দেশে অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধে বিটিআরসির নেয়া উদ্যোগের প্রযুক্তিগত সমাধানের দায়িত্ব পেয়েছে সিনেসিস আইটি লিমিটেড।
বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে, প্রতিষ্ঠানটিকে আগামী ২ ডিসেম্বরের মধ্যে জামানত জমা দিয়ে চুক্তি করতে হবে ।
চুক্তির ১২০ কার্যদিবসের মধ্যে সিনেসিস আইটিকে পুরো ব্যবস্থাটি চালু করতে হবে। এতে প্রতিষ্ঠানটি সময় পাবে আগামী বছরের এপ্রিল পর্যন্ত। আর প্রক্রিয়াগত কাজ শেষ করে দ্রুত এই কার্যক্রম চালুর কথা বলছে বিটিআরসি।
জানা গেছে, গত ফেব্রুয়ারিতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার নামের এই ব্যবস্থা চালু ও পরিচালনার জন্য দরপত্র আহ্বান করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।
আগ্রহী চার প্রতিষ্ঠানের মধ্যে অবশেষে এই কাজ পেলো সিনেসিস আইটি। ২০১২ সালে প্রথমবারের মতো অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধের উদ্যোগ নেয় বিটিআরসি।