প্রযুক্তিবিশ্বের খ্যাতনামা বহুজাতিক প্রতিষ্ঠানগুলার মধ্যে অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান Apple এ অ্যাকোয়াস্টিক সিস্টেম ইঞ্জিনিয়ারিং ইন্টার্নশিপে যোগ দিয়েছেন বাংলাদেশের নাগরিক নূরসাদুল মামুন।
তিনি চুয়েটের তড়িৎকৌশল বিভাগের ‘০৭ ব্যাচের শিক্ষার্থী এবং ইটিই বিভাগের সহকারী অধ্যাপক হিসেবেও কর্মরত আছেন।
মামুন বর্তমানে The University of Texas at Dallas তে পিএইচডি রিসার্চ সম্পন্ন করছেন।
তার গবেষণার বিষয়বস্তু হল ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রসেসরের জন্য অ্যাকোয়াস্টিক সিগন্যাল প্রসেস করা।
যা শ্রবণপ্রতিবন্ধীদের কিংবা দুর্বল শ্রবণশক্তির মানুষদের শব্দ শুনতে সহায়তা করে।
এপলে যাওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, “এপ্লিকেশন করার পর স্ক্রিনিংয়ের মাধ্যমে ৩০-৫০ জন বাছাই করা হয়।
এরপর দুইধাপে ইন্টারভিউ হয় এবং শেষপর্যন্ত তারা আমাকেই সিলেক্ট করে।”
অনুজদের জন্য দিকনির্দেশনার ব্যাপারে তিনি জানান প্রত্যেককে নিজের লক্ষ্য ঠিক রেখে সে অনুযায়ী অগ্রসর হতে হবে।
ছাত্রাবস্থায়ই ম্যাটল্যাব, পাইথন, জাভা প্রভৃতি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ও বিভিন্ন টেকনিক্যাল নলেজের দিকে ফোকাস রাখা উচিৎ।
যেকোনো গবেষণার বিশেষায়িত দিকগুলি এবং খ্যাতনামা কনফারেন্স বা জার্নাল যেমন, IEEE তে পেপার পাবলিশ করায় মনোযোগী হওয়া উচিৎ বলে মনে করেন তিনি।
ইঞ্জিনিয়ার’স ডায়েরি পরিবার তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে ❤️