অনেকদিন ধরে অনেকের নিকট হতে এই প্রশ্নটা অনেকবার আসছিল, “ভাইয়া, Marine fisheries সম্পর্কে জানতে চাচ্ছিলাম।”
তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি, সমুদ্র তীরবর্তী এলাকা থেকে শুরু করে গভীর সমুদ্র পর্যন্ত বিস্তৃত জল সম্পদের মধ্যে আমাদের মৎস্য সম্পদ নিয়ে গবেষণা, এর আহরণের পদ্ধতি,বিস্তৃতি ইত্যাদি সকল বিষয় অন্তর্ভুক্ত।

এখন Marine fisheries নিয়ে তোমাদের সম্ভাব্য প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করবো। আশা করি উপকৃত হবে
☞ভাইয়া, Marine Fisheries dept. কি নতুন?
– হ্যাঁ। এই বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ নতুন।

☞এই বিষয়ের কি প্রয়োজনীয়তা রয়েছে আমাদের দেশে?
– Maritime sector is vast. এখানে প্রতিটি ক্ষেত্র অনুযায়ী দক্ষতার প্রয়োজন। সামুদ্রিক মৎস্য সম্পদ নিয়ে আমাদের জ্ঞানের এখনো অনেক অভাব রয়েই গিয়েছে। বিশেষ করে আমি বলবো, আমাদের সমুদ্র সীমার মধ্যে গবেষণা কম। এটা ঠিক অনেক সংগঠন বর্তমানে মাছ নিয়ে গবেষণায় অনেক এগিয়ে গিয়েছে, কিন্তু সেটি উপকূলের নিকটে। গভীর সমুদ্র এখনো বাকী। আশা করি বুঝতে পেরেছ।

☞আমরা তাহলে ভবিষ্যতে কি করবো?
– আমি আমার পূর্বের লেখাগুলোর মধ্যে বলেছিলাম, এখনো বলছি। তোমার কাজের উপর নির্ভর করবে তুমি কি করবে। তাই পরিশ্রম করাই লাগবে।
আর আসল কথা হলো, BORI, বাংলাদেশের মৎস্য অধিদপ্তর, ইত্যাদিতে সুযোগ থাকার কথা। কিন্তু মূল লক্ষ্য হচ্ছে জানা, আবিষ্কার, খোজাখুজি, এক কথায় বিজ্ঞানী। সম্মান, জ্ঞান, আর মর্যাদা এতেই নিহিত।
☞ভাই, বি.সি.এস?
– That’s your wish.

☞পড়াশোনা কেমন হবে?
– CU, CVASU, DU,SAU ‘র বড় ভাইদের জিজ্ঞাসা করে দেখতে পারো।
☞ Will it be interesting?
– Yeah. Every subject is interesting. You just have to cope with it and find out your interest. You can’t neglect anyone.
☞Oceanography নাকি Fisheries?
– Both are better. একটায় পৃথিবীর পুরো মহাসমুদ্র নিয়ে আলোচনা আরেকটা শুধু মাত্র মহাসমুদ্রের Fisheries community নিয়ে।
☞তাহলে এছাড়াও আর কোথায় আছে?
– যতদূর মনে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের Marine Science faculty এর আওতায় Marine fisheries নিয়ে প্রচুর পড়াশোনা, গবেষণা পরিচালিত হয়। এছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই বিভাগ আছেই।
☞ভাই, ভর্তি পরিক্ষার জন্য আলাদা কিছু পড়া লাগবে?
– Main books. আর Question solve করো। ভালোই কাজে দিবে।

√আর কোনো প্রশ্ন?

এছাড়াও কিছু জানার থাকলে আশা করি সকলেই যতটুকু সম্ভব সহযোগিতা করবে😊

তাহলে, ঠিকভাবে পড়াশুনা করো।

Note: Pictures have been taken from internet.

 

Review Page