আমাদের উদ্দেশ্যঃআচ্ছা মনে পড়ে কি? ছোট বেলায় আমরা “আলী বাবা ও চল্লিশ চোর” এর একটা কার্টুন দেখতাম? যেখানে চল্লিশ চোরের প্রধান সর্দার এক গুহার সামনে গিয়ে বলতো “খোল যা সিম সিম”? তারপর কি? অবাক করে দিয়ে গুহার সামনে থেকে পাথর সরে যেত! খুব অবাক করার মতোন বিষয় যে এই পাথর টা কি মানুষের কথা বুঝে?। যাইহোক ওটা ছিল রূপকথা৷ কিন্তু এমন টা কিন্তু সম্ভব৷ বায়োমেট্রিক্যালি একটা দরজাকে কিন্তু কন্ট্রোল করা যায়৷ ভয়েস রেকোগনাইজেশন,ফিঙ্গার প্রিন্ট, রেটিনা স্কেন ইত্যাদির মাধ্যে এমন টা করা সম্ভব৷ অনেকেই আমরা আমাদের হাতের মুঠো ফোনেও এসব দেখেছি৷ তাহলে এই রূপকথা টা এখন আর রূপকথা নয় বরং বাস্তবিক ভাবেই ঘটছে৷ আর এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য যেখানে রূপকথাকে আমরা প্রাণ দান করি৷ So,Mechatronics is a platform where you can make the fiction alive.
মেকাট্রনিক্স কি?
সচারাচর আমরা যেসব প্রাইভেট কার গুলো দেখি সেখানে কি হয়? আগে হাতল ধরে টান দিয়ে দরজা খুলি,তারপর সুইচ চেপে দিলে আলো জ্বেলে যায় তারপর ড্রাইভ করি৷ কিন্তু রিসেন্টলি Hobs and shaw মুভিতে একটা গাড়ি দেখেছিলাম যে হাতের একটা সুইচ চাপার সাথে সাথেই গাড়ির সামনের দুটো দরজা উপরে উঠে যায় এবং ভেতরের আলোগুলোও জ্বলে উঠে৷ এমন গাড়ি নিশ্চয়ই অনেকেই দেখেছি৷ এখানে ব্যাপার টা কি হয়? হাতে থাকা সুইচে চাপ দিলেই রেডিও ওয়েব এর সাহায্যে সংকেত আদান প্রদানের মাধ্যমে এক্সিকিউট হয় এবং দরজা গুলো উপরের দিকে চলে যায়৷ খেয়াল করো,দরজা গুলো ঠিক উপরেই যেন উঠে সেটা মাথায় রেখেয় ডিজাইন টা করা হয় আবার আলোও যেন জ্বেলে উঠে সেজন্য ভেতরের বর্তনীও অমন ভাবেই সাজানো হয়৷ অর্থাৎ এই গাড়িকে সম্পূর্ণ ভাবে বিশ্লেষণ করলে দেখব একই সাথে মেকানিকাল, ইলেক্ট্রনিক্স এবং ইন্টারেকশনের জন্য প্রোগ্রামিং জ্ঞানও থাকা চাই৷ আর এই সবগুলো ক্ষেত্র নিয়েই আমাদের মেকাট্রনিক্স৷ অর্থাৎ মেকানিকাল + ইলেকট্রনিকস+ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ৷
So, Mechatronics is at the crossroads of mechanical,electronic and computer science engineering
আচ্ছা অনেকের মনেই প্রশ্ন বা ভ্রান্ত ধারণা থেকেই যায় যে,মেকাট্রনিক্স মানেই কি রোবোটিকস? না, মেকাট্রনিক্স এর একটা বিশাল অংশ জুড়ে থাকে রোবোটিকস৷ তারপর অটোমেশন,ম্যানুফেকচারিং ইত্যাদি৷ আবার রোবোট মানেই এমন নয় যে সব রোবট, রোবট সিনেমার চিট্টি র মতোন -ই হবে৷
আচ্ছা মনে পড়ে?,পরিবারের সাথে একসাথে আড্ডা দেয়ার সময় বা দুপুরের খাওয়ার সময় রিমোট চেপে ডিসকোভারি চ্যানেলে “Food Factory” একটা অনুষ্ঠান দেখতাম! যেখানে কেমন ভাবে যেন সব কিছু হয়ে যেত৷ সব মেশিন দ্বারাই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যেত৷ এখানেই চলে আসে আমাদের আরেকটি বিশেষত্ব ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এবং ইন্ডাস্ট্রিয়াল রোবট সংক্রান্ত জ্ঞান যা আমাদের এই ডিপার্টমেন্ট এর সাথে সংযুক্ত করা হয়৷ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং!! তাছাড়া এই অটোমেশন কে
বর্তমানে সকল ফ্যাক্টরি,কারখানা কে এর আওতায় আনা প্রয়োজন যাতে শ্রম ও সময় দুটোকেই এমনভাবেই কাজে লাগানো যায় যেনো উৎপাদন ব্যবস্থা তে উন্নতি হয়।
তার জন্য আরো জানা প্রয়োজন ম্যানেজমেন্ট।
Automation,production process,Management
৩ টার সমন্বয় ঘটবে ইন্ডাস্ট্রিয়াল এ।
যেখানে একই সাথে প্রোডাকশন প্রসেস সংক্রান্ত জ্ঞান এবং আমাদের প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে অবগত হই এবং এখানেই চাকরীর ক্ষেত্র গুলো বিস্তৃত হয়ে যায়৷ [কর্মক্ষেত্র সংক্রান্ত কথা নিচে চলে আসবে]
কি কি পড়ানো হয়?
Thermo-fluid engineering,System dynamics control,Digital control system,Biomedical engineering,Matchine Learning algorithm,Nano-electronics,MIE System design
,Micro controller & interfacing of mechatronic system,Sensors & Instrumentation,Mechanics of materials সহ অনেক Interesting সব বিষয় নিয়ে Course টি সাজানো হয়েছে!!
রোবোটিকস নিয়ে যা যা পড়ব –>>Robot design,Application of robots,Induatrial robots,Service robots,Human robot-interaction,Social robots, Robot kinemetics ইত্যাদি!!
Industrial part এ যা যা থাকছে!
Production process,
Fabrication,
Measurement & Statistical Analysis,
Engineering Materials,
Operation research,
Industrial Law,
Operation management,
Maintenance Managment,
Financial managment For engineers,
Buisness management,
Engineeing Ethics ইত্যাদি!!
কর্মক্ষেত্রঃ
দেশে এই ডিপার্টমেন্ট টি নতুন৷ গুটি কয়েক বিশ্ববিদ্যালয়েই এই বিভাগ টি খোলা হয় দেশে ও বাহিরে মেকাট্রনিক্স হৈ চৈ ফেলা দেয়া সাব্জেক্ট গুলোর একটি৷ তবে নিজ দক্ষতার সাথে বেড়ে উঠা একজন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার এর জন্য
১/ ফুয়েল এন্ড এনার্জি
২/মাইক্রো কন্ট্রোল সিস্টেম
৩/ টেক্সটাইল/গার্মেন্টস
৪/ন্যানো ট্যাকনোলোজী
৫/সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট
৬/পিএলসি বেইজড সিস্টেম ডিজাইন
৭/ইঞ্জিনিয়ারিং রোবট ডিজাইন এন্ড কন্ট্রোল
৮/আর্টিফিশিয়াল ইন্টে-লিজেন্স
৯/অ্যারোস্পেস
ইত্যাদি সব ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে। আবার
দেশি ও বিদেশি বিভিন্ন ইন্ডাস্ট্রি যেমন ব্রিটিশআমেরিকান টোবাকো , ইউনিলিভার, ভিয়ালাটেক্স, নেসলে,প্রান, অটবি, রহিমআফরোজ, ডি বি এল, হাতিল, নাভানা, ওয়াল্টোন , কোহিনুর কেমিকেল, বিএস আরএম, স্কয়ার ও বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরীতে MIE গ্রাজুয়েট দের চাকুরীরসুযোগ রয়েছে।
আর স্যালারির দিক দিয়েও, এক জরিপে দেখা গিয়েছে অ্যামেরিকার একজন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারের বার্ষিক গড় বেতন প্রায় ৮৩ হাজার ডলার।
অতঃপর হয়ে উঠো একজন মেকাট্রন৷ গড়ে তুলো নিজেকে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার হিসেবে৷ নিজ কল্পপনাকে নতুন প্রাণ দিতে প্রস্তুত করে নাও নিজেকে৷ সবশেষে সবুজ স্বর্গে তোমাদের সবাইকে জানাই স্বাগতম৷
Writer: Raihan Islam
CUET