মেরিটাইম ল মূলত সমুদ্র বিষয়ক আইন, ২০১৩ সালে বাংলাদেশের ঐতিহাসিক সমদ্রসীমা বিজয়ের পরবর্তি সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে চৌকষ মেরিটাইম আইনজীবীর সমুহ প্রয়োজনীয়তা অনুভব করেন এছাড়াও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষে BSMRMU ACT, 2013 এর মাধ্যমে নবগঠিত দেশের ৩৭ তম পাবলিক বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির Faculty of Maritime Governance & Policy এর আন্ডারে LLB (Hons) in Maritime Law ডিপার্টমেন্ট এর সূচনা হয়।

মেরিটাইম ল চার বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি, যার প্রধান ফোকাস মেরিটাইম ল।
সাধারন ইউনিভারসিটিতে যেখানে ১২০ ক্রেডিট আওয়ার সেখানে মেরিটাইম ল তে ১৫৫+ ক্রেডিট আওয়ার কারন এখানে বার কাউন্সিল আপ্প্রুভড LLB ছাড়াও মেরিটাইম ল এর কোর্স রয়েছে যা অন্য সব ইউনিভার্সিটি থেকে আমাদের বিশেষত্ব এর পরিচায়ক।

আমাদের মূল সার্থকতা আমাদের চৌকষ ও ডাইভার্স ফ্যাকাল্টি। নবনির্মিত বিধায় পার্মানেন্ট ফ্যাকাল্টি, আ্যডজয়েন্ট ফ্যাকাল্টি, অন্যান্য ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি ছাড়াও নৌবাহিনী ও সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারাও আমাদের ক্লাস নিয়ে থাকেন এছাড়াও জটিল মেরিটাইম কোর্সের জন্য ফরেন গেস্ট ফ্যাকাল্টি থেকেও জ্ঞান আহরনের সৌভাগ্য কোয়ালিটির প্রতি আমাদের ডেডিকেশনের পরিচয় বহন করে।

কনভেনশনাল একাডেমিক পড়াশুনার পাশাপাশি মুট কোর্ট, ল ক্লাব সহ বিভিন্ন ক্লাব এক্টিভিটিজ এবং সেমিস্টারের স্টাডি টূর গুলো যেমন তোমার পোটেনশিয়াল বাড়াবে তেমনি আইন কে সম্পূর্ন ভিন্ন দৃস্টিকোন থেকে দেখার সু্যোগ পাবে। সান্নিধ্য পাবে এডমিরালিটি কোর্টের বর্ষীয়ান জাস্টিস দের আর সমুদ্রের নোনা জল হবে তোমার রক্তের স্বকীয় বৈশিষ্ট্য।

আর ক্যারিয়ার প্রস্পেক্ট সে তো এক ঢিলে দুই পাখি, এটি যেহেতু বার কাউন্সিল এপ্রুভড LLB তার মানে তোমার আর ল পড়া বন্ধুরা যা করতে পারবে তুমি তা চোখ বন্ধ করে করতে পারবে। নরমাল LLB এর ক্যারিয়ার প্রস্পেক্ট সম্পর্কে আশা করি অলরেডি ঘেটে ফেলেছো। হ্যা!!

আ্যডভোকেসি , ব্যাংক জব, জুডিশিয়াল সার্ভিস, বিসিএস, সিভিল ক্রিমিনাল কোর্ট প্র‍্যাক্টিস, রাজনীতি(ভার্সিটিতে না) সবই খোলা থাকবে। যা নিয়ে বিস্তারিত আমরা পরে জানতে পারব।

 

★ এখন আসি মেরিটাইম ল তে, সর্বপ্রথম প্রস্পেক্ট হচ্ছে ফ্যাকাল্টি, কারন ২০২১ সালের মধ্যেই কর্ণফুলী নদীর তীরে ১০৬ একরের বিশাল ক্যাম্পাসে শিফট করবে, সেখানে কি পরিমান ফ্যাকাল্টির প্রয়োজন হবে তা নিশ্চই বুঝতে পারছ, আর তোমরা যদি ২০১৯-২০ সালে এডমিটেড হও তবে তোমার হবে দ্বীতিয় ব্যাচ,

 

★দেশের মোট চারটা সমুদ্রবন্দর রয়েছে, এদের মধ্যে আন্ডার কন্সট্রাকশন এ রয়েছে দুটো। এগুলাতে মেরিটাইম লিগাল অফিসার হিসেবে, আর পোর্ট এবং ডমেস্টিক সমুদ্র সীমায় একটা শিপ আরেক্টাকে ঢুয়া দিলেই ব্রিফকেস হাতে তোমার ডাক পড়বে শিওর থাকো।

 

★ দেশের শীর্ষ বিচারালয় সুপ্রিমকোর্ট এর অরিজিনাল জুরিসডিকশন এর আওতাভুক্ত প্রেস্টিজাস আডমিরালিটি কোর্ট এও থাকবে অবাধ চলাচল, বার এক্সাম দিতে হবে যদিও।

 

★ দেশের মেরিটাইম ল ফার্ম গুলোতেও যোগদান করার সুবর্ণ সুযোগ রয়েছে, ইন্টার্ভিউ গিয়ে দেখবে মাস্টার্স এর প্রিয় বড় ভাই সেখানে শেয়ারহোল্ডার, আর কি চাই!!

 

★ দেশের শিপিং কর্পোরেশন গুলো হন্য হয়ে যোগ্য মেরিটাইম লইয়ার খুজছে সেখানে তোমাকে পেলে তো তাদের সোনায় সোহাগা।

 

★ যদি নাম কামাতে পারো তবে সরকারের মেরিটাইম পলিসি মেকারের খাতায়ও তোমার নাম ঊঠতে পারে কে জানে!!
মূলত এর জন্যই মেরিটাইম ল এর সৃষ্টি।

 

★ ইন্টারন্যাশনাল পসিবিলিটিজ ইজ এন্ডলেস তোমার স্কিল সেট ইন্টারন্যাশ্নাল শিপিং কর্প, বিলাসবহুল ক্রুজলাইনার এর লিগ্যাল এডভাইসার হবার গৌরব এনে দেবে।

 

★আরেক মেজর মার্কেট হচ্ছে ইন্সুরেন্স কোম্পানি। এই ভদ্রলোকদের তোমার মত তীক্ষ্ণ মেধার আইনজীবীর বড্ড প্রয়োজন, ডমেস্টিক ইন্টারন্যাশনাল দুই ক্ষেত্রেই।

 

★P&I Club গুলো খুবই প্রেস্টিজাস এবং হাই পেয়িং। বুর‍্যো ভেরিটাস, ল্যয়েড এরকম আরো ইন্ডেমনিটি ক্লাব গুলো হতে পারে তোমার গন্তব্য।

 

★ এনাফ ডিগ্রি, স্কিল, এফোর্ট তোমাকে UN, Arbitration Council, PCJ সহ আরও অনেক গ্লোবাল কোর্ট এ প্র‍্যাক্টিস ছারাও given some time and reputation, জাজ হওয়াও অসম্ভব কিছু না। শুধু প্রয়োজন আত্ববিশ্বাস ও উচ্চাকাঙ্ক্ষা।

 

তবে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার পারস্যু করতে ইন্টারন্যাশনাল মেরিটাইম ইউনিভার্সিটি থেকে LLM করা লাগবে,
তবে ফিকার মাত, গুড নিউজ হ্যায়!!

 

★আমাদের ইউনিভার্সিটির সাথে অলরেডি অনেকগুলো রেপুটেটেড মেরিটাইম ইউনিভার্সিটির MoU আছে আর ভবিষ্যতে এখান থেকে স্কলারশিপ এর পরিমান আরো বাড়বে, কারন আমাদের খুব স্ট্রং ইন্টারন্যাশনাল কো-অপারেশন রয়েছে ইউরোপ, আমেরিকা, ভারত ও ইমার্জিং পাওয়ার চায়নার অন্যান্য মেরিটাইম বিশ্ববিদ্যালয় গুলোর সাথে।

 

আমি পার্সোনালি মেরিটাইম ল চুজ করেছি কারন আমি গ্লোবাল একটা ক্যারিয়ার চাই, সকালে লিভারপলের পোর্টে স্কচড এগ দিয়ে ব্রেকফাস্ট করে সন্ধায় রটারড্যামের হীমশীতল হাওয়ায় কফির কাপে চুমুক দিয়ে ড্রাফটিং এ ডুবে যাবার স্বপ্নই আমাকে বেশি প্রশান্তি দেয়। 😊

 

কিন্তু নিজের স্বপ্নকে ভুলো না, তোমার স্বপ্নই তোমার অস্তিত্ব।

 

মূলকথা হচ্ছে মেরিটাইম ল এর ক্যারিয়ার প্রস্পেক্ট হচ্ছে as high as your Ambition and Capability. নিজেকে প্রমান করতে হবে আর প্রচ্চুর পরিশ্রম করতে হবে কথায় আছে না

আকাশের যত তারা,
আইনের তত ধারা।

 

🕛Overview
চার বছরে খরচ ১,২০,০০০(apprx)

সিট ৩৫( বাড়াতে পারে)
🕛Admission Test Topics:

★MCQ:
বাংলা
ইংলিশ
সাধারন জ্ঞান
Critical Resoning
Analytical Ability
Total 60 marks

★Written:
A Bangla & a English essay
both comprising of 40 marks
Total 100 marks;90 mins
All in English except the Bengali Parts

 

মসৃন হোক পথচলা
এই শুভকামনায়

Rafi Ul Osman

Department of
LLB (Honours) in Maritime Law
Bangabandhu Sheikh Mujibur Rahman Maritime University

 

Join our group 

Review Page