আর তোমার পরিচয়? “Engineer or Architect? We say, why not BOTH?”

বিষয়বস্তু
Naval Architecture and Marine Engineering (NAME) বুয়েটে তার যাত্রা শুরু করে ১৯৭১ সালে, বিষয়টি 

অনেকের কাছে আজও অজানা। বর্তমানে বুয়েটে NAME এর আসন সংখ্যা ৫৫। তাছাড়া আরও চারটি আসন রয়েছে যা আর্মি-নেভি অফিসারদের (অফিসার হলেও ভাইয়েরা অনেক বন্ধুভাবাপন্ন) জন্য সংরক্ষিত।

বুয়েটের পাশাপাশি ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে MIST তে এটি চালু হয়েছে, আর KUET এ এটি চালু করার প্রক্রিয়া চলছে। বুয়েটে ২০১১-১২ সালে প্রথম NAME গ্রহণকারীর মেধাক্রম ছিলো ৩১২, ২০১০-১১ সালে যা ছিল ৩৪৮, সর্বশেষ ২০১৮ সালে ছিলো ৮৪৪।

কর্মক্ষেত্র
এবার আসা যাক NAME এর job sector গুলোর দিকে। বিদেশে এটি পরিচিত Maritime Engineering বা Ocean Engineering বা Offshore Engineering হিসেবে। মূলত জাহাজ নির্মাণ শিল্পের সাথে সম্পর্কযুক্ত হলেও এর ক্ষেত্র আরও অনেক বিস্তৃত।


এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আসা যাক। বর্তমানে বাংলাদেশে ছোট-বড় ১৫ টি (http://en.wikipedia.org/…/List_of_shipbuilders_and_shipyards ) shipyard আছে। তাদের মধ্যে আনন্দ শিপইয়ার্ড, ওয়েস্টার্ন মেরিন, খুলনা শিপইয়ার্ড আন্তর্জাতিক মানের জাহাজ প্রস্তুত করে তাদের দক্ষতা প্রমাণ করেছে। এছাড়া ড্রাইডকগুলো তো আছেই।


বাংলাদেশ ২০০৮ সালে আন্তর্জাতিক মানের জাহাজ প্রস্তুতকারী হিসেবে সম্মান লাভ করে যখন একটি ডেনিশ কোম্পানিকে ৭০ লক্ষ মার্কিন ডলারের জাহাজ হস্তান্তর করে। তাছাড়া কিছুদিন আগে খুলনা শিপইয়ার্ড তাদের যুদ্ধজাহাজ বাংলাদেশ নেভিকে হস্তান্তর করে। তবে অধিকাংশ শিপইয়ার্ড দেশীয় নৌযান প্রস্তুতির সঙ্গে জড়িত। দেশে আছে গৌরবময় সেনাবাহিনী ও নৌবাহিনী, যেখানে প্রয়োজন আছে ন্যাভাল আর্কিটেক্ট! ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর অনেক কিছু শেখানো হয়, সেহেতু পেতে পারো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ।

বিদেশে অনেক উচ্চমানের সংস্থা আছে, আছে শিপইয়ার্ড কোম্পানি, ক্লাসিফিকেশন সোসাইটি, যা হয়তো একটু ইন্টারনেট ঘাটাঘাটি করলেই পাবে। সেখানেও নিজ যোগ্যতায় ক্যারিয়ার গড়তে পারবে!


এবার আসা যাক বেতনের কথায়। স্বাভাবিকভাবেই শুরুতে বেতন তুলনামূলক একটু কম দিয়ে শুরু হলেও অভিজ্ঞতার সাথে সাথে অল্প সময়ের মধ্যে তা অত্যাধিক হারে বাড়ে। আর সবচেয়ে বড় কথা হল, বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় ক্রমবর্ধমান শিল্পের অন্যতম এটি। বাংলাদেশ সরকার জাহাজ নির্মাণ শিল্পকে Thrust sector ঘোষণা করেছে। আগ্রহ থাকলে নির্দ্বিধায় বেছে নিতে পারো NAME কে।


NAME এ জবের দেশীয় বিভিন্ন ক্ষেত্রগুলো হচ্ছে-


Bangladesh Institute of Marine Technology, Marine Academy, Chittagong, Department of Shipping (DOS), Khulna Shipyard Ltd., Narayanganj Dockyard and Engineering Works Ltd, Chittagong Dry Dock Ltd., Bangladesh Inland Water Transport Authority (BIWTA), Bangladesh Inland Water Transport Corporation(BIWTC), Bangladesh Shilpa Bank, World Bank, Bangladesh, Bangladesh Water Development Board, Bureau of Manpower, Employment and Training (BMET),

Japan-Bangladesh Chamber of Commerce & Industry, Ananda Shipyard and Slipways Ltd, Western Marine Shipyard Ltd, Western Fishers Shipyard Ltd, Khan Brothers Ship Building Ltd., Meghna Ship Builders and Dockyard, DESH Shipbuilding & Engineering Ltd., Highspeed Shipbuilding Ltd, Dhaka Dockyard and Engineering Works,, United Naval Architects, Karnaphuli Shipyard, Bangladesh Army, Bangladesh Navy, Narayanganj Shipbuilders, Bashundha Shipbuilding Ltd.

NAME এ জবের বিদেশী বিভিন্ন ক্ষেত্রগুলো হচ্ছে-


Curtin University of Technology, University of Western Austrailia, American Bureau of Shipping, USA, American Bureau of Shipping, Singapore, Newcastle University, Singapore, BMT Fleet Technology in Vancouver, Canada, Australian School of Petroleum, The University of Adelaide, WorleyParsons, USA, Heriot-Watt University, UK, Zurong Shipyard, Singapore, Sembawang Shipyard Pte Ltd, Singapore, New Southwales University, Austrailia ইত্যাদি

উচ্চশিক্ষা

যদি উচ্চশিক্ষার কথা ভাবো, তাহলে MIT কিংবা ইউনিভার্সিটি অফ মিশিগান থেকে শুরু করে বিশ্বের অনেক অনেক ভাল ভাল শিক্ষা প্রতিষ্ঠানে পাবে এ বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ। এই বিষয় থেকে স্নাতক পাশ করে ফ্লুইড মেকানিক্স, স্ট্রাকচারাল ডিজাইন এমনকি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এও উচ্চশিক্ষা নেওয়া খুবই সম্ভব! নেভাল আর্কিটেকচারের অধিকাংশ কোর্স-কারিকুলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে সম্পর্কিত। তাই চাইলে পরবর্তীতে Fluid Mechanics, Heat Transfer, Finite Element Method (FEM) কিংবা Computational Fluid Dynamics (CFD) এর মতো কোর সাবজেক্টগুলোতে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারো।

সর্বোপরি বলা যায়, কমপ্লিট একটা ইঞ্জিনিয়ারিং হিসেবে Naval Architecture & Marine Engineering এর মতো বিষয় বিবেচনায় অগ্রাধিকার পাওয়ারই দাবিদার।