Here’s a latest review regarding the Subject PME (petroleum and mining engineering) from sust pme’16.. this updated review would be helpful for students to make decisions with accord to it.
Review regarding PME-
‘PME’ নামটা হয়তো অনেকেই আগে শুনে নি।বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন এই সাবজেক্টটি কিন্তু বর্হিবিশ্বের অন্যতম ডিমান্ডেবল সাবজেক্টগুলোর একটি।এমনকি ভারতেও এর উপর অনেক ইঞ্জিনিয়ারিং স্কুল রয়েছে।

‘PME’ এর পূর্ণরূপ হচ্ছে পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং। অন্যান্য দেশে পেট্রোলিয়াম এবং মাইনিং এই দুই বিষয় আলাদা করে পড়ানো হলেও আমাদের দেশে এই দুটো একত্রে পড়ানো হয়। এখানে যা যা পড়ানো হয় তা হচ্ছে-

*পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং-
ইঞ্জিনিয়ারিং এর এই ক্ষেত্রে হাইড্রোকার্বন(অশোধিত­ তেল বা প্রাকৃিতিক গ্যাস)উৎপাদনের সাথে সংশ্লিষ্ট এবং তৈল উৎপাদন ও গ্যাস শিল্পের মূল প্রজেক্টের বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত।

*মাইনিং ইঞ্জিনিয়ারিং-
প্রকৌশল পেশার এই ক্ষেত্রে মূলত প্রকৃতি থেকে খনিজ পদার্থ উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণ সম্পর্কিত তত্ত্ব, বিজ্ঞান, প্রযুক্তি এবং এর প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়।
ইন্টারনেট ঘাঁটলে এবং সংশ্লিষ্ট কোর্সের নামগুলো দেখলে এই সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পাওয়া যাবে।

সাস্ট এর সিলেবাস – http://­www2.sust.edu/d/pge/­curriculam/9

বাংলাদেশে প্রথম এই সাবজেক্টের যাত্রা শুরু করে সাস্ট(২০০৪) এরপর যথাক্রমে যাস্ট(২০০৯), চুয়েট(২০১০) এবং এমাইএসটিতে (২০১৬) PME ডিপার্টমেন্ট চালু হয়।বুয়েটে এই সাবজেক্টের উপর মাস্টার্স করার সুযোগ রয়েছে।

পূর্বে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারদের অভাব থাকায় বর্তমানে বাংলাদেশে সিভিল,মেকানিকাল এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ার দ্বারা এই ক্ষেত্রটি নিয়ন্ত্রিত হচ্ছে।কিন্তু অদূর ভবিষ্যতে আশা করি আমরাই এই ক্ষেত্রের নিয়ন্ত্রণে থাকব।মূলত এই জন্যেই আমাদের দেশে পিএমই ডিপার্টমেন্ট চালু করা হয়।

চাকুরির কথা বলতে গেলে আগামী কয়েক বছরের মধ্যে পেট্রোলিয়াম সেক্টরে আনুমানিক ২৫% এবং মাইনিং সেক্টরে ১২% জব বাড়বে।এছাড়াও বঙ্গোপসাগরে সিসমিক সারভে এবং খুলনা ও চিটাগাং এ দুটি LNG(Liquid Natural Gas) টার্মিনাল চালু হবার কথা চলছে।বিদেশি ইঞ্জিনিয়ার দের পাশাপাশি সেখানে দেশের ৫০% পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার রাখার জন্য সরকার বিদেশি প্রতিষ্ঠান গুলোর সাথে চুক্তিবদ্ধ হবে।আগামী ২০৪১ সালের মধ্যে জ্বালানি শক্তি হিসেবে তেল বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ৩৩০০০ কিলোটন যা ২০১৪ সালে ছিল মাত্র ৬০০০ কিলোটন।

বাংলাদেশে বাপেক্স,বিজিএপসিএল,প­েট্রোবাংলা,বিপিসি,বি­ইওএল,পদ্মা অয়েল ইত্যাদি সহ প্রায় ৬০ টির মতো সরকারি ও বেসরকারি কোম্পানি রয়েছে আমাদের কর্মক্ষেত্র হিসেবে।এছাড়াও বিভিন্ন গ্যাস ফিল্ড,এলপিজি-এলএঞ্জি­ প্রতিষ্ঠান রয়েছে। ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ‘chevron’ যা বিশ্বের সেরা দশটি অয়েল এবং গ্যাস ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে ৯ নম্বরে আছে।

বিশ্বের প্রায় সকল পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার ও জিওলজিস্ট দের সাথে সংযুক্ত থাকার জন্য রয়েছে SPE(Society of petroleum Engineers). এটা বিশ্বব্যাপী পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারদের জন্যে একটি পরিবারের মতো।SPE তে একটি একাউন্ট থাকলে সহজেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এই বিভাগের শিক্ষক ও স্টুডেন্টদের সাথে কানেক্টেড থাকা যায় এবং এই রিলেটেড যেকোনো বিষয়ে সাহায্য নেওয়া যায়।আরও জানতে চাইলে www.spe.org তে ঢুকে দেখতে পার।

এবার স্কলারশীপ এর কথায় আসি।প্রতিযোগিতা কম থাকায় বাইরে স্কলারশীপ পাওয়া/­বাইরে যাওয়াটা মোটামুটি সহজ।এছাড়াও জ্বালানি ও সম্পদ প্রতিমন্ত্রী বলেছেন দেশের ৫০০ জন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারকে সরকারিভাবে ইন্টার্নশিপ করাবেন এবং চাকুরির সুযোগ দিবেন।বাইরের দেশগুলো যেমন USA,Canada,Australia,Japan,­Norway তে এই বিষয় নিয়ে উচ্চতর পড়াশুনা করার বিস্তর সুযোগ রয়েছে।পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারদের জন্য স্বর্গতুল্য ভার্সিটিগুলো হচ্ছে- colorado school of mines(usa),curtin university(aus),toky­o university(japan),un­iversity of stavanger(norway)[tu­tion fee free],university of texas a&m etc.

বিদেশের কর্মক্ষেত্র হিসেবে রয়েছে বাঘা বাঘা অয়েল এন্ড গ্যাস ইন্ডাস্ট্রিগুলো যেমন petronas,Bp,gazprom,­exxon,sinopec etc. যেসব কোম্পানিগুলো টোটাল রেভিনিউর দিক থেকে বিশ্বের সেরা কোম্পানিগুলোর মধ্যে স্থান করে নিয়েছে।তার মানে বুঝেই নেও সেখানে স্যালারির পরিমাণ কি হবে!! সাম্প্রতিক পরিসংখ্যান থেকে দেখা গেছে USA তে ৩০০০০ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার রয়েছে এবং আরও ৩৩০০০ এর প্রয়োজন রয়েছে!!

কেমিস্ট্রি যাদের ভালোলাগেনা তারা ভাবে পিএমই তাদের জন্যে না।কিন্তু এই সাবজেক্টে কেমিস্ট্রি বলতে গেলে তেমন কিছুই নেই,যা বেশি দরকার পড়ে তা হল জিওলজি যা ব্যক্তিগতভাবে আমার কাছে বেশ মজার মনে হয়।অনেকরই ভ্রান্ত ধারণা থাকে যে এই সাবজেক্টটা মেয়েদের জন্যে না কিন্তু বিদেশে মেয়েরাই বিভিন্ন জায়গায় এই রিলেটেড জবে অনেক ক্ষেত্রে ছেলদের চেয়ে এগিয়ে আছে।এক্ষেত্রে নিজ অভিজ্ঞতা শেয়ার করেছেন এই শিক্ষার্থী –http://­www.engr.utexas.edu/­wep/news/7557-petroleum

তবে একটা কথা মাথায় রাখা উচিত -‘ভালভাবে এবং মনযোগ দিয়ে পড়াশুনা না করলে পরে পস্তাতে হবে’ এই কথাটা অন্যান্য সাবজেক্টের বেলায় যেমন প্রযোজ্য, এই সাবজেক্টের ক্ষেত্রে তা একটু বেশিই প্রযোজ্য।তাই আগেই বলছি ‘কোনোরকম’ পড়াশুনা করার মন-মানসিকতা থাকলে এই সাবজেক্ট তোমার জন্য না।

একটা কথা এখনো বলা হয়নি,বর্তমানে হাইয়েস্ট পেইড ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হচ্ছে পিএমই। পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারদের বার্ষিক বেতন $১৩০০০০।https://www.sokanu.com/­careers/­petroleum-engineer/­salary/

আর পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারদের লাইফস্টাইল দেখতে চাইলে ইন্টারনেট ঘুরে দেখতে পার।
সবশেষে যদি তোমার চ্যালেঞ্জিং কিছু নিয়ে পড়ার ইচ্ছা,অ্যাডভেন্সারাস­ মাইনডসেট এবং ভালভাবে পড়াশুনা করার ইচ্ছা থাকে then ‘Welcome To PME’
Credit-
Sajjad Hossan Miraz
PME’16
SUST,Sylhet