অধিক জনসংখ্যা, ক্রমবর্ধমান চাহিদা ত্রবং অপ্রতুল ভূমির কারণে বাংলাদেশের টেকসই ভূমি ব্যবস্থাপনা ও ভূমি প্রশাসন, ভূমি নীতি ও আইন অধ্যয়ন ত্রবং অধিকতর জ্ঞান অর্জনের জন্য দেশকে এগিয়ে নেয়া জরুরী।

ত্র দেশে ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন বিষয়ে কর্মরত জনবলের অধিকাংশরই এই বিষয়ের কোন ডিগ্রী নেই। তাই মূলত তারা ত্রই বিষয়ে ওয়াকিবহল নয়।

বাংলাদেশের প্রেক্ষাপটে, টেকসই ভূমি ব্যবস্থাপনা অর্জনের জন্য ভূমি বিষয়ক স্থানীয় ও জাতীয় পর্যায়ের সরকারি অফিসসমূহে সংশ্লিষ্ট বিষয়ে ওয়াকিবহাল জনগণ নিয়োগ বর্তমান সময়ের চাহিদা ও অত্যন্ত জরুরী একটি বিষয়।

পবিপ্রবি ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসনের উপর স্নাতক ও ম্নাতকোত্তর পর্যায়ের ডিগ্রি প্রদানের উদ্দেশ্যে ২০১৫-২০১৬ শিক্ষা বর্ষ থেকে Land Management and Administration অনুষদের অধীনে ৫ টি বিভাগ ( Land Policy & Law, Land Administration, Geomatics, Geodesy, Land Record & Transformation) খোলা হয় ত্রবং Bachelor of Science in Land Management & Administration ( Hons.) কোর্সে ছাত্রছাত্রী ভর্তি শুরু হয়।

পরবর্তীতে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক ডিগ্রির নাম পরিবর্তন করে Bachelor Of Law (Hons.) in Law & Land Administration করা হয়। বর্তমানে ২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য অনুষদের নাম পরিবর্তন করে Law & Land Administration ত্রবং ৫ টি বিভাগের পরিবর্তে ১ টি বিভাগ Law & Land Administration করা হয়।

অত্র বিভাগের অধীনেই আইন ত্রবং ভূমি প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে।

এটি মূলত আইনের ডিগ্রি মানে এলএলবি ডিগ্রি প্রদান করে।

প্রথমতঃ সরাসরি আইন পড়ে যে ক্যারিয়ার গড়তে পারবেন এখান থেকেও সেগুলো পারবেন। এ নিয়ে অনেকেই বিতর্ক ছড়াচ্ছে। বিষয়টা তারা না জেনে বা ইচ্ছেকৃতভাবে করছে।

উদাহরণস্বরূপ আপনারা চাকরির সার্কুলারে দেখবেন সার্কুলার প্রদানকারীরা ডিগ্রি মেনশন করে। স্পেসিফিক সাবজেক্ট খুব কম মেনশন করে। এটা দেখে আপনারা নিশ্চিত হতে পারেন।

দ্বিতীয়তঃ এখান থেকে পড়ে জেনারেল ক্যাডার, ব্যাংক জব সহ অন্যান্য সাধারণ প্রথম এবং দ্বিতীয় গ্রেডের জবগুলোতে আবেদন করতে পারেন।

এক্ষেত্রে আপনি বিসিএস ও পাচ্ছেন, বিজিএসও পাচ্ছেন। সোনার হরিণ বললে সেটা মন্দ হবে নাহ একদম। বাংলাদেশের সবচেয়ে দুটো সম্মানীয় পেশা।

তৃতীয়তঃ যেহেতু এই ডিগ্রিতে ল্যান্ড মানে ভূমিকে প্রাধান্য দিচ্ছে এবং সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে এটি চালু হইছে। এটা নিশ্চিত থাকতে পারেন যে ভূমি সেক্টরগুলোতে এই আইনের ডিগ্রীধারীরা প্রাধান্য পাবে।

এক্ষেত্রে এমনও হতে পারে ভবিষ্যতে এসিল্যান্ড, রেজিস্ট্রার, সাবরেজিস্টার ইত্যাদি ইত্যাদি নামি-দামি জব শুধু এই ডিগ্রিধারীরা আবেদন করতে পারবে।

চতুর্থতঃ সব ধরণের সাধারণ বেসরকারি জবে আবেদন করতে পারবেন।

একটা বিষয় ক্লিয়ার করিঃ অনেক আসন থাকার পরও একজন শিক্ষার্থীকে ভার্সিটিতে চান্স পেতে যেমন অনেক কষ্ট করতে হয়, তেমনি জবের ক্ষেত্রে তার ৫ গুণ বেশি কষ্ট করতে হয়। কারণ তখন লক্ষ লক্ষ গ্রাজুয়েটরা অপেক্ষা করে চাকরির জন্য।

সেক্ষেত্রে আইনের ডিগ্রিধারীরা বহুবিধ সেক্টরে আবেদন করার সুযোগ পায়। সেজন্য আমার মনে হয় নিঃসন্দেহে এটা সেরা সাবজেক্ট ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে।

স্পেসিফিক কিছু বিশেষ জবের ক্ষেত্রসমূহঃ

১. বিচারক(জাজ)
২. বিসিএস ক্যাডার
৩. এডভোকেট
৪. আইনবিদ
৫. ব্যাংক জব
৬. লিগ্যাল এডভাইজার
৭. বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
৮. আর্মিতে লিগ্যাল কোঠায় মেজর
৯.এনজিও
১০. ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানি
★ইত্যাদি ইত্যাদি বহুবিধ জব।

জীবন আপনার এবং সিদ্ধান্তও আপনার। আপনি কোন পেশায় যাবেন, কী করবেন, কিভাবে লাইফে সেটেল হতে চান দিনশেষে সব আপনার উপর নির্ভর করবে। তবে ওভারঅল এটা সত্য যে পরিশ্রম সফলতার চাবিকাঠি।

আল্লাহ যা দিছেন সেটা অবশ্যই ভালোর জন্য দিছেন। অতএব প্যারা নাই চিল এবং দ্রুত ভর্তি হয়ে যান আইন এবং ভূমি প্রশাসন অনুষদে।

ফ্যাকাল্টি ওয়েবসাইট

আরো পড়ুনঃ DEPARTMENT OF LAW, CU

MARITIME LAW, BSMRMU

PSTU Full Review

Information By: Jobaer Mahmud Toyon

ESDM 12, PSTU

ফিচারড ছবি কৃতজ্ঞতাঃ PSTU Photography Club