কয়েক বছর আগেও অনলাইন কোর্স বিষয়টা বাংলাদেশে তেমন পরিচিত না হলেও বর্তমান বাংলাদেশে অনলাইন কোর্স একটা সাড়া জাগানো বিষয়।
ভার্সিটি পড়ুয়া ছাত্রদের মাঝে বর্তমানে অনলাইন কোর্স করে সার্টিফিকেট অর্জনের প্রবণতা দেখা যায় যেটা একটা পজিটিভ বিষয়।
অনলাইন কোর্স করে আপনি বৃদ্ধি করতে পারেন আপনার সফ্টওয়্যার স্কিল,প্রফেশনাল স্কিল,সফ্ট স্কিল এমনকি ডিপার্টমেন্ট রিলেটেড কোর্সও করতে পারেন বিভিন্ন ওয়েবসাইট থেকে।
এখন আসুন ফ্রী আর পেইড এর ব্যাপারে। কিছু সাইট আছে যাদের কোর্স করতে ডলার পে করতে হয় যেখানে বিভিন্ন কোর্সের জন্য ডিউরেশন অনুযায়ী পেমেন্ট এর পরিমাণ ভিন্ন হয়ে থাকে। উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় Udemy কে।
এই Udemy অনেক জনপ্রিয় অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যেখানে সব ধরনের কোর্স পাবেন এবং কোর্স শেষে সার্টিফিকেট ও পাবেন।
Udemy এর সার্টিফিকেট এর গ্রহণযোগ্যতা ও অনেক। আপনি আপনার CV ভারী করতে পারেন এ সার্টিফিকেট দিয়ে পাশাপাশি আপনার Linked In প্রোফাইল টাও করতে পারেন সমৃদ্ধ।
তাহলে ফ্রী কোর্স কি? ফ্রী কোর্সের সার্টিফিকেট এর কি মূল্য নেই?
কোর্সের মূল উদ্দেশ্য হল শেখা আর এই শেখার একটা নথিগত প্রমাণ হচ্ছে সার্টিফিকেট। ফ্রী কোর্স হলো যে কোর্সগুলো ফ্রী তেই এনরোল করা যায় এবং কমপ্লিট করে পাওয়া যায় সার্টিফিকেট। অনেক নতুন নতুন ওয়েবসাইট আছে যেগুলো ফ্রী তে কোর্স প্রোভাইড করে।
এখন যদি ধারণা করেন ফ্রী তে যেহেতু দিচ্ছে সেহেতু এগুলো থেকে কিছু জানা যাবে না তবে আপনার ধারণাটা ভুল।
তারা কেন ফ্রী করে জানেন? মার্কেটিং এর জন্য। এই যে বলেছিলাম Udemy এর কথা, এই Udemy ও যখন যাত্রা শুরু করেছিল তখন তাদের কোর্সগুলো ও ছিল ফ্রী অফ কোস্ট।
শুরুতে তাদের কোয়ালিটি কোর্স ফ্রী তে দেখিয়ে চাহিদা বাড়িয়েছে আর এখন তারা কোর্স প্রতি ইনকাম করছে অনেক অনেক টাকা পাশাপাশি কোর্সের প্লেলিস্ট ও হয়েছে সমৃদ্ধ। সুতরাং কোর্স ফ্রী করাটা মার্কেটিং স্ট্র্যাটেজি।
আপনি এখন যেটা থেকে ফ্রী কোর্স করে সার্টিফিকেট অর্জন করলেন দুই বছর পর হয়ত দেখবেন সেই কোর্সটিই মানুষ পে করে করতেছে এবং সাইট টাও জনপ্রিয় হয়ে আপনার সার্টিফিকেট এর মূল্যও বাড়িয়ে দিয়েছে।
তাই ফ্রী আর পেইড কোর্স এর ভালো-মন্দ বিবেচনা না করে করে ফেলুন আপনার প্রয়োজনীয় কোর্স। শিক্ষার্থীদের জন্য ফ্রী তে কোর্স করাটাই শ্রেয়।
তাছাড়াও Udemy এর মত বড় বড় কিছু অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম মাঝে মাঝে কিছু সময়ের জন্য ফ্রী ও করে দেয় কিছু কোর্স।
Chinmoy Badhon
Urban and Regional Planning
Pabna University of Science and Technology