বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল নিয়ে কিছু কথা-

১. ভালো মেডিকেল বা ডেন্টাল কলেজ কোনটা??

সবচেয়ে বড় একটা আগ্রহের কেন্দ্র এবং কনফিউশন মূলক প্রশ্ন।

যে মেডিকেলের বা ডেন্টাল কলেজের রেজিষ্ট্রেশন আছে সেটাই ভালো মেডিকেল।

বেসরকারি মেডিকেলের কোন ক্যাটাগরি লিষ্ট নাই। কিন্তু মেডিকেল কলেজগুলোর পেসেন্ট টার্নওভারের উপর ভিত্তি করে পুরাতন মেডিকেল কলেজগুলো তুলনামূলক অন্যান্য মেডিকেল কলেজগুলোর থেকে এগিয়ে আছে।

যাদের আর্থিক সমস্যা নেই এবং মেরিট পজিশন ভালো তারা এই মেডিকেল কলেজগুলোতে ভর্তি হয়ে যান

কিন্তু যাদের আর্থিক অবস্থা মোটামুটি এবং মেরিট পজিশন পেছনের দিকে

তাদেরকে বলব রেজিষ্ট্রেশন আছে এমন যেকোনো মেডিকেল কলেজ ভর্তি হয়ে যান।টাকা ও সেফ এবং সাথে ডিগ্রি।

সরকারী অথবা বেসরকারী যেই মেডিকেলেই ভর্তি হও না কেন, দিন শেষে তুমি কেমন চিকিৎসক হবে। তোমার বেসরকারি মেডিকেল কলেজটির কোন ক্যাটাগরির তা কিছু আসে যায় না।

তুমি সরকারি বা মানুষের কথিত টপ কলেজ থেকে পড়লে কিনা কিছু আসে যায় না। কারন তোমরা সবাই একই ইউনিভার্সিটির ছাত্র।

তুমি কেমন ডাক্তার তা নির্ভর করবে মেডিকেলে ঢুকার পর তোমার পড়াশোনা, হাতের কাজ, দক্ষতা, মনোযোগ দিয়ে ইন্টার্নশিপ করা, রোগ ও রোগীর ব্যবস্থাপনা, অপারেশন এসিস্ট করার দক্ষতা, এমবিবিএস পরবর্তী ডিগ্রী এ সব কিছুর উপর।

আর সরকারী ও বেসরকারী মেডিকেলের সবাই একই বিশ্ববিদ্যালয় এর মেডিসিন অনুষদের গ্র্যাজুয়েট হয়।

যেমন ঢাকা ইউনিভার্সিটি এর অধীনে যত সরকারী ও বেসরকারী মেডিকেল এবং ডেন্টাল কলেজ আছে, সব চিকিৎসক এক সাথে ঢাকা ইউনিভার্সিটির মেডিসিন অনুষদ থেকে কনভোকেশন ও সার্টিফিকেট পায়৷

আর পোস্টগ্র্যাজুয়েশন (MD,FCPS etc) হয়ে গেলে আর কথা নাই, কোন মেডিকেল থেকে পড়ছো কেউ কোন দিন জিজ্ঞেস করতে আসবেনা

MBBS/BDS এর শেষে বিদেশে চলে গেলে তো আরো ভালো।এখানে শুধু ডিগ্রি দেখে।

দেশের বেশ কিছু ভালো মানের প্রাইভেট মেডিকেল কলেজ এর নাম বলছি।

১)জহুরুল ইসলাম মেডিকেল কলেজ
২)বাংলাদেশ মেডিকেল কলেক
৩)ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ
৪)বারডেম মেডিকেল কলেজ

৫)ময়মনসিংহ কমিউনিটি বেইসড মেডিকেল কলেজ

৬)হলি ফ্যামিলি মেডিকেল কলেজ
৭)এনাম মেডিকেল কলেজ
৮)ইবনে সিনা মেডিকেল কলেজ
৯)খাজা ইউনুস আলি মেডিকেল কলেজ

১০)গ্রীন লাইফ মেডিকেল কলেজ
১১)পপুলার মেডিকেল কলেজ
১২)জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ

১৩)মা ও শিশু মেডিকেল কলেজ, চট্টগ্রাম
১৪)USTC মেডিকেল কলেজ, চট্টগ্রাম
১৫)ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহী

১৬)কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ
১৭)আদ-দ্বিন উইমেন্স মেডিকেল কলেজ
১৮)মেডিকেল কলেজ ফর উইমেন্স, উত্তরা

★প্রাইভেট মেডিকেল এ ভর্তি হবার সময় যেসব জিনিস অবশ্যই দেখে নিবে সেগুলো হলো :

১) হাসপাতালে ইনডোর এবং আউটডোর এ প্রচুর রোগী হয় কিনা। কারণ রোগী না থাকলে হাতুড়ে ডাক্তার হতে হবে।

২) পর্যাপ্ত পরিমাণ এ শিক্ষক আছে কিনা।
৩) পেশাগত পরীক্ষায় পাশের হার ভালো কিনা।
৪) BMDC & WHO এর অনুমোদন আছে কিনা।

★ খরচ

১) ভর্তির সময় এককালীন উন্নয়ন ফি : ১২-১৬ লাখ টাকা ( সরকার ঠিক করে দেয়। তবে কিছু মেডিকেল এ বেশি নিতে চায়। কোন মাধ্যম ধরে ভর্তি হতে গেলে ২-৩ লাখ টাকা ধরা খাওয়ার চান্স আছে। তাই খবর নিয়ে জেনে নিবেন অফিস থেকে।)

২) মাসিক বেতন : কলেজ ভেদে ৮ হাজার থেকে ১৪ হাজার টাকা।
৩) সেশন চার্জ : কলেজ ভেদে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা।

৪) পেশাগত পরীক্ষার ফি : কলেজ ভেদে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা।

অস্বচ্ছল ও মেধাবী কোটা :

সব প্রাইভেট মেডিকেল এ ৫% কোটা আছে। কোটার জন্যে আবেদন করা লাগে। আবেদনকারী দের মাঝে যাদের মেরিট পজিশন আগে তারাই কোটার জন্যে নির্বাচিত হবেন।

সরকারি নিয়ম অনুযায়ী কোটায় যারা পড়বেন তারা ফ্রি পড়বেন। বেশির ভাগ মেডিকেলেই কোটার স্টুডেন্ট রা ফ্রি তেই পড়েন। তবে কিছু মেডিকেল নিয়ম না মেনে কোটার স্টুডেন্টস থেকে উন্নয়ন ফি নিয়ে থাকে।

বিশেষ পরামর্শ :

১) বাপ মায়ের টাকা না থাকলে প্রাইভেট মেডিকেল এ পড়ার চিন্তা বাদ দেয়া উচিত।

২) এক মেডিকেল থেকে ফর্ম তুলে বসে থাকবেন নাহ। কারণ, টপ মেডিকেল গুলোতে সবাই ই ভর্তি হতে চায়। কিন্তু সেগুলোতে মেরিট লিস্ট এ এগিয়ে থাকা স্টুডেন্টস রাই ভর্তি হবার সুযোগ পাবেন।

৩) ৪০ এর কম মার্কস নিয়ে ভর্তি হতে পারবেন নাহ।

৪) চায়না তে গিয়ে MBBS না পড়াই ভালো।

৫) এখন পর্যন্ত অন্তত ১০ টা প্রাইভেট মেডিকেলের ভর্তি স্থগিত ও বন্ধ করে দেওয়া আছে, তাই সাবধান। একটু জেনে শুনে ভর্তি হওয়ার চেষ্টা করবেন।

দিন শেষে যখন তুমি চিকিৎসক হিসেবে ভালো কাজ করবে, রোগীর জীবন বাঁচাবে তখন কেউ জিজ্ঞেস করবেনা কোন মেডিকেল থেকে পাস করেছো। সবাই যোগ্যতা, দক্ষতাটাই দেখবে।

তাই যদি স্বপ্ন থাকে মানবতার সেবার, তাহলে চলে আসো এ মহান পেশায়। কারণ এই White Apron টা পরার সৌভাগ্য সবার হয়না।বেসরকারি মেডিকেল /ডেন্টাল কলেজ নিয়ে কারো কোন হেল্প লাগলে জানাতে পারো।

শেষ করব এই কথাটি দিয়ে-

It will coat all your youth, Sweat, hard work, thousand of sleepless nights & tears.

ধন্যবাদ সবাইকে।
রবিনুর রহমান
উদয়ন ডেন্টাল কলেজ,রাজশাহী।

Join Our Group For admission Updates

Admission Information Group