করোনা মহামারী পরিস্থিতিতে মে মাসেই গুগলে যোগ দেয়ার দুটো আনন্দের খবর এসেছে।

বুয়েটের অনিক সরকারের সাথে গুগলে যোগ দিচ্ছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নাবিলা আহমেদ।

তাছাড়া, তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে গুগলে যোগ দেয়া প্রথম নারী।

নাবিলা আহমেদ শুরু থেকেই NSU Problem Solvers Club এর সাথে যুক্ত ছিলেনএবং ২০১৭ তে অনুষ্ঠিত NGPC তে প্রথম রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।

তিনি বর্তমানে ThoughtWorks নামক একটি প্রতিষ্ঠানে কন্সাল্টেন্ট ডেভেলপার হিসেবে কর্মরত আছেন এবং শীঘ্রই গুগলের লন্ডন অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিবেন।

ওনার স্বামী সামিউল ইসলামও গুগলে কর্মরত আছেন। এবং দুজনেই NSU এবং বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরছেন।

দুজনের জন্যই শুভকামনা রইলো।

(Bilingual)

We have another Googler from NSU <3

This time, let us express our heartiest congratulations to Nabila Ahmed apu for getting into Google. She is the first female from NSU to be joining Google as a software engineer.

Our accounts wouldn’t do justice in explaining how inspirational her stories and achievements are, but for a glimpse, her teams had extraordinary performances in IUPCs, and were first runner ups in NGPC 2017. Her last contest was ICPC Dhaka Regional 2017.

Nabila apu currently works as a consultant developer at ThoughtWorks, she will be joining the London Office of Google shortly.

Her husband, our beloved Samiul Islam bhai, also from NSU, is currently working at Google.

Let us take a moment to congratulate her for this amazing achievement.

© Sudipta Mandal & Campus Connect Desk

Please Join Our Group Community of Engineers