্টা। মনে রেখ প্রতিটি প্রশ্নে ৫ টি করে অপশন দেয়া থাকবে! দুঃখের বিষয় হল প্রতিটি ভুল উত্তরের জন্য ২৫% মার্কস কাটা যাবে। সুতরাং উত্তরপত্রে দাগানোর সময় খুবই সাবধানে দাগাতে হবে।
★এখন একটি সাধারণ প্রশ্ন হল ভাই কুয়েটে চান্স পেতে হলে কত মার্কস পেতে হয় বা পাশ কততে?
এই প্রশ্নের আসলে সরাসরি উত্তর দেয়া মুশকিল! কারণ কোন কুয়েটিয়ানই এখনও তার ভর্তি পরীক্ষার মার্কস জানতে পারেননি। তবে ধারণা করা হয়, তুমি যদি ৬০-৬৫% মার্কস শিউর দাগাতে পার। তবে তোমার চান্স পাওয়া মোটামুটি নিশ্চিত। এটা আসলে যেকোন ভার্সিটির ক্ষেত্রেই সত্য।
কুয়েট ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য এই গ্রুপ থেকে পাওয়া যাবে। যেকোন তথ্য জানতে কুয়েটের অফিসিয়াল ওয়েবসাইট http://kuet.ac.bd তো আছেই। এছাড়াও যেকোন প্রয়োজনে আমাদেরকে মেইল করতে পার [email protected] এই ঠিকানায়।
পর্ব ৩
ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি সবাই পরিবারের সবাইকে নিয়ে খুব আনন্দের সাথে ঈদের ছুটি কাটিয়েছ। শুধু ছুটি কাটালে হবে! সামনে যে মহারণ, পড়াশোনা শুরু করা দরকার তো নাকি? তোমরা কি বল? গত দুই পর্বে আমি জাস্ট কুয়েট এডমিশন টেস্ট, প্রশ্নের ধরন এসব নিয়ে আলোচনা করেছি। এখনও তোমাদের হাতে যেহেতু পুরোপুরি ১ মাস সময় আছে চল তাহলে এ পর্বে কিভাবে এই ১ মাসকে এফিসিয়েন্টলি কাজে লাগানো যায় সেটা দেখে নিই ☺
★প্রথমে আসি যারা কলেজের টপার ছিলা তোমাদের দিকে। তোমার অনেক বন্ধুর মতে তুমি অনেক আতেল সবসময় পড়াশোনা কর। আসলেই কি তাই! এইচএসসির সিলেবাস কি এরকম! সবসময় পড়তে হয়! 😇 তুমিই বল। আসলে তুমি কোন সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করেছিলে সেটা তো কেউ জানতে চায় না 😐 অবশ্য আমিও আমার টপার বন্ধুদের কাছে কখনো শুনিনি 🙂
যাহোক তুমি আবার ভেবে বস না যে সেই কবেই আমি বই, প্রশ্নব্যাংক এসব শেষ করেছি আমার তো আর কিছুই লাগবে না! এরমকটা ভাবা পাপ 😑 যত পার চর্চায় রাখ। যে বিষয়টা বা টপিকটা তোমাকে ভোগায়, বেশি পরিমাণ টাইম কিল করায় সলভ করতে, সেটাতে সময় দাও। প্রয়োজনে টাইম সিডিউলিং করে রিভাইজ আর সমস্যাগুলোকে আয়ত্বে নিয়ে আস। তোমাদের জন্য আর একটা উপদেশ, কোচিংয়ে গেলে তোমাদের যে সমস্যাটা দেখা দেয় প্রথম প্রথম তোমরা একটু খারাপ করে ফেল সবকিছু আগেই জান এরকম ভাব নেয়ার জন্য
**তাহলে তুমি প্রথম ৭ দিন সমস্যাগুলো মিটিয়ে পরবর্তী ১৪ দিন হাতে রাখ রিভাইজ দেয়ার কাজে আর বাকি ৭ দিন শুধু এক্সাম দাও।
★এবার আসি যারা মিডিয়াম মানের স্টুডেন্ট বা কলেজের টপার তো দূরের কথা কোন লিস্টেই ছিলা না কখনো 🙂 কোচিংয়ের পরীক্ষাগুলোতে হেব্বি কোপ দিয়ে ওত আহ্লাদের কিছু নেই ভায়া 😃 কোচিংয়ের মত এনভায়রনমেন্টে এডমিশন এক্সামে হয় না আসলে 😉 তুখোর ব্যাচে গিয়ে নিজেকে তুখোর ভাবার আগে একবার ভেবে দেখ তো, তোমার বইয়ের সব টপিক আয়ত্বে আছে তো? প্রশ্নব্যাংকে কোন সমস্যা নেই তো? এত এত সমস্যা নিয়ে তুখোর ব্যাচে সারাদিন ক্লাস করে গর্দভের মত সময় নষ্ট কেন করছ তাহলে! বাসায় বসে আগে নিজের সমস্যাগুলো মেটাও তারপর তুখোড় ব্যাচে ক্লাস কর। তোমাদের জন্য উপদেশ হল ১ মাস সময়কে ভাগ করে নাও এভাবে প্রথম ১০ দিন সমস্যা মেটানো, পরের ১০ দিন প্রশ্নব্যাংক সলভ, পরের ১০ দিন রিভাইজ দেয়ার কাজে।
→→অন্যদিকে যারা এডমিশন টেস্টে টপ পজিশনে থাকার জন্য পড়ছ তারা মাথায় রাখবে তোমার জন্য টাইম মেজারমেন্ট অনেক বড় ফ্যাক্ট! ১ বা ২ মার্কসই কিন্তু তোমাকে অনেকদূর পিছনে নিয়ে যেতে পারে! তাহলে বেশি বেশি এক্সাম দিয়ে চর্চার মধ্যে থাক আর silly মিসটেইক গুলো এড়ানোর চেষ্টা কর! আর সব কোচিংয়ে না দৌঁড়িয়ে নিজে নিজে বেশি সময় ব্যয় কর এটাই বেটার ☺
কোন কোন টপিকে হালকা জোর দিয়ে পড়বে এগুলো নিয়ে পরের পর্বে আবার দেখা হবে শীঘ্রই ☺ সুস্থ সবল থেকে, নাক-মুখ ডুবিয়ে ; দরজা-জানালা বন্ধ রেখে পড়াশোনা করতে থাক। শুভকামনা রইল সবার জন্য ❤
পর্ব ৪ঃ
#সাজেশন
এডমিশন টেস্টের জন্য আসলে নির্দিষ্ট কোন সিলেবাস নেই আর হয়ও না। একেক ভার্সিটি একেক রকম প্রশ্ন নির্বাচন করে থাকে। তবুও প্রশ্নব্যাংক থেকে বিগত বছরের প্রশ্নগুলো পর্যালোচনা করলে দেখা যায় নিচে উল্লিখিত টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এর মানে এই নয় যে শুধু এগুলো আয়ত্বে রাখলেই তুমি অনেক ভাল করে ফেলবে। এতটুকু নিশ্চিতভাবে বলা যায়, তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবে।
পদার্থঃ
প্রথম পত্রের ১ম অধ্যায়ের কিছু টপিক বাদ দেয়া গেলেও ১ম ও দ্বিতীয় পত্র মিলিয়ে আর কোন টপিক বাদ দেয়ার মত নেই! পুরাতন শাহজাহান তপন স্যার, পুরাতন ইসহাক স্যার, গিয়াসউদ্দিন স্যার, অক্ষরপত্র প্রকাশনীর বইয়ের প্রত্যেকটা অঙ্ক নখদর্পণে থাকা চাই।
এছাড়া এক্সট্রা প্রস্তুতি নিতে চাইলে কোচিংয়ের লেকচার শিট গুলোর টাইপবেইজড ম্যাথগুলো দেখতে পারো। তবে প্রশ্নব্যাংক(Engineering & DU) তোমাকে অবশ্যই এবং অবশ্যই সলভ করতে হবে।
রসায়নঃ
থিওরির জন্য অনেকেই হাজারী নাগ স্যারের পুরাতন বই প্রেফার করেন। তবে আমি বলব, তুমি আগে যেখান থেকে পড়েছ ওখান থেকেই আবার পড়ো। শুধু মাথায় রেখো যেন কোন টপিকে যাতে গ্যাপ না থাকে। হাজারী নাগ স্যার, সন্জিত কুমার গুহ স্যার, আহসানুল কবির স্যারের বইয়ে শত শত ম্যাথ আছে তবে তুমি টপিক অনুযায়ী প্রতিটি অঙ্ক প্রাকটিস করার চেষ্টা করো।
জৈব যৌগ থেকে সমাণুতা, পলিমারকরণ ও প্লাস্টিসিটি, বিক্রিয়ার ধরণ (ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক প্রভৃতি), জৈব যৌগের প্রস্তুতি, বৈশিষ্ঠ্য, ব্যবহার, শনাক্তকরণ , রূপান্তর। এছাড়া জারণ-বিজারণ বিক্রিয়া, বিভিন্ন নামধারী বিক্রিয়া, অ্যালকোহল, এসিড, বেনজিন, অ্যামিন, অ্যামাইড, টিএনটি, ডেটল, প্যারাসিটামল খুব ভালভাবে আয়ত্বে রাখবে। এরকম যাতে না হয় জৈবযৌগ অনেক ভাল পারি কিন্তু অন্যান্য টপিক গুলো আয়ত্তে নেই! এমন করলে রেজাল্ট কিন্তু খুব একটা ভাল নাও হতে পারে।
প্রশ্নব্যাংক(Engineering & DU) অবশ্যই এবং অবশ্যই সলভ করতে হবে।
গণিতঃ
ম্যাট্রিক্স, জটিল সংখ্যা, দ্বিপদী, বহুপদী, সরলরেখা, বৃত্ত, কনিক, ত্রিকোণমিতি, বিন্যাস, সমাবেশ, অন্তরীকরণ, যোগজীকরণ, সম্ভাব্যতা- এগুলো থেকে প্রশ্ন থাকবে মাস্ট।
ভাল হয় যদি কেতাব স্যারের বই করে থাক। যারা করেছ খুবই ভাল কিন্তু যারা করনি শেষ সময়ে এসে না করাই ভালো। যেখান থেকে ম্যাথ করেছো সেটাই বারবার করো। ম্যাথে প্রাক্টিসের কোন বিকল্প নেই। যত্ত বেশি করবে, তত আয়ত্বে আসবে। উপরের টপিকগুলো থেকে টাইপ বেইজড ম্যাথ প্রাকটিস করা আবশ্যক। প্রশ্নব্যাংক(Engineering & DU) অবশ্যই এবং অবশ্যই সলভ করতে হবে।
আশা করি হাতে থাকা শেষের ১ মাসকে সবাই খুব যথাযথভাবে ব্যবহার করবে। শুভকামনা রইল তোমাদের জন্য ❤
পর্ব-৫
#শেষসময়েরপ্রস্তুতি
মেডিকেল, ঢাবি, বুয়েট এর পরীক্ষা তো শেষ। ওহো মেডিকেল, ঢাবির রেজাল্টও তো দিয়ে দিয়েছে! তো কি অবস্থা সবার? পড়াশোনা শেষ নাকি?
৪ টি সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র ১ টির পরীক্ষা হয়েছে মাত্র! তাহলে এখনই হতাশ হওয়ার কি আছে! সামনে এখনও অনেকটা পথ তো পড়েই আছে নাকি। সামনের ২১শে অক্টোবর RUET,
২৭শে অক্টোবর KUET এবং ২রা নভেম্বর CUET এর পরীক্ষা বাকি আছে। তাহলে হাতে থাকা বাকি ১০ দিন কিভাবে কাজে লাগাবে চল দেখে নেয়া যাক।
যেহেতু ইতোমধ্যে অনেকেই বুয়েট, ঢাবি পরীক্ষা দিয়ে দিয়েছ তাই ধরে নিচ্ছি তোমরা লিখিত, MCQ ২ ধরনের পরীক্ষার স্বাদই পেয়েছ। তাহলে কি আমার প্রস্তুতি ওকে ভাইয়া? এখানেই তো কিছু কথা বলে নিতে হবে ভাইয়া 🙂
তুমি ঢাবির জন্য যে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছিলে তার সাথে কুয়েটের MCQ এর বিস্তর ফারাক! ঢাবিতে পরীক্ষা দিয়েছিলে ক্যালকুলেটর ছাড়া, প্রশ্ন এমনভাবে সেট করা হয় যাতে ক্যালকুলেটর ব্যবহার না করলেও হয়। তাছাড়া ঢাবিতে মেন্ডাটরি ইংলিশ দাগানোর কোন বাধ্যবাধকতা নেই, তুমি চাইলে জীববিজ্ঞান বা বাংলা দাগাতে পারতে। কুয়েটে যেহেতু এরকম অপশন থাকছে না তাহলে বুঝতেই পারছ! সব থেকে বড় কথা কুয়েটে প্রতিটি MCQ এ ৫ টি করে অপশন থাকে। যেটা আর কোন ভার্সিটিতে পাবে না! আর কুয়েটের বিগত বছরগুলোর প্রশ্ন পর্যালোচনা করলে দেখতে পাওয়া যায় এখানকার আসা ম্যাক্সিমাম প্রশ্নগুলোর সলুশন প্রসেস long টাইপের। অর্থাৎ তোমাকে লিখিত এর মত করে ক্যালকুলেশন করেই সলুশন বের করতে হয়। এ কারণে সময়, মার্কস, নেগেটিভ মার্কস সবই আসলে বেশি থাকে। এজন্য তোমাকে অবশ্যই কুয়েট প্রশ্নব্যাংকটি সলভ করা উচিত।
তাহলে যারা লিখিত প্রস্তুতি নিচ্ছি তারা?
তোমরা তো ট্র্যাকেই আছ ভাইয়া। বুয়েট এক্সাম যেহেতু দিয়েছ আশা করছি তোমাদের সিলেবাস অনেক আগেই শেষ। একটা কথা তোমরা নিশ্চয় কোচিংয়ের ভাইয়াদের কাছে শুনেছ- “নতুন করে আসলে শর্টকাট উপায় শেখার কেন মানেই হয় না!” তাহলে আবার জেনে রাখ, ইন্জিনিয়ারিং প্রস্তুতিতে শর্টকাট জানার কোন দরকার নাই। তুমি এইচএসসিতে যেভাবে করে আসছ ওটাই যদি মনে রাখ তাতেই যথেষ্ট। শুধু ডেলিভারিটা ফাস্ট করলেই হবে। অনেকে এত শর্টকাট করে ফেলে যে শর্টকাটগুলো মনে রাখাই ঝামেলা! তাদের জন্য বলি, এসব চিন্তা বাদ দিয়ে লিখিত প্রস্তুতিই নিতে থাক। আশা করি বুঝতে পেরেছ। রুয়েট, চুয়েট যেহেতু লিখিত আর কুয়েটের প্রশ্নও যেহেতু লিখিত এর অনুরূপ সুতরাং এটা করাই বুদ্ধিমানের কাজ হবে।
শেষসময়ের প্রস্তুতি যদি এককথায় বলি তাহলে অনেকটা এরকম- আগে যেভাবে, যেখান থেকে, যা যা পড়েছ তাই রিভাইজ দিবা আর যে ভার্সিটির পরীক্ষা দিতে যাবে তার ৭ দিন আগে থেকে ওই ভার্সিটির প্রশ্নব্যাক পুনরায় সলভ করবা।
শেষ সময়ে এসে সুস্থ থাকাটও অনেক বড় ব্যাপার। এ কয়টাদিন খাওয়াদাওয়া, ঘুম একটু রুটিন মাফিক কর সেটাই ভাল।
সৃষ্টিকর্তা তোমাদের সহায় হোন। শুভ কামনা সকলের জন্য।
পর্ব ৬ঃ
★কুয়েটের বিভিন্ন এসোসিয়েশনের তালিকা:
/* নিচে উল্লিখিত এলাকাওয়াইজ এসোসিয়েশনগুলির পোস্ট অলরেডি গ্রুপে তোমাদের ভাইয়া-আপুরা দিয়ে দিয়েছে। তোমরা গতকয়েকদিনের পোস্টগুলো একটু স্ক্রল করলেই সেগুলো পেয়ে যাবে। নিজের স্কুলের বা কলেজের ভাইয়া-আপুদের খুঁজে পেতে শুধু সেখান থেকে যেকোন একজনের সাথে কন্টাক্ট করলেই হবে।
এডমিশন টেস্টের দিন মোটামুটি সব এসোসিয়েশনেরই স্টল করা হয়। তোমরা ওইদিন স্টলগুলো থেকেও প্রয়োজনীয় সাহায্য নিতে পারবে। */
ঢাকা বিভাগঃ
• টাঙ্গাইল এসোসিয়েশন অফ কুয়েট: (শুধু টাঙ্গাইল)
• গ্রেটার ফরিদপুর এসোসিয়েশন অফ কুয়েট: (ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর)
• নারায়ণগঞ্জ এসোসিয়েশন অফ কুয়েট:(শুধু নারায়ণগঞ্জ)
• মানিকগঞ্জ এসোসিয়েশন অফ কুয়েট(শুধু মানিকগন্জ)
ময়মনসিংহ বিভাগঃ
• গ্রেটার ময়মনসিংহ এসোসিয়েশন অফ কুয়েট:(ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোণা, শেরপুর, জামালপুর)
চট্টগ্রাম বিভাগঃ
• গ্রেটার কুমিল্লা এসোসিয়েশন অফ কুয়েট: (কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মনবাড়ীয়া)
• চিটাগং এসোসিয়েশন অফ কুয়েট: (চিটাগং, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান)
• গ্রেটার নোয়াখালী এসোসিয়েশন অফ কুয়েট:(নোয়াখালী, লক্ষীপুর, ফেনী)
খুলনা বিভাগঃ
• গ্রেটার খুলনা এসোসিয়েশন অফ কুয়েট: (খুলনা, সাতক্ষীরা)
• বাগেরহাট এসোসিয়েশন অফ কুয়েট (শুধু বাগেরহাট)
• যশোর এসোসিয়েশন অফ কুয়েট: (শুধু যশোর)
• মাগুরা ক্লাব অফ কুয়েটিয়ান্স (শুধু মাগুরা)
• অচিন পাখী এসোসিয়েশন অফ কুয়েট (কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা)
রংপুর বিভাগঃ
• রংপুর এসোসিয়েশন: (শুধু রংপুর)
• গ্রেটার রংপুর-দিনাজপুর এসোসিয়েশন অফ কুয়েট: (দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়)
রাজশাহী বিভাগঃ
• বগুড়া-জয়পুরহাট এসোসিয়েশন অফ কুয়েট: বগুড়া ও জয়পুরহাট।
• এসোসিয়েশন অফ রাজশাহী কুয়েটিয়ান্স (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ)
• নাটোর এসোসিয়েশন অফ কুয়েট: (শুধু নাটোর)
• নওগাঁ এসোসিয়েশন অফ কুয়েট: (শুধু নওগাঁ)
• এসোসিয়েশন অফ কুয়েটিয়ান্স ফ্রম পাবনা-সিরাজগঞ্জ: পাবনা ও সিরাজগঞ্জ।
বরিশাল বিভাগঃ
• গ্রেটার বরিশাল এসোসিয়েশন অফ কুয়েট: (বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠী, বরগুনা)
সিলেট বিভাগঃ
• সিলেট এসোসিয়েশন অফ কুয়েট: (সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ)
বিশেষ কিছু এসোসিয়েশনঃ
• নটরডেম কলেজ এসোসিয়েশন
• আইডিয়াল স্কুল এন্ড কলেজ এসোসিয়েশন অফ কুয়েট
• ঢাকা কলেজ এসোসিয়েশন
• ঢাকা সিটি কলেজ এসোসিয়েশন
• সেন্ট যোসেফ এসোসিয়েশন
• রাজুকিয়ান্স অফ কুয়েট এসোসিয়েশন
• সরকারি বিজ্ঞান কলেজ এসোসিয়েশন
• এসোসিয়েশন অফ ক্যাডেটস
• রেমিয়ানস এসোসিয়েশন অফ কুয়েট
• রাইপাবলিকানস এসোসিয়েশন অফ কুয়েট
• আদমজিয়ান @কুয়েট
★এছাড়াও প্রতিটি ডিপার্টমেন্টের আলাদা আলাদা এসোসিয়েশন আছে।
**এই তালিকাটি তৈরী করা বেশ কঠিন। তাই ভুল-ত্রুটি মার্জনীয়। যেকোন প্রকার সংশোধনী আন্তরিকভাবে গৃহীত হবে।
পর্ব ৭ঃ
জৈব যৌগের ট্রান্সফর্মেশন কিভাবে পড়ব, কিভাবে মনে রাখব গ্রুপে অনেকেই জিজ্ঞাসা করেছ দেখলাম।
গ্যালারী ঘেটে অনেকদিন পর এই ছবিটা খুঁজে পেলাম আজকে।
পুরো জৈবযৌগের ট্রান্সফর্মেশন এক পেজে নিয়ে আসার চেষ্টা করেছিলাম এডমিশন প্রিপারেশনের সময়। এটা থেকে যদি একজনেরও উপকার হয় ধন্য মনে করব আমার পরিশ্রমকে।
পর্ব ৮ঃ
সুপ্রিয় এডমিশন পরীক্ষার্থীরা কি খবর তোমাদের?
মেডিকেল, ঢাবি, বুয়েটের রেজাল্ট তো হয়ে গেল। তো নেক্সট টার্গেট কি? এখনও ৩ টি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তো বাকি! (কালকে অবশ্য রুয়েটের) ভর্তিযুদ্ধ তো এখনও শেষ হয়নি! শেষপর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই করে যাওয়াই তো বীরের লক্ষণ নাকি বল? আচ্ছা তাহলে মাথা ঠান্ডা রেখে, পাশের বাসার আন্টিদের কথায় কান না দিয়ে তোমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা কর।
আমি এখানে গত কয়েকদিনের করা প্রশ্নগুলোর উত্তর দেয়ার চেষ্টা করছি এই পোস্টে।
১. এডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমরা নিচের লিংকটি ফলো করতে পার। পরীক্ষার আগের দিন পর্যন্ত এডমিট কার্ড নামাতে পারবে। ডাউনলোড কৃত ফর্মটি A4 সাইজের (৮০ গ্রাম) পেইজে প্রিন্ট আউট করাতে হবে। পরীক্ষার দিনের অনাকাঙ্ক্ষিত আবহাওয়ার কথা বিবেচনা করে তোমরা চাইলে প্রিন্টকৃত এডমিট কার্ডটির ১ কপি ফটোকপি কাছে রাখতে পার।
http://admission.kuet.ac.bd/admission/frmLogin.aspx
২. এলাউড ক্যালকুলেটরের লিস্টের ছবি এখানে দিয়ে দিলাম দেখে নিও। পরীক্ষার হলে ২ টি ক্যালকুলেটর
নিয়ে যেতে পারবে তবে রাফ ক্যালকুলেশনের জন্য কোন এক্সট্রা কাগজ পাবে না। প্রশ্নের মধ্যেই এনাফ ফাঁকা জায়গা থাকে ওখানেই করতে পারবে।
৩. পরীক্ষার আসনগুলোর ম্যাপ এখানে দিয়ে দিলাম দেখে নিও।
৪. প্রতিটি ভুল উত্তরের জন্য ২৫% মার্কস কাটা যাবে। সুতরাং উত্তর দাগানোর সময় খুব সাবধানতা অবলম্বন করবে।
৫. এক্সাক্টলি কত পেলে চান্স পাবে এটা আসলে বলা মুশকিল। তবে তুমি যদি যেকোন ভার্সিটিতে ৬০% উত্তর নির্ভুলভাবে করতে পার তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চত। যেহেতু নেগেটিভ মার্কিং আছে সো শিওর না হয়ে কোন কিছু দাগাতে যেও না।
৬. কিভাবে খুলনায় আসবে এটা নিতান্তই তোমার ব্যাপার তবে সম্ভবহলে চেষ্টা করবে ১ দিন আগেই খুলনায় এসে তোমার আসনের জায়গাটি দেখে নিতে। আর যারা খুলনার লোকাল বা খুলনা শহরে হোটেলে থাকবে চেষ্টা করবে মিনিমাম ১.৫ ঘন্টা সময় হাতে নিয়ে বের হওয়ার। কারণ পরীক্ষার দিন রাস্তায় বেশ জ্যাম থাকে।
৭. ধরে নিলাম যারা মেডিকেল, ঢাবি, বুয়েটে টিকেছে তারা আসবে না পরীক্ষা দিতে। তাহলে প্রতিযোগিতাটা কিন্তু অনেকটা সহজ হয়ে গেল তাই না? তবে এটাও মনে রেখ, তখন কিন্তু সিরিয়াল গতবারের মত ৪৫০০ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা নেই! এটা ভেবে ভালভাবে পরীক্ষা দিও।
কালকে রুয়েটের পরীক্ষা তাই তো?
শেষসময়ে সব সূত্রগুলো দেখে নিও। আর একদম টেনশন করো না। যেহেতু লিখিত পরীক্ষা সো চেষ্টা করবে কোন কিছু ছেড়ে না আসার । শেষসময়ে তোমার সর্বোচ্চটা দাও। সৃষ্টিকর্তা তোমাদের সহায় হোন।
কুয়েটের সবুজ, পরিচ্ছন্ন, প্রাণবন্ত ক্যাম্পাসে স্বাগতম তোমাদের।
পর্ব ৯ঃ
বছরঘুরে এডমিশন টেস্ট আসবে আর ক্যাম্পাসে শুরু হবে উৎসব। এ যেন নতুনদেরকে নিজেদের আঙ্গিনায় স্বাগত জানানো! গতবছর ১৬ ব্যাচের আমরা ১৭ ব্যাচের জন্য সবরকম আয়োজন করেছিলাম আর এবার ঠিক তেমনি ১৭ ব্যাচ ১৮ ব্যাচের জন্য। নবাগত যারা পরীক্ষা দিতে আসবে এসেই বুঝতে পারবে তোমাদের ইমিডিয়েট সিনিয়র ভাইয়া-আপুরা কতটা আগ্রহ নিয়ে আছে ২৭শে অক্টোবর এই দিনটির জন্য।
ক্যাম্পাসে স্বাগতম সবাইকে 🙂
পর্ব ১০ঃ
দেখতে দেখতে রুয়েট পরীক্ষাও তাহলে শেষ হয়ে গেল!কুয়েট এডমিশন টেস্টের সময়ও ঘনিয়ে আসছে। তোমরা যেমন আসা, থাকা, পরীক্ষা দেয়ার চিন্তা মাথায় নিয়ে ঘুরছ এদিকে তোমাদের বড় ভাইয়া-আপুদেরও দৌড়াদৌড়ি বেড়ে গেছে কিন্তু, তোমাদের যাতে কোন সমস্যায় পড়তে না হয়, কোনরকম কোন জিজ্ঞাসার বা প্রয়োজনে তৎক্ষণাৎ সাহায্য করতে পারে।
এই পর্বে প্রতিযোগী, পরীক্ষার আসনবিন্যাস নিয়ে বলার চেষ্টা করছি।
১. এবারের টোটাল ক্যান্ডিডেট ১০৭৩০ জন। সুতরাং প্রতিটি সিটের বিপরীতে প্রায় ১১ জন করে লড়বে! কয়েকটি ভার্সিটির রেজাল্টও দিয়ে দিয়েছে এর মধ্যে। তাহলে যুদ্ধ কি সহজ হয়ে গেল অনেকটা? এরকম ভাবাটা বোকামি নয় কি! কে পরীক্ষা দিবে না দিবে সেটা না ভেবে নিজেই যাতে নিজেকে ছাড়িয়ে যেতে পার সেদিকে খেয়াল রাখ। অন্য ভার্সিটিতে তোমার কেমন পজিশন এসেছে বা কেমন পরীক্ষা দিয়েছ এটা কিন্তু এখানে কোন প্রভাব ফেলবে না। পরীক্ষার ২.৫ ঘন্টা মাথা ঠান্ডা রেখে নিজের সর্বোচ্চটুকু দিয়ে কে কতটা সময়কে কাজে লাগাতে পারছে সেটাই বড় বিষয়।
২. পরীক্ষার আসনবিন্যাস এখন থেকে তোমরা ঘরে বসে অনলাইনেই শুধু এপ্লিকেশন সিরিয়াল নাম্বার দিয়ে দেখতে পাবে নিচের লিংকে গিয়ে। এরপরেও যদি মনে হয় যে ভাইয়া আসনবিন্যাসের ছবিটা দিয়ে দিলে খুব উপকৃত হতাম, তোমাদের জন্য নিচের ছবিটা 🙂
http://admission.kuet.ac.bd/fNotice/eligible_list_02102019op.pdf
৩. আগের পর্বে ম্যাপে সিট প্লান নিয়ে পোস্ট দিয়েছিলাম। ওটা কষ্ট করে দেখে নিও।
পরবর্তী পর্বে পরীক্ষার টুকিনাকি নিয়ে হাজির হব।আমাদের সাথেই থাক।
সবুজ ক্যাম্পাসে স্বাগতম।
শুভ কামনা রইল সবার জন্য।
পর্ব ১১ঃখুলনা থেকে কুয়েট আসা-যাওয়া ও থাকাঃ
কুয়েট খুলনা শহর থেকে প্রায় ১৩ কিমি উত্তরে, খানজাহান আলী থানার অন্তর্গত ফুলবাড়ীগেট নামক জায়গায় অবস্থিত এবং সড়কপথে ভালোভাবে সংযুক্ত!
খুলনা শহরের গুরুত্বপূর্ন পয়েন্ট গুলো হচ্ছে সোনাডাঙ্গা, শিববাড়ী মোড়, গল্লামারী , নিরালা, ময়লাপোতা , রূপসা, রয়েল মোড়, ডাকবাংলা, নিউমার্কেট, বয়রা! এছাড়া কুয়েটের কাছের থানা দৌলতপুর।
সোনাডাঙ্গা থেকে ইজি বাইকে সরাসরি কুয়েট যাওয়া যায়, সময় লাগে কিছুটা বেশি, ৪০ -৫০ মিনিট প্রায়, দ্রুত আসতে চাইলে সোনাডাঙ্গার ঠিক কাছেই শিববাড়ী মোড়ে চলে আসতে হবে ইজি বাইকে (৫৳) , সেখান থেকে থ্রি হুইলার (মাহিন্দ্রা ডাকনাম) এ করে সরাসরি ফুলবাড়ীগেট আসতে পারবেন (২৫৳) সময় লাগে ২৫-৩০ মি. এর মত
শিববাড়ী থেকে আসার প্রসেস তো এটাই! গল্লামারী সোনাডাঙ্গার ঠিক পাশেই, এখান শিববাড়ী মোড় এসে(১০৳) আবার মাহিন্দ্রা তে উঠতে হবে (কিছুটা কম সময়ে আসার জন্য)
নিরালা থেকে আসার জন্যে কনভেনিয়েন্ট হলো ডাকবাংলা চলে এসে(১০৳) মাহিন্দ্রা তে ওঠা (২৫৳)
ময়লাপোতা থেকে ইজি বাইকে শিববাড়ী এসে(৫৳)
ফুলবাড়ীগেটের মাহিন্দ্রা।
রুপসা থেকে সরাসরি ফুলবাড়ীগেট আসার মাহিন্দ্রা পাবেন (৩০৳) সময় লাগে ৩০ -৪৫ মি.
রয়েল মোড় থেকেও একই উপায়, রুপসা থেকে আসা মাহিন্দ্রা গুলো রয়েল মোড় হয়ে যায়, (৩০৳)
ডাকবাংলা থেকে সরাসরি মাহিন্দ্রা তে ফুলবাড়ীগেট (২৫৳) সময় লাগে ৩০ মি. এর মতো
খুলনা রেলস্টেশন ডাকবাংলা আর শিববাড়ীর মাঝেই ,
নিউমার্কেট শিববাড়ীর পাশেই অবস্থিত, ডাকবাংলা -রুপসা থেকে আসা মাহিন্দ্রাগুলো নিয়ে যাবে, (২৫৳)
বয়রা থেকে দৌলতপুর ইজি বাইকে(১০৳) এসে সেখান থেকে ফুলবাড়ীগেট (১০৳) ৩০ মি. এর মত লাগবে।
উপরের প্রত্যেকটা জায়গা থেকে ইজি বাইক ও পাবেন ফুলবাড়ীগেট আসার, রিজার্ভ ও নিতে পারবেন।
*খুলনা শহর সাধারনত কখনো জ্যাম পড়েনা, তবে পরীক্ষার দিনে দৌলতপুর থেকে ফুলবাড়ীগেট যাওয়ার ৪ কিমি. তে জ্যাম পড়ে, তাই নির্ধারিত হিসাবকৃত সময় থেকে কমপক্ষে আধঘন্টা আগে বেরিয়ে পড়া উচিত, আর ভাড়া ও কিছুটা বেশি রাখতে পারে।
ঢাকা থেকে ট্রেনে আসলে দৌলতপুর স্টেশনে নেমে গিয়ে ইজি বাইক /থ্রি হুইলারে কুয়েট (১০৳)!
আরিচা হয়ে আসলে পথিমধ্যেই ফুলবাড়ীগেট নেমে যাবেন ”
*পরীক্ষার হল সবগুলোই কুয়েটের ভেতরে কিংবা পায়ে হাটা দূরত্বে, তাই যেখানেই রাতে থাকা হোক না কেন প্রথমে কুয়েটে বা ফুলবাড়ীগেটে আসতে হবে! এরপর যাদের সিট ক্যাম্পাসের ভিতরে হাতে সময় থাকলে তারা পায়ে হেঁটেই যেতে পারবে আর যাদের সিট TTC, HTTI এর ওদিকে পড়েছে তারা ফুলবাড়ীগেট থেকে রিক্সা বা অটোরিক্সায় যেতে পারবেন(১০৳)।
এবার থাকা!
কুয়েটে প্রত্যেক বছরেই সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে যার অর্ধেক ও একোমোডেট করার ক্ষমতা নেই শহরের হোটেলগুলোতে,
ঐতিহ্যগতভাবেই কুয়েটিয়ানরা তাই নিজে বাইরে থেকেও পরীক্ষার্থীদের থাকার সুযোগ করে দেয়,
ক্যাম্পাসের হলগুলোতে আর আশেপাশের মেসগুলোতে থাকার সুযোগ থাকে, এর জন্যে গ্রুপের যে কোনো কুয়েটিয়ানকে নক দিলেই হবে, থাকার ব্যবস্থা হয়ে যাবে , আপত্তির কিছু নেই, পরীক্ষার্থীদের কুয়েটিয়ানরা নিজের ভাইয়ের মত বিবেচনা করে ! এছাড়াও এলাকাভিত্তিক এসোসিয়েশনের কুয়েটিয়ানদের কাছেও সম্পূর্ন সহযোগিতা পাবেন!
মেয়েদের জন্যেও রোকেয়া হলে থাকার সুযোগ পাবেন,
হঠাৎ এসে কোনো হোটেল না পেলে কিংবা কোথাও যেতে না চাইলে কুয়েট সেন্ট্রাল মসজিদে থাকতে পারবেন!
আর বাইরে থাকতে চাইলে খুলনা শহরের ডাকবাংলায় বেশ কয়েকটা হোটেল আছে, তাছাড়া রয়েল মোড়ে হোটেল রয়েল, ক্যাসল সালাম, শিববাড়ী মোড়ে সিটি ইন এবং টাইগার গার্ডেন ভালো মানের হোটেল, এডমিশন পরীক্ষার সময় সিট পাওয়া যায়না তাই আগে থেকেই বুক দিয়ে রাখতে হয়!
পরীক্ষার্থীদের থাকার কথা চিন্তা করে গতবারের মত এবারও হোটেল টাইগার গার্ডেন ফ্রিতে থাকার ব্যবস্থা করেছে। কারো খুব সমস্যা থাকলে কন্ট্যাকৃট করতে পারেন নিচের লিংকেঃ
ঢাকা থেকে এসে হোটেলে উঠতে হলে আরিচা রুটের গাড়িগুলো রয়েল মোড়ে এসে দাড়ায়, শিববাড়ী কিংবা ডাকবাংলার হোটেলগুলোর জন্য ইজি বাইকেই যেতে পারবেন
*কুয়েটে থাকার চিন্তা করলে অনুরোধ থাকবে ছেলেদের অভিভাবক না আনার, এতসংখ্যক শিক্ষার্থীকে থাকার সুযোগ করতে যথেষ্ট বেগ পেতে হয়, একজন পরীক্ষার্থীর সাথে দুই তিনজন অভিভাবক আসলে সকলের ই কষ্টের কারন হয়ে যায় |
*পরীক্ষার সময় ভাড়া ৫-১০৳ এদিক সেদিক হতে পারে। ভাল হয় যদি ভাড়া শুনে উঠে পড়েন! আপাতত এটুকুই, এই সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন!
i. খুলনায় যেকোনো জায়গা থেকে ‘ইজি-বাইক’-এ করে কুয়েটে আসতে পারবে। হাতে কিছুটা সময় নিয়ে (কমপক্ষে ১.৫ ঘন্টা) এসো; পরীক্ষার দিনে যানজট হতে পারে।
ii. KUET, ‘ফুলবাড়ি গেট’ বাস স্টপেজের পাশেই (তেলিগাতী)। হেঁটে ক্যাম্পাসে আসতে ৫ মিনিট লাগবে।
iii. কুয়েটের মেইন-গেটের সামনে অনেকগুলো স্টল দেখতে পাবে। দরকারি তথ্যগুলো এসব স্টল থেকে জেনে নিও। স্টলগুলোর তালিকা:
https://goo.gl/ansQsz
iv. KUET এর পাশাপাশি পরীক্ষার অন্যান্য কেন্দ্রগুলো হল: KUET School, Teachers Training College, HSTTI (Higher Secondary Teachers Training Institute), Laboratory High School, TTC-Boys আর TTC-Girls। প্রতিটি কেন্দ্রই কুয়েট সংলগ্ন। হেঁটে যেতে সময় লাগবে ১০ মিনিট।
v. কুয়েটের ক্যাম্পাস আর পরীক্ষা-কেন্দ্রগুলোর ম্যাপ:
http://admission.kuet.ac.bd/examcenter/
Seat Plan http://admission.kuet.ac.bd/fNotice/seat_plan.pdf
Car parking Zone http://admission.kuet.ac.bd/adm/Images/car_parking_Zone.png
vi. শুধু admit card আনলেই চলবে। আর কোন ডকুমেন্টের প্রয়োজন নেই। admit card ডাউনলোড করানোর জন্য:
http://admission.kuet.ac.bd/admission/frmLogin.aspx
ডাউনলোড করিয়ে প্রিন্ট করিয়ে নিবে A4 সাইজের ৮০ গ্রাম পেইজে। পরীক্ষার দিনের আবহাওয়ার কথা বিবেচনা করে ১ কপি ফটোকপি করে রাখলে ভাল।
সম্ভবহলে ওয়াটারপ্রুফ ফাইল ব্যবহার কোরো।
*এডমিট কার্ড হারিয়ে গেলে ফটোকপির অ্যাটাস্টেড কপি নিয়ে আসলেও চলবে।
vii. প্রশ্ন বাংলা আর ইংরেজি দুই মাধ্যমেই হবে। ফর্ম ফিল-আপের সময় যে মাধ্যমটা চয়েস করেছ, সেই মাধ্যমে উত্তর দেবে।
viii. রাফ করার জন্য কোন রাফ পেইজ সরবরাহ করা হয় না। তবে প্রশ্নেই এনাফ পরিমাণ ফাঁকা জায়গা থাকে যেগুলোতে তোমরা তোমাদের টুকটাক ক্যালকুলেশনগুলো করতে পারবে।
ix. একটার বেশী ক্যালকুলেটর নিবে না; নিলে জমা দিয়ে দিবে। অনুমোদিত ক্যালকুলেটরের তালিকা:
http://admission.kuet.ac.bd/fNotice/List_of_ACCEPTABLE_Calculators_List.pdf
x. পরীক্ষার হলে ক্যালকুলেটর আর হাতঘড়ি ছাড়া আর কোন ডিভাইস আনবে না। স্মার্ট ওয়াচ থেকে সাবধান। এটি কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয়!
পানির বোতল সাথে রাখতে পারবে।
xi. পেন্সিল/কলম যেটা খুশি, সেটা দিয়ে দাগাতে পার। তবে বৃত্তের ভেতরের letter যেন দেখা না যায়। পেন্সিলের মধ্যে 2B-টা ব্যবহার করতে পার।
xii. প্রতিটি ভুল উত্তরের জন্য mathematics, physics আর chemistry তে ১.৫ নম্বর করে আর Functional English এ ০.৫ নম্বর করে কাটা যাবে।
xiii. অনুমান নির্ভর দাগাবে না। এটা কিন্তু লটারি নয়। যাই দাগাবে, বুঝে দাগাবে।
xiv. পাশ/ফেল নিয়ে কোন চিন্তা নেই। প্রতিটি subject এ আলাদাভাবে পাশ করতে হবে না।
xv. সংরক্ষিত আসনে ভর্তি হতে গেলেও প্রথমে মেরিট লিস্টে সিরিয়াল আসতে হবে।
xvi. একাধিক প্রার্থী একই নম্বর পেলে subject preference অনুযায়ী মেধা-স্থান ঠিক করা হবে। (subject preference: Mathematics, Physics, Chemistry, English)
xvii. KUET authority থেকে ৫ নভেম্বর, ২০১৮ তারিখে result প্রকাশ করার কথা বলা হয়েছে। তবে, সাধারণত পরীক্ষা হবার দুই/তিন দিনের ভেতর result প্রকাশ করা হয়।
xviii. Traditionally রাতে রেজাল্ট প্রকাশ করা হয়। তাই সন্ধ্যার পর থেকে চোখ রাখতে পার KUET এর website http://www.kuet.ac.bd এ।
শেষসময়ে এসে বইয়ের অধ্যায়গুলোর সকল সূত্র, এতদিন শিখে আসা টেকনিকগুলোতে চোখ বুলিয়ে নিও। মাথা ঠান্ডা রেখে কনসেপ্টগুলোকে ঠিকঠাকভাবে কাজে লাগিও।
শুভকামনা সকলের জন্য।
পর্ব ১৩ঃ
Meanwhile ওরা যারা ৯০+ MCQ দাগিয়েছে দেখা যাবে হয়ত তারা চান্সই পাবে না 😃
সুতরাং অন্যের কথা শুনে প্যানিকড হওয়ার কিছু নেই তোমাদের। নেক্সট পরীক্ষায় মনোযোগ দাও। তবে যারা নির্ভুলভাবে ৬০% উত্তর করেছ তারা নির্ভার থাকতে পার!
Traditionally কুয়েট এডমিশন টেস্টের রেজাল্ট রাতের বেলা দেয়। আশা করছি ২-৩ দিনের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে সবাই। যেকোন তথ্য জানতে গ্রুপের সাথেই থাক।
তোমাদের দেয়া কমপ্লিমেন্টসগুলোর জন্য ধন্যবাদ। আমরা কুয়েটিয়ানরা এমনই! 🙂প্রতিবছর শুধু legacy টাকে বহন করে নিয়ে যাচ্ছে ইমিডিয়েট সিনিয়র ব্যাচ। সামনের বার তোমরাও এটাকে একধাপ এগিয়ে নিবে 🙂
শুভকামনা সকলের জন্য।
পর্ব ১৪:
মেরিট এলোকেশন…
গত কয়েক বছরের মেরিট এলোকেশন পর্যালোচনা করলে দেখা যায় গত ২ বছর লাস্ট সিরিয়াল ছিল ৪ হাজারের উপরে।
গত ২ বছরের সাথে এবছরের চিত্রপট তুলনা করলে দেখা যায় কোন বারই এবছরের মত পরিস্থিতি হয় নি যে বুয়েট, ঢাবি, মেডিকেলের রেজাল্ট আগেই দিয়ে দিয়েছে! স্বভাবতই এর প্রতিফলন ঘটেছে এবছরের উপস্থিতিতে! এবারে মোট উপস্থিতি ছিল ৭২৮৫ জন! (প্রায় ৬৮%) যেখানে টোটাল পরীক্ষার্থীর সংখ্যা হওয়ার কথা ছিল ১০৭৩০ জন!
সুতরাং ধারণা করা হচ্ছে ২০১৫ সালের মত (এবছরের অনুরূপ পরিস্থিতি ছিল) এবছরও ৩০০০ এর আগেই সব সিট ফিলআপ হয়ে যাবে। তাই আশা না হারিয়ে অন্যান্য ভার্সিটিগুলোর পরীক্ষা দেয়াই বুদ্ধিমানের কাজ নয় কি!
গতপোস্টেও বলেছিলাম আবারও বলি যারা ৬০% নির্ভুলভাবে উত্তর করেছ তোমরা মোটামুটিভাবে নিশ্চিত থাকতে পার যে তোমার পজিশন আসবেই। উড়ো কথায় কান না দিয়ে স্থির হয়ে অন্যান্য পরীক্ষাগুলোর প্রিপারেশন নিতে থাক। Tradition ওয়াইজ আগামী ২-১ দিনের মধ্যেই রেজাল্ট দেয়ার সমূহ সম্ভাবনা আছে। সুতরাং রেজাল্ট হল কিনা? বা আজকে দিবে কিনা এটা নিয়ে প্লিজ আর উৎকন্ঠিত হয়ো না! রেজাল্ট দেয়ার সাথে সাথে গ্রুপ থেকে তৎক্ষণাৎ জানতে পারবে এটুকু বিশ্বাস তোমরা আমাদের উপর রাখতে পার।
*আজকে রাতে রেজাল্ট দেয়ার আর কোন সম্ভাবনা নাই।
শুভকামনা রইল।
পর্ব ১৫ঃ
→অনেকেই প্রশ্ন করছ,ভাইয়া পজিশন তো যা আসছে আলহামদুলিল্লাহ ভাল, এখন প্রশ্ন হল কোন সাবজেক্ট আমার জন্য ভাল হবে বা আমার প্যাশনের সাথে যাবে সেটা কেমনে বুঝব ভাই?
-আচ্ছা প্রথমত আমাদের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন।
অনেকেই অনেক ভাল করেছ দেখলাম। যাদের একটু খারাপ হয়েছে তাদের উদ্দেশ্যে বলি-গুণীজনেরা সবসময় একটা কথা বলেন, সেটা অনেকটা এমন-সফল হওয়ার জন্য নির্দিষ্ট কোন টনিক নেই! যা প্রয়োজন সেটা হল তোমার পছন্দসই একটা কাজ আর অনেকখানি পরিশ্রমের গল্প। তাহলে! ব্যাপারটা কি তাহলে এমন দাঁড়াল যে, কুয়েটে পড়লেই তুমি অনেক ভাল করে ফেলবে, নচেৎ করতে পারবে না!? এমনটা ভাবা আসলে বোকামি বৈ আর কিছু নয়! সুতরাং যারা ভাল করতে পার নি তোমাদের জন্য হয়ত আর ভাল কিছু অপেক্ষা করছে সামনে! একটুখানি ধৈর্য্যের সাথে অনেকখানি ত্যাগ মিশিয়ে শেষসময়ে তোমাদের মূল্যবান সময় থেকে গুটিকিছু সময় বের করে নিজেদের সর্বোচ্চটুকুর দিকে ব্যয় কর! অনেক অনেক শুভকামনা রইল।
→কোন সাবজেক্ট তোমার জন্য ভাল হবে বা কোন সাবজেক্টে তোমার পড়া উচিত বা তোমার প্যাশন কোন দিকে এটা যদি ঠিক করতে না পার তাহলে বলব যে সম্ভব হলে ইন্জিনিয়ারিং পাশ করা বা পড়ুয়া রিলেটিভ বা ভাইয়া-আপুদের সাথে কথা বল। উনারা তোমাদের ভালভাবে গাইড করতে পারবেন। এছাড়াও গুগল, ইউটিউবে একটু ঘাটাঘাটি করলে রিলেটেড টপিকের অনেক কিছু পেয়ে যাবে। সুতরাং তোমরা যারা অলস সময় পার করবে বলে ভাবছ তোমরা এই কাজটি অনায়াসেই করতে পার!
★সবশেষে বলব যে, যার কাছ থেকেই শুন না কেন সাবজেক্ট চয়েস লিস্ট দেয়ার আগে বা সাবজেক্ট নেয়ার সময় সবসময় নিজের সিদ্ধান্তটিকে প্রাধান্য দিবে কারণ অন্যের বুদ্ধিতে সাবজেক্টটি নিয়ে নিলেও দিন শেষে তোমাকেই এর ভুক্তভোগী হতে হবে!
আমি এখানে লিংকে কুয়েটের নতুনখোলা ২টি ডিপার্টমেন্টসহ সবগুলো সাবজেক্টের সাবজেক্ট রিভিউ দিয়ে দিলাম। দেখে নিও! আশা করি রিভিউগুলো থেকে তোমরা তোমাদের পছন্দের জায়গাটি খুঁজে নিতে পারবে।
ক্যাম্পাসে স্বাগতম সবাইকে।
পর্ব ১৬ঃ (According to 2018)
ভর্তি সম্বন্ধীয়…
আগামী ৬ তারিখ থেকে ১০ তারিখ সকাল ৮ টা পর্যন্ত তোমরা অনলাইনে তোমাদের এপ্লিকেশন সিরিয়াল ও পাসওয়ার্ড ব্যবহার করে ড্যাশবোর্ডে লগইনের মাধ্যমে চয়েস লিস্ট দিতে পারবে। চয়েস লিস্ট ১০ তারিখ সকাল ৮ টা পর্যন্ত একাধিকবার পরিবর্তন করতে পারবে। তবে রিপোর্টিং এর জন্য প্রিন্ট আউট করার পর আর পরিবর্তন করতে পারবে না। প্রাথমিকভাবে ১-১৫০০ সিরিয়াল পর্যন্ত শুধু চয়েস লিস্ট দিতে পারবে। আগামী ১৩ তারিখ রাতে পরবর্তী কল বিষয়ক নোটিশ জানতে পারবে।
★প্রয়োজনীয় কাগজপত্রসমূহঃ
- • বোর্ডপ্রদত্ত একাডেমিক ট্রান্সস্ক্রিপ্ট/গ্রেডশীটসমূহ।
• এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র/ রেজিস্ট্রেশন কার্ড।
• এসএসসি পরীক্ষার মূল/ সাময়িক সনদপত্র,
এইচএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র।
• সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
• স্বাক্ষরসহ প্রিন্ট আউটকৃত বিভাগ পছন্দক্রম। - ★গুরুত্বপূর্ণ তারিখসমূহঃ
- • রিপোর্টিং ও স্বাস্থ্যপরীক্ষা ১০.১১.১৮ সকাল ৯ টা থেকে বেলা ১ টা।
•ভর্তি ১১.১১.১৮ থেকে ১২.১১.১৮ তারিখের মধ্যে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টার মধ্যে কুয়েট সংলগ্ন জনতা ব্যাংকে টাকা জমা দেয়ার মাধ্যমে। টাকা জমা দেয়ার পর রশিদের শিক্ষা শাখার অংশটি প্রশাসনিক ভবনপর শিক্ষা শাখায় গিয়ে জমা দিতে হবে।
Related Blog