আহসান স্যার বি আই টি, খুলনা(এখন কুয়েট) মেকানিক্যাল ৯৩ ব্যাচের স্টূডেন্ট ছিলেন। এখানে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফ্যাকাল্টিতে যোগ দিয়েছিলেন। পরে হায়ার স্টাডিজের জন্য ইউ এস এ তে চলে গিয়েছিলেন। 🙂 এরপর সেখানে এখন ইউনিভার্সিটি অফ টেক্সাস এল পাসো এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর চেয়ারপারসন, সাথে নাসার রিসার্চ সেন্টারের ডিরেক্টর।
( প্রোফাইলঃ https://faculty.utep.edu/Default.aspx… )

মেকানিক্যালের এলামনাই এর লিস্টে দেখলামঃ
১.হাসানুল করিম ভাই-(মেকানিক্যাল ২ক৫)- Intel জব করে।
২. অমিত চক্রবর্তি ভাই(মেকানিক্যালে ২কে৫) – Ford Motor Company এ আছেন।
৩. তাসনিয়া আহমেদ পংতি আপু( মেকানিক্যাল ২ক৬)- Apple এ আছেন।
আরো দেখতে এই ভিডিও লিংকে গিয়ে দেখতে পারো https://www.youtube.com/watch?v=yxXIsNyJRso
এরকম ড্রিম কোম্পানী ছাড়াও আরো বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানীতে আমাদেরই বড় ভাইয়ারা আছেন।

তাছাড়া, Waltonbd তে ১২০+ ইঞ্জিনিয়ার কুয়েটের। তার মধ্যে ৮০ জন মেকানিক্যাল থেকে। ওয়ালটনের একটা গুরত্বপূর্ণ একোমপ্লিশমেন্টে কুয়েটিয়ানদের অবদান ছিলো অনেক বেশি! পৃথিবীর ১৫ তম কোম্পানী হিসেবে ফ্রিজের কম্প্রেসর নিজস্ব ডিজাইন+টেকনোলজি দিয়ে উৎপাদন শুরু করে। আগে সেটা অনেক দাম দিয়ে কিনে আনা লাগতো! কিন্তু যখন কম্প্রেসর ডিজাইন করা হয় তখন ওয়ালটনের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে সবই কুয়েটিয়ান ছিলো।

অন্যান্য ডিপার্টমেন্টেও অনেক উদাহরন আছে! এই যে সিএসই এর মিফতাহ ভাই! 🙂 উনার সিলিকন ভ্যালিতে নিজস্ব কোম্পানী আছে।

ভালোবাসার ১০১ একর:About KUET:::-

CUian থেকে KUETian, CSEian থেকে Civilian: একটি ইচ্ছাশক্তির জয়

Sylebus of KUET

SUSTIAN থেকে KUETIAN (ইম্প্রুভ দিয়ে স্বপ্ন জয়ের কাহিনী)

KUET Review

In Website