আসুন আজকে আমরা জেনে নিব ‘মেরি ক্রিসমাস’ এই টার্মটার উৎপত্তি কোথা থেকে। এই টার্মটা দিয়ে কি বুঝায় সেটা জেনে নিলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কাউকে বলবেন কিনা! সেটা আপনাদের সিদ্ধান্ত।
প্রথমে চলুন ক্রিসমাস শব্দটার সন্ধিবিচ্ছেদ করি। Christmas = Christ + Mass
৩০০ সামথিং শতাব্দীতে ক্রাইস্টের জন্মদিন পালন করতে জনগণ সমবেত হতো। ক্রাইস্ট মানে খ্রিস্ট, আর মাস (mass) মানে সেই জনগণ। সেটা সংক্ষেপে ক্রিসমাস হয়ে গেছে।
এবার আসুন Christ শব্দের অর্থ জেনে নেই। ক্রাইস্ট শব্দের অর্থ কি ঈশ্বরের পুত্র? উত্তর হচ্ছে – ‘না’!
Christ শব্দটি এসেছে গ্রীক ‘χριστός (chrīstós)’ শব্দ থেকে। হিব্রু শব্দ ‘মেসিয়াহ’ এর অনুবাদ করা হয়েছে ইংরেজীতে Christ হিসেবে। হিব্রু ‘মেসিয়াহ’ মানে হচ্ছে “নবী”।
কোরানেও ঈসা আঃ কে ‘আল-মসীহ’ হিসেবে বলা হয়েছে। মুসলমানরাও ঈসা আঃ কে নবী হিসেবে স্বীকার করে। তো Christ শব্দের অর্থ হচ্ছে নবী, এবং যেহেতু তার কাছেও আসমানী কিতাব এসেছে সেহেতু তিনিও একজন রাসূল।
তাহলে ‘জেসাস ক্রাইস্ট’ এর বাংলা অর্থ দাঁড়ালো- ‘ঈসা নবী’!
Merry মানে হচ্ছে একটা আনন্দসূচক শব্দ, আমি ভাবতাম ‘মাতা মেরী’ বা ‘মরিয়ম’ থেকে এই মেরী এসেছে, কিন্তু তা না। আমরা যেমন ‘জয় বাংলা’ বলি, এই মেরী শব্দটা এমন ‘জয়’ এর মত শব্দ!
তাহলে ‘Merry Christ Mass’ ফ্রেজটার অর্থ কি দাঁড়াচ্ছে? কথাটার অর্থ হচ্ছে- ‘নবীর জন্য সমবেত জনতার জয় হোক’!
অনেকেই মুহাম্মদ সঃ এর জন্মদিন পালন করেন। সেই অনুষ্ঠানকে বলা হয় ‘ঈদে মিলাদুন্নবী’। ঈসা নবীর জন্মদিনের অনুষ্ঠানটার নাম – ‘ক্রিসমাস’!
এই বাক্যে ঈশ্বরের পুত্র টাইপ কোন কথা নেই।
অনেকে বলে ঈসাকে ঈশ্বরের পুত্র বললে শিরক হয়। সেই কথা তো এই বাক্যে কেউ বলছে না।
কেউ কেউ ঈদে মিলাদুন্নবী পালনেও শিরক দেখতে পায়। এরা চারদিকে শুধু শিরকই দেখে, এদের পেশাই শিরক দেখা। অথচ ইসলাম ধর্মের শুরু থেকেই কিতাব প্রাপ্তদের ধর্মকে ‘সিস্টার ফেইথ’ হিসেবে দেখা হয়েছে।
যাইহোক, Merry Christmas everyone those who celebrates!!
লেখা: শুভ কামাল