২০১৬ সালে আলাক পাণ্ডে তার ইউটিউব চ্যানেল চালু করে। উদ্দেশ্য মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে চাওয়াদের ভর্তি পরীক্ষার জন্য তৈরি করা।

কয়েকবছরের মধ্যে চ্যানেলের জনপ্রিয়তা এতো বেড়ে যায় যে ভারতীয় এডটেক স্টার্টআপ আনএকাডেমি তাকে একটি লোভনীয় প্রস্তাব দেয়। আনএকাডেমিতে চাকরি করলে পাণ্ডে পাবেন বছরে ৪০ কোটি রুপী।

কিন্ত পাণ্ডে সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর পাণ্ডে ও প্রতীক মাহেশ্বরী ২০২০ সালে ফিজিক্সওয়ালা (সংক্ষেপে PW) কে নিবন্ধন করেন।

এতদিন পর্যন্ত নিজেরাই বুটস্ট্রাপ করে কর্মী সংখ্যা ১৯০০-তে! এর মধ্যে ৫০০ শিক্ষক, ২০০ এসোসিয়েট প্রফেসর, ১০০ টেক এক্সপার্ট রয়েছে।

গুগুল প্লে স্টোর থেকে তাদের এপে ডাউনলোড হয়েছে ৫২ লক্ষ আর ইউটিউবে গ্রাহক প্রায় ৭০ লক্ষ।

সিরিজ এ-তে ১০০ মিলিয়ন ডলার তারা বিনিয়োগ পেয়েছে। ভ্যালুয়েশন হয়েছে ১.১ বিলিয়ন ডলার। বিনিয়োগ দিয়ে ১০০টি অফলাইন কোচিং ক্লাসরুম চালু করতে চায় PW।

এছাড়া ভারতের ৯টি ভাষাতে কন্টেন্ট প্রকাশ করবে। লক্ষ্য ২০২৫ সালের মধ্যে ২৫ কোটি শিক্ষার্থীর জীবন বদলে দেওয়া।

ফিজিক্সওয়ালা ২০২২ সালের ১৬তম ও ভারতের ১০১ তম ইউনিকর্ন।

ইউনিকর্ন হলো একটি শিংওয়ালা কাল্পনিক প্রাণী। কোন প্রাইবেট স্টার্টআপের ভ্যালুয়েশন এক বিলিয়ন ডলার বা ৯২০০ কোটি টাকা হলে সেটিকে ইউনিকর্ন বলা হয়।

– মুনির হাসান