“শিক্ষা জাতির মেরুদণ্ড”
কথাটির বিশ্লেষণ করতে হবে বলে মনে হচ্ছে না।ব্যক্তির বিকাশ এবং সমাজ ও দেশের সামগ্রিক অগ্রগতিতে উচ্চ শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতির উচ্চাকাঙ্খা পূরণের লক্ষ্যে উচ্চ শিক্ষাই প্রধান অবলম্বন। তাই আমাদের দেশে শিক্ষা ক্ষেত্রে উচ্চ শিক্ষা লাভের সুযোগও রয়েছে বেশ।
যে ডিগ্রি ব্যাচেলর-অব-এডুকেশন বা বিএড নামে পরিচিত। যদি ইচ্ছা থাকে শিক্ষা নিয়ে কাজ করার তবে এই বিষয়ে পড়তে পার তুমিও। শিক্ষা দেওয়া হয় এমন সব ধরনের বিষয়, যা আধুনিক বিশ্বে তোমার প্রতিটি পদক্ষেপে কাজে লাগবে। তোমাকে কেবল একজন দক্ষ শিক্ষা বিশেষজ্ঞ হিসেবে গড়ে তুলবে না, বরং একজন ভাল মানুষ হিসেবে তৈরি হতে সাহা্য্য করবে।
পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজে রয়েছে বিএড পড়ার সুযোগ।
💘💘শিক্ষা বিজ্ঞান অনুষদ💘💘
নোবিপ্রবি তে শিক্ষা বিজ্ঞান অনুষদ চালু হয় গত বছর শিক্ষা বিভাগ চালুর মাধ্যমে। অনুষদ হিসেবে এই প্রথম বাংলাদেশে চালু হয় এইটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক আগ থেকেই আই.ই.আর অর্থাৎ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট নামে চালু আছে।
📕📖যে সকল বিষয় পড়তে হবে📕📖
এডুকেশনে পড়তে চাইলে এখানে সর্বপ্রথম কষ্ট করার মানষিকতা তৈরি করে তোমাকে প্রবেশ করতে হবে। শিক্ষা বিষয়ের পাশাপাশি তোমাকে তোমার স্ট্রিম অনুযায়ি বিষয়াদি পড়ানো হবে। যে যে বিষয় পড়ানো হবেঃ-
বাংলা ভাষা, ইংরেজি ভাষা, মনোবিজ্ঞান, দর্শন, ict, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত কিংবা জীববিজ্ঞান ইত্যাদি।
এ ছাড়াও কি ভাবে তুমি শিক্ষকদের প্রশিক্ষণ দিবে, কি ভাবে ক্লাস নিবে তার উপর হাতে কলমে শিক্ষা দেয়। কি ভাবে তুমি প্রশাসনিক কাজ করবে তার ধারনা দিবে “শিক্ষা প্রশাসন” বিভাগ
💰💰জব সেক্টর💰💰
পড়ালেখা শেষ করে এবার আমরা আসি জব অপরচুনিটি সম্পর্কে, যেটা সবচাইতে বেশি ইম্পরটেন্ট আর কি। চাকুরীর বাজারেও আগ্রহের কেন্দ্রবিন্দুতেও বর্তমান সময়ে শিক্ষা ও গবেষণা উপরের সারীতে।
পড়াশুনা যেহেতু শিক্ষা নিয়ে তাই শিক্ষাবিষয়ক সব প্রতিষ্ঠানে তোমার থাকবে একক রাজত্ব।
ইউ আর সি ইন্সট্রাক্টর, পিটিয়াই ইন্সট্রাক্টর, থানা শিক্ষা অফিসার, উপজেলা একাডেমিক সুপারভাইজার, ডিস্ট্রিক্ট ট্রেনিং কো অর্ডিনেটর, ব্যাংকার (সরকারি ও প্রাইভেট), বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন স্বায়ত্বশাসিত সরকারি প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক ও অন্যান্য, বিভিন্ন এনজিও তে কারিকুলাম ডেভেলপার, লার্নিং ম্যাটেরিয়াল স্পেশালিস্ট, রিসার্চার, প্রাইভেট-পাবলিক ভার্সিটি লেকচারার ক্যাডার-নন ক্যাডার পোস্ট বাদই দিলাম।
বিভিন্ন শিক্ষাবোর্ড,ন্যাশনাল + ইন্টারন্যাশনাল এনজিওতে এজুকেশনাল প্রজেক্টে রিসার্চার হিসেবে।সরকারিভাবে পরিচালিত বিভিন্ন প্রজেক্ট, শিক্ষার উন্নয়নে কর্মরত দেশি-বিদেশি এনজিওসমূহ, NCTB, NAEM, NTRCA প্রভৃতি এছাড়া বেসরকারী প্রতিষ্ঠানেও কাজ করার সুযোগ রয়েছে। বর্তমানে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক এনজিও তাদের শিক্ষামূলক প্রকল্প পরিচালনার ক্ষেত্রে বিএড ও এমএড কোর্স সম্পন্ন দক্ষ জনশক্তি চায়।
এগুলোর মধ্যে রয়েছে-Save the Children, US- Aid, AUS-Aid, UNESCO,UNECEF, CAMPE, ব্রাক, প্রশিকা, আহসানিয়া মিশন ইত্যাদি। বর্তমানে প্রায় সবকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে শিক্ষা বিষয়ক প্রধান হিসেবে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর থেকে পাশ করা শিক্ষার্থীরা।আগামীতে নোবিপ্রবি থেকে তোমরাও এইসব জায়গায় থাকবে।
সব শেষে শুভ কামনা রইলো নোবিপ্রবির ব্যাচেলর অব এডুকেশন শিক্ষার্থীদের জন্য ।
Maksuda Mim
শিক্ষা বিভাগ,
নোবিপ্রবি
NSTU Review 
ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, NSTU
ফলিত রসায়ন & কেমিকৌশল, NSTU
Top 10 most important matter about NSTU admission test 
Information And Communication engineering (ICE) NSTU
ধন্যবাদ নোয়াখালি প্রশাসন