সপ্ন যখন নটর ডেম কলেজ! নটর ডেম কলেজ এক বিস্নয়য়ের নাম। কলেজেটির আঙ্গিনায় ক্রিম কালারের শার্ট পরে পা রাখা সে অন্য এক অনুভূতি।যা ভাষায় প্রকাশ করার মতো না ।

প্রতি বছরই এইচএসসি ও বিশেষ করে বিশ্ববিদ্যালয়,ইন্জিয়ারিং বিশ্ববিদ্যালয়, সরকারী মেডিকেল গুলোতে অসাধারন ফলাফল করার মাধ্যমে বাংলাদেশের অন্যতম সেরা কলেজের স্থান করে নিয়েছে। অপ্রতিদ্বন্দি এক কলেজের অপর নাম নটর ডেম কলেজ।

গত দুই বছর যাবৎ কলেজটি প্রতিযোগিতা মূলক লিখিত ও ভাইবা পরিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করানো হচ্ছে। তবে এবার করোনা ভাইরাসের আক্রমনে স্বাস্থবিধি অনুসরন করার জন্য কলেজ কতৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এ বছর আগের বারের মতো ভর্তি পরিক্ষা নিবে না।

ভর্তি কার্যক্রম হিসেবে এবার এসএসি পরিক্ষায় প্রাপ্ত নম্বর ও বিষয়ের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

একই মেধাক্রম ও নম্বরধারির শিক্ষার্থীর সংখ্যা ভর্তি আসনের তুলনায় বেশি সেক্ষেত্রে বিজ্ঞান বিভাগের জন্য ইংরেজী,উচ্চতর গনিত,জীববিজ্ঞান এবং ব্যাবসায় শিক্ষা বিভাগের জন্য হিসাব বিজ্ঞান,ইংরেজী,তথ্যও যোগাযোগ প্রযুক্তি এবং মানবিক বিভাগের জন্য ইংরেজী,বাংলা,তথ্যও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বেশি নাম্বার পাওয়া শিক্ষার্থীকে ভর্তির জন্য অগ্রাধিকার দেওয়া হবে।

ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী, মিশনারি পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় আনা হবে। ।

Notre dame Admission Notice

Official Notice

ভর্তি প্রক্রিয়া

০৩ জুন থেকে এ শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হবে অনলাইন ভর্তি প্রক্রিয়া।  চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।

আগামী ১৪ জুন ভর্তির চূড়ান্ত ফলাফল মোবাইলে এসএমএস করে জানানো হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য কলেজের ওয়েবসাইটে দেওয়া হবে।

আবেদন ফি

ভর্তির আবেদন ফি (অফেরতযোগ্য) বাবদ ২২৫/- (ভর্তি আবেদন ফি বাবদ ২২০/- + বিকাশ চার্জ ৫/-) টাকা অনলাইনে আবেদন করার সময় দিতে হবে।আবেদনকারী ১১ জুন দুপুর ১২টা পর্যন্ত বিকাশ পেমেন্ট করার সুযোগ পাবে। পুনঃনিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে ফল পাওয়ার সঙ্গে সঙ্গে কলেজে এসে যোগাযোগ করতে হবে।

আবেদনের ন্যূনতম যোগ্যতা

বিজ্ঞান বিভাগ-বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) জিপিএ-৫, মানবিক বিভাগ জিপিএ-৩ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ জিপিএ-৪। এসএসসি-তে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪.৫০, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে জিপিএ- ৩.৫০।

আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগ-বাংলা মাধ্যম-১ হাজার ৭৮০, ইংরেজি ভার্সন-৩০০,
মানবিক বিভাগ-৪০০
ব্যবসায় শিক্ষা বিভাগ-৭৫০।

সর্তকতা

* ভুল/অসত্য তথ্য দিয়ে ভর্তি হলে বাতিল বলে গণ্য হবে এবং ভর্তির টাকা ফেরত দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
*
* যেসব ছাত্র কলেজ নির্ধারিত ইউনিফরম পরিধান ও নিয়মিত ক্লাস করতে চায় না, যারা ধূমপান করে এবং ওপরে উল্লেখিত ভর্তি প্রক্রিয়া যারা মানতে রাজি নয় তাদের আবেদন করার প্রয়োজন নেই বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

ভর্তির আবেদন প্রক্রিয়া

নটরডেম কলেজ নিজস্ব অনলাইন-এ ভর্তির আবেদন নেবে।

সরাসরি ওয়েবসাইট  অথবা নটরডেম কলেজের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করা যাবে ।

সময়:-আগামি ৩ জুন দুপুর ১২টা ১ মিনিট থেকে ১১ জুন দুপুর ১২টা পর্যন্ত।।

কলেজ ওয়েবসাইট লিংক:-http://www.notredamecollege-dhaka.com/

ভর্তির জন্য আবেদন লিংক:-https://www.mcampus-admission.online/ndc/#/login

হট লাইন নম্বর
০১৯৩৩৩২২৫৩০, ০১৯৩৩৩২২৫৩১, ০১৯৩৩৩২২৫৩২, ০১৯৬৭৬০৭৭৭৭

কল করার সময়:-
।।সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।।

 

লেখকঃ মোঃ ইসমাইল হোসেন

শিক্ষার্থী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়