যেহেতু ৭ থেকে 10 লক্ষ টাকা খরচ করে একটা ইউনিভার্সিটি তে ৪ বছর ধরে পড়াশোনা করবেন সেজন্য একটা ইউনিভার্সিটি তে ভর্তি হয়ে অবশ্যই ওই ইউনিভার্সিটি সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন।
Subject Review CSE in NSU:
প্রথমেই বলে নেই NSU তে EEE/CSE/ETE এই ৩ টি subject এর আলাদা আলাদা কোন ডিপার্টমেন্ট নেই, তিনটা subject মিলে একটাই Department যেটাকে একসাথে বলা হয়ে থাকে ECE ( Electrical & Computer Engineering) Department.
কেন এনএসইউ এর ECE Department বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর মধ্যে সেরা?
প্রথমতঃ ভালো জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো শিক্ষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আর NSU এর ECE ডিপার্টমেন্টের কালেকশনে বাংলাদেশের সবচেয়ে সেরা ফ্যাকাল্টিরা রয়েছে। বাংলাদেশে NSU ই একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে জুনিয়র লেকচার হওয়ার জন্যও নূন্যতম যোগ্যতা হিসেবে বিদেশের রেপুটেড ইউনিভার্সিটি ডিগ্রী থাকা বাধ্যতামূলক। সুতরাং, নিঃসন্দেহে তারা বিশ্বমানের কোয়ালিটি মেইনটেইন করে কেননা শুধু বাংলাদেশ পড়াশোনা করে BRAC,IUB,AIUB,EWU even BUET এর ও ফ্যাকাল্টি হওয়া যায়, কিন্তু নর্থসাউথের জুনিয়র লেকচার হওয়াও অসম্ভব। এমনকি BUET এর PhD থাকলেও আপনি NSU এর জুনিয়র লেকচার হতে পারবেন না।
দ্বিতীয়তঃ আপনি বিদেশে ভালো ইউনিভার্সিটি তে পড়াশোনা করতে গেলে একজন ভালো ফ্যাকাল্টির রেফারেন্স খুবই প্রয়োজনীয়। এবং Research. সুতরাং, আপনি এনএসইউতে পড়লে ওয়ার্ল্ডের স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে পড়ে আসা ( like Stanford, Purdue University, National University of Singapore, etc) ফ্যাকাল্টি দের কাছে সহজে রেফারেন্স দিতে পারবেন এবং তাদের সুপারভাইজারে এ Research করার সুযোগ পাবেন।
NSU এর ECE Department এর ফ্যাকাল্টিরা Research করার জন্য USA থেকে 1 থেকে 2 কোটি টাকা পর্যন্ত fund পেয়ে থাকে ফলে স্টুডেন্টরাও সেসব Research এ কাজ করার সুযোগ পায়। NSU থেকে EEE/CSE তে Bsc করে full scholarship এ World এর top 10 University তে Master’s ছারাই direct Phd করার সুযোগ প্রতিনিয়তই পেয়ে থাকে, Even এমন উদাহরণ ও রয়েছে যে NSU এর ECE Department এর স্টুডেন্ট Bachelor(Graduation) complete এর আগেই USA তে ১০০% full fund এ scholarship পেয়েছে।
আমার জানা মতে বাংলাদেশে NSU ছাড়া আর কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট কখনোই bachelor complete er agai, graduate না হয়েই USA/abroad থেকে direct PhD offer পায়নি।
তৃতীয়তঃ QS ranking এ NSU 1st in Private and 3rd in Bangladesh among public & private. এমনকি QS employability রেংকিং এ বাংলাদেশের DU & BUET এর আগে, সবার শীর্ষে অবস্থান করছে। মূলত employability রেংকিং এ যেই ইউনিভার্সিটি সবার আগে থাকে সেই ইউনিভার্সিটির সার্টিফিকেট ভ্যালু সবচেয়ে বেশি বলে গণ্য করা হয়। So আপনি এনএসইউতে যেই সাবজেক্টেই পড়েন না কেন আপনার সার্টিফিকেট Value রয়েছে।
কারণ বাংলাদেশে যেকোনো জব সেক্টর / কোম্পানি এটা জানে যে NSU 93 তে A দেয়, সুতরাং NSUer দের অনেক বেশি পড়াশোনা করে grade তুলতে হয়। । আর ওয়ার্ল্ডের ভালো ইউনিভার্সিটিগুলোতে এপ্লাই এর ক্ষেত্রে ইউনিভার্সিটি রেংকিং খুবই গুরুত্বপূর্ণ তারা সবার ফার্স্টে search দিয়ে দেখবে আপনার ইউনিভার্সিটি QS রেংকিং এ কত নাম্বারে রয়েছে।
চতুর্থতঃ প্রতিবছরই শোনা যায় নর্থসাউথের ECE ডিপার্টমেন্ট থেকে অন্য ইউনিভার্সিটি তুলনায় সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্টরা ভালো ভালো জায়গায় গিয়েছি লাইক গুগল, মাইক্রোসফট, ইনটেলের মত বড় বড় প্রতিষ্ঠানে।যা NSU তে অধ্যায়নরত বর্তমান স্টুডেন্টদেরকে মোটিভেটেড করে।
পঞ্চমতঃ নর্থসাউথের ফাইনাল ইয়ারের প্রজেক্টের এর জব ফেয়ারে প্রতিবছর বাংলাদেশের সবচেয়ে বড় বড় এবং সবচেয়ে বেশি কোম্পানি visit এ যায় এবং সেখান থেকে অনেকে সরাসরি জবের অফার পায়।
ষষ্ঠতঃ Scopus থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ২০২১ সালে সর্বাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করে দেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো মধ্যে গবেষণায় শীর্ষস্থানে রয়েছে NSU। তথ্যসূত্রঃ Scopus; Scientific Bangladesh
পরিশেষে বলব, যদি কেউ প্রাইভেট ইউনিভার্সিটি থেকে EEE/CSE/ETE পড়ে বিদেশে হায়ার স্টাডির জন্য যেতে চান তাহলে আপনার জন্য নর্থ-সাউথ বেস্ট অপশন হবে। আর Abroad এ credit ট্রান্সফারের ক্ষেত্রেও বাংলাদেশে others University গুলোর তুলনায় NSU থেকে credit সবচেয়ে easy.
North-South University focuses on the “Personality development” of any student out there. NSU “School of Engineering” is the only School in Bangladesh that has American standard accreditation. ECE departments of NSU follow North American syllabus, books, curriculum, grading system, etc.
International Student ratio& International Faculty ratio তে NSU Bangladesh সকল প্রাইভেট & পাবলিক ইউনিভার্সিটির থেকে এগিয়ে রয়েছে এবং নাম্বার ওয়ান।
এবং Dhaka University এর VC Md. Akhtaruzzaman sir এর মতে সেই ইউনিভার্সিটি টাই সবচেয়ে ভালো ইউনিভার্সিটি বলে বিবেচিত হবে যেই ইউনিভার্সিটির International Student ratio& International Faculty ratio সবচেয়ে বেশি।
আমি আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি তে ৫০% স্কলারশিপে পড়ার সুযোগ পেয়েছি তাই আপনাদের এডমিশন সংক্রান্ত কিছু তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব।
আপনারা শুনলে অবাক হবেন যে Fall 2021 সেমিস্টারে নর্থ-সাউথ ইউনিভার্সিটি এডমিশন টেস্টের উপর ৩৮৭ জন কে ৫০-১০০% স্কলার্শিপ দিয়েছে। আমি আবারো বলছি ৩৮৭ জন কে, যেই সংখ্যাটা অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় অনেক। সুতরাং যারা এখনো কোথাও ভর্তি হতে পারেননি বা পাবলিক ইউনিভার্সিটি তে নিজের পছন্দের সাবজেক্ট পাননি, তারা হালকা-পাতলা পড়াশোনা করেই পরবর্তী সেমিস্টারে এডমিশন টেস্ট দিতে পারেন, পাবলিক ইউনিভার্সিটির এডমিশন টেষ্ট এর জন্য কিন্তু আমরা সবাই অনেক পড়াশোনা করি এর পরেও আমরা পছন্দের কাঙ্খিত সাবজেক্ট টি পাই না কারণ পাবলিকে আবেদনকারীর তুলনায় সিট সংখ্যা অনেক বেশি।
তাই মোটামুটি মানের পড়াশোনা করেও যদি দেশের নাম্বার ওয়ান প্রাইভেট ইউনিভার্সিটিতে ফুল স্কলারশিপ এ ভর্তি হওয়া যায় তাহলে অসুবিধা কোথায়? আর আপনি scholarship না পেলেও admission test দিয়ে try করে দেখতেতো সমস্যা নাই যদি লাগে যায়। আর মানের কথা এর কথা বললে নর্থসাউথের মান বাংলাদেশের কোন প্রথম সারির পাবলিক ইউনিভার্সিটি গুলোর থেকে কোন অংশে কম নয় বরং বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর মধ্যে শীর্ষে এবং, পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর মধ্যে ৩ নাম্বার এ নাম্বার অবস্থান করছে।
সুতরাং সময় নষ্ট না করে একটু পড়াশোনা করেই দেশের নাম্বার ওয়ান প্রাইভেট ইউনিভার্সিটি তে ফুল স্কলারশিপ এ পড়ার সুযোগটি কে সুযোগটা লুফে নিতে পারেন।
আমার কথা অন্ধের মত বিশ্বাস না করে আপনি নিজেও গুগলকে যে তথ্যগুলো যাচাই করে নিতে পারেন।
[Note: এই পোস্ট এ ECE ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি দেয়ার কথা বলা হয়েছে এবং ECE ডিপার্টমেন্ট এর সাবজেক্ট CSE এর রিভিউ দেওয়া হয়েছে শুধুমাত্র। not others Department.]
http://ece.northsouth.edu/people/type/faculty/
Review By Tanzila Khan