ক্যাম্পাস সন্তোষ নামক স্থানে অবস্থিত।
১) স্টেশন থেকে অটো পেতে পারেন যেগুলো সরাসরি সন্তোষে আসে।
—–ভাড়া-৩৫ ৳

★অটো সরাসরি সন্তোষে না আসলে যা করবেন,

১) স্টেশন থেকে ” কুমুদীনি কলেজ গেইট”
—ভাড়া- ১৫৳

২) কুমুদীনি কলেজ গেইট থেকে “সন্তোষ”
—-ভাড়া-২০৳

★কুমুদীনি কলেজ গেইট থেকে যদি অটো সন্তোষ না আসে তবে করনীয়,

১) কুমুদিনী কলেজ থেকে “বেবী স্ট্যান্ড”
—-ভাড়া- ১০৳
২) “বেবী স্ট্যান্ড” থেকে সন্তোষ
—–ভাড়া-১০৳

★★★টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড থেকে যেভাবে সন্তোষে আসবেন,
১)অটো সরাসরি সন্তোষে যদি আসে তাহলে আসবেন অবশ্যই।
—ভাড়া-২০৳

★সরাসরি না আসলে করনীয়,
১) পুরাতন বাস স্ট্যান্ড হতে “বেবী স্ট্যান্ড”
—-ভাড়া-১০৳
২) বেবী স্ট্যান্ড হতে সন্তোষ
—-ভাড়া-১০৳

★★ যারা সিটপ্লানের ব্যাপারে টেনশনে আছো,

সিট প্লান ফোনে এস.এম.এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

★★★আর,অবশ্যই শীতের কাপড়/কাথা নিয়ে আসবেন।

পরিশেষে,
সকল পরিক্ষার্থীদের জন্য রইলো শুভ কামনা।

RaZu Ahmed